(WB Income Certificate) ইনকাম সার্টিফিকেট বানাতে চান? কিন্তু কোথায় বানাবেন জানেন না। তাহলে চলুন জেনে নিন কিভাবে বাড়িতে বসেই অনলাইন ইনকাম সার্টিফিকেট বানাতে পারবেন সমস্ত ধাপ দেখে নিন।
অনেক আগে একটা সময় ছিল কোন সার্টিফিকেট বের করার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হতো। অর্থাৎ অনেকটাই ঝামেলার মধ্যে দয়ে যেতে হতো আবেদনকারীকে। তার জন্য বিডিও অফিসে অনেকবার যেতে হতো কিন্তু যখন থেকে ইন্টারনেট এসেছে তখন সমস্ত কাজ এককথায় ঘরে বসে খুব সহজেই সম্পন্ন করা যায়।
অন্যান্য সার্টিফিকেট এর মত বর্তমানে ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য বিডিও অফিসে চক্কর লাগাতে হয় না। অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট পাওয়া যায় বেশকিছু পদ্ধতির মাধ্যমে।
চলুন তাহলে ইনকাম সার্টিফিকেট এর আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানা যাক:
কারা পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গে বসবাসকারী যেকোনো ব্যাক্তি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
আবার যদি কেউ পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে থাকেন, তাহলে তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে উপযুক্ত প্রমান পত্র দিতে হবে। তারপরই সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন কোথায়?
পশ্চিমবঙ্গের সমস্ত রকম সার্টিফিকেটের কাজ অনলাইনে E-District এর মাধ্যমে করা হয়। যেমন ধরুন, BDO Income Certificate, SDO ডমিসিলে অথবা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এর কাজ করা হয়। তাই এখানেও আবেদন করতে পারেন।
আপনি যদি ব্লক ডিপার্টমেন্ট অফিসার অথবা বিডিও থেকে আপনার ইনকাম সার্টিফিকেট তৈরি করতে চান তাহলে, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে যেগুলো অনলাইনেও আবেদন করার সময় প্রয়োজন হয়।
এই ডকুমেন্টগুলোর সাথে আপনার অঞ্চল প্রধানের কাছ থেকে বাৎসরিক রোজগারের আবেদন পত্র অথবা প্রমাণপত্র নিয়ে যাবেন। তাহলে খুব সহজেই আপনার ইনকাম সার্টিফিকেট টি পাবেন।
আবার যদি Income Certificate form পাওয়া যায় তাহলে আপনি লিখিতভাবে আবেদন করতে পারেন যেটা কে দরখাস্তও বলতে পারেন। ইনকাম সার্টিফিকেট ফর্ম ফিলাপ করে জমা দিতে পারেন।
ইনকাম সার্টিফিকেট এর জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস:
1. আধার কার্ড।
2. পাসপোর্ট।
3. ড্রাইভিং লাইসেন্স।
4. রেশন কার্ড।
5. প্যান কার্ড।
6. SDO সার্টিফিকেট।
7. সরকারি কাগজপত্র।
8. ইনকামের প্রমাণপত্র (যেকোন একটা হলেই হবে)
* গ্রাম পঞ্চায়েতের প্রধান এর থেকে নেওয়া ইনকামের প্রমাণপত্র।
* মিউনিসিপাল কাউন্সিলার এর কাছ থেকে নেওয়া ইনকামের প্রমাণপত্র।
* ইনকাম ট্যাক্স থেকে নেওয়া ইনকামের প্রমাণপত্র।
৯) বর্তমানে তোলা আবেদনকারীর এক কপি ছবি লাগবে।
ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদনের প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করা খুবই সহজ আজকের দিনে দাঁড়িয়ে। নিচের এই প্রক্রিয়া থেকে আপনি খুব সহজেই আপনার ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে।
Step 1. প্রথমত আপনাকে edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
Step 2. ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে E-District পোর্টালে প্রবেশ করতে হবে।
Step 3. সেখানে দেখবেন Certificate অপশন পাবেন, সেই অপশনে Income Certificate অপশন এ ক্লিক করুন।
Step 4. সম্পূর্ণ তথ্য পড়ে নেওয়ার পর নিচে একটি ছোট্ট বক্সে টিক করে Apply বাটনে ক্লিক করতে হবে।
Step 5. নতুন পেজ খোলার পর দুই ধরনের ইনফরমেশন fill up করতে হবে আপনাকে।
যেমন ধরুন, আবেদনকারীর বেসিক ইনফরমেশন, বর্তমান ঠিকানা।
আবেদনকারীর Basic information:
* Mr/Mrs/Dr আপনার প্রয়োজন যেটা।
* ফার্স্ট নেম।
* Middle name।
* Last name
* Date of birth: dd/mm/yyyy
* Gender
* Date of application
* E-mail address
* Aadhaar number
ঠিকানার প্রমাণপত্র হিসেবে:
* Country: India
* State: West Bengal
* District
* Subdivision
* Block name
* Police station
* Post office
* Aadhaar line 1 সিলেক্ট করতে পারেন।
* Aadhaar line 2 (যদি থাকে)
* Pin code
Step 6. এই দুটি ইনফর্মেশন ফিলাপ করার পর Save & Next বাটনে ক্লিক করতে হবে।
Step 7. তারপর নতুন আবার একটি পেজ খুলবে। আর এই পেজে তিন ধরনের ইনফরমেশন ফিলাপ করতে হবে আপনাকে।
* অভিভাবকের তথ্য।
* আবেদনকারীর স্থায়ী ঠিকানা।
* আবেদনকারীর ইনকাম এর সম্পূর্ণ তথ্য।
Step 8. তারপর যে ডকুমেন্টগুলো উপরে দেওয়া আছে সেগুলি আপলোড করতে হবে।
Step 9. প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করার পর save & next বাটনে ক্লিক করতে হবে। তারপর Finish বাটনে ক্লিক করুন। সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করার পর Finish করার পর ১৫ দিনের মধ্যে আপনার ইনকাম সার্টিফিকেট তৈরি হয়ে যাবে।
ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে:
ইনকাম সার্টিফিকেট এর জন্য আবেদন করলে ১৫ দিনের মধ্যে আপনার সার্টিফিকেট তৈরি হয়ে গেল, তাহলে এই ইনকাম সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন কিভাবে, চলুন তাহলে জেনে নেওয়া যাক:-
Step 1. যে ইউজার নেম দিয়ে আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন, সেই ইউজার নেম দিয়ে EDistrict পোর্টালে গিয়ে লগইন করতে হবে আপনাকে।
Step 2. লগইন করার পর আপনাকে Approved অপশনে ক্লিক করতে হবে।
Step 3. তারপর দেখবেন সমস্ত Approved হওয়া সার্টিফিকেট গুলি শো করবে মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে।
Step 4. সেই Approved Certificate লিস্ট থেকে আপনার সার্টিফিকেটে খুঁজে বের করে ডাউনলোড করে নিন Download অপশন থেকে।
অনলাইনে ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য আরেকটু ডিটেইলস পদ্ধতি:
Step 1. EDistrict.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
Step 2. তারপর new registration অপশনে ক্লিক করুন। আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে।
Step 3. আপনার সম্পূর্ণ নাম, মোবাইল নাম্বাার, ইমেইল এড্রেস দিয়ে নিচে নেক্সট করবেন।
Step 4. নেক্সট করার পর আপনার সামনে username, enter password, confirm password এই অপশন গুলি কমপ্লিট করুন। তারপর নেক্সট করুন।
Step 5. নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। আপনার মোবাইল নাম্বাার এ একটি OTP এসেছে সেই OTP দিয়ে Submit করবেন। নতুন একটি পেজ খুলে যাবে আপনার সামনে। ইউজার নেম, পাসওয়ার্ড ও ক্যাপচা পূরণ করে এই পেজে লগইন বাটনে ক্লিক করুন।
Step 6. আবার নতুন পেজ খুললে সেখানে সার্টিফিকেট অপশনে, ইনকাম সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করুন।
Step 7. সম্পূর্ণ তথ্য পড়ে নেওয়ার পর apply বাটনে ক্লিক করুন।
Step 8. আবেদনকারীর Basic information, স্থায়ী ঠিকানাা পূরণ করতে হবে।
এই সহজ পদ্ধতি গুলি মেনে আপনি অনায়াসেই অনলাইন থেকে আপনার ইনকাম সার্টিফিকেট বের করে নিতে পারবেন।