PM Sauchalay Yojana List 2024: New List & Apply Online

ADVERTISEMENT

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা নামের তালিকা 2024 (PMAY List 2024: PM Sauchalay Yojana List West Bengal 2024)। পঞ্চায়েত অনুযায়ী প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার নতুন শৌচালয়ের লিস্ট। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা লিস্ট 2024 ডাউনলোড।

West Bengal Toilet list online status check at sbm.gov.in, West Bengal Gramin Sauchalay List, PM Sochalay Yojana list district-wise download and Print.

ভারতের জনগনের শৌচালয় সমস্যায় এগিয়ে এসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারে লক্ষ্য হচ্ছে দ্রুততম সময়ের মাঝে ভারতের সকল জনগনের জন্য স্বাস্থ্যকর শৌচাগারের ব্যবস্থা করা।

এই লক্ষ্যে সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগগুলির একটি হচ্ছে, Gramin Sochalay Yojana। এই যোজনার মাধ্যমে ভারতের নিম্নবিত্ত মানুষকে স্বাস্থ্যকর শৌচাগার প্রতিষ্ঠার জন্য ১২,০০০ টাকা করে প্রদান করা হবে।

PM Sauchalay Yojana List: New List & Apply Online
PM Sauchalay Yojana List 2024: New List & Apply Online

আজ আমরা আপনাদের সাথে New Sauchalay List নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা খুব সহজেই এই যোজনা নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি আপনার যোগ্যতা অনুসারে এই যোজনার সুবিধা নিতে আবেদন করতে পারবেন।

আসুন দেখে নিই Sauchalay List নিয়ে বিস্তারিত তথ্য।

এই যোজনার কিছু গুরুত্বপূর্ন তথ্য

যোজনার নামPradhan Mantri Sauchalay Yojana
চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ঘোষনার তারিখ১৫ই আগস্ট ২০১৪
তত্ত্বাবধানেUrban Development Ministry And Sanitation and drinking water Ministry
অফিসিয়াল সাইটhttp://swachhbharaturban.gov.in/ihhl/

Sauchalay Yojana আবেদনের যোগ্যতা কি কি ?

আসুন দেখে নিই এই যোজনায় আবেদনের যোগ্যতা কি কি।

১) যাদের বাড়িতে টয়লেট নেই তাদের জন্য এই Sauchalay Yojana।

২) আবেদনকারীর বাড়ি অনুমোদিত বা অঅনুমোদিত স্থানে হতে পারে। এমনকি আবেদনকারীর আবাসস্থল বস্তিতে হলেও এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে।

৩) এই যোজনার আওতায় শুধু নিম্নশ্রেনীর জনগনই নয়, যে সকল জনগনের টয়লেট নেই তারা সবাই এই যোজনার আওতায় পড়বে।

Sauchalay Yojana এর জন্য কি কি কাগজপত্র দরকার হয়ে থাকে?

১) আবেদনকারীর আধার কার্ড।

২) ব্যাংক পাসবুক।

৩) ঠিকানা প্রমানের কাগজপত্র।

৪) পাসপোর্ট সাইজ ছবি।

৫) মোবাইল নাম্বার।

প্রধানমন্ত্রী কিষান যোজনা স্ট্যাটাস, লিস্ট ও আবেদন

Sauchalay Yojana এর জন্য কিভাবে আবেদন করা যায়?

আসুন দেখে নিই কিভাবে এই Sauchalay Yojana এর জন্য আবেদন করা যায়।

১) এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইট swachhbharaturban.gov.in এ ক্লিক করুন।

Sauchalay Yojana Registration
Sauchalay Yojana 2024 Registration

২) হোম পেজে আপনার State সিলেক্ট করুন।

৩) এবার পেজের “Online Application for IHHL” এ ক্লিক করুন।

৪) এবার নতুন পেজে আপনার বিস্তারিত তথ্য সঠিকভাবে প্রদান করুন।

৫) সকল তথ্য দেয়া সম্পন্ন হলে সাবমিট করুন।

৬) ভবিষ্যতের জন্য আপনার আবেদনপত্র টি Pdf কপি Save করে রাখুন।

কিভাবে Gramin Sauchalay List পাওয়া যায়?

আসুন দেখে নিই কি কি প্রক্রিয়ায় Sauchalay Yojana এর তালিকা দেখা যায়।

১) প্রথমেই এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইট sbm.gov.in এ প্রবেশ করুন।

২) হোম পেজে গিয়ে “Swachh Bharat Mission Target Vs Achievement On the Basis of Details entered” তে ক্লিক করুন।

Gramin Sauchalay List Download
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার লিস্ট ডাউনলোড

৩) ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে।

৪) নতুন পেজে আপনার State Name, District Name, Block উল্লেখ করুন।

৫) সবশেষে “view report” বাটনে ক্লিক করুন।

এবার আপনি Sauchalay Yojana এর তালিকা দেখতে পাবেন।

Bangla Awas Yojana List – বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট

আজ আমরা আপনাদের সাথে Sauchalay Yojana তালিকা নিয়ে আলোচনা করলাম। এতে করে আপনারা সবাই এই Sauchalay Yojana তালিকা কিভাবে দেখা যায় তা নিয়ে জানতে পারলাম। আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন।

এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে Sauchalay Yojana তালিকা সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন।

ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top