WB Digital Ration Card Status 2024 (ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস 2024): How to Check Ration Card Status at food.wb.gov.in? | ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস দেখবেন কিভাবে? Digital Ration Card Status Online.
West Bengal Digital Ration Card Status 2024: বর্তমানে খাদ্য সুরক্ষা কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড এর গুরুত্ব অপরিসীম। এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আমরা যেমন রেশন এর দ্রব্য সামগ্রী পেয়ে থাকি, যেমন-চাল, ডাল, আটা, চিনি, গম, রান্নার তেল, কেরোসিন তেল, ইত্যাদি।
তেমনি অপর দিকে এই খাদ্য সুরক্ষা কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড টি আমরা আমাদের পরিচয় পত্র হিসেবেও ব্যবহার করতে পারি।
যেমন ধরুন, আপনার প্যান কার্ড নেই, প্যান কার্ডের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে। এইভাবে খাদ্য সুরক্ষা কার্ডের গুরুত্ব অপরিসীম।
আপনার যখন নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন অথবা সংশোধনের জন্য জমা দিয়েছেন তখন কিন্তু আপনাদের একটা একনলেজমেন্ট স্লিপ (Acknowledgement Slip) দেওয়া হয়েছিল এবং সেই স্লিপে নির্দিষ্ট কিছু নাম্বার আছে।
আপনারা খুব সহজেই সেই অ্যাকনলেজমেন্ট স্লিপের নাম্বার (Acknowledgement Slip Number) দিয়ে আপনার রেশন কার্ডের বর্তমান স্থিতি অথবা স্ট্যাটাস চেক করতে পারবেন।
চলুন তাহলে জেনে নেয়া যাক, কিভাবে আপনি আপনার আবেদন করা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন অনলাইনে নিজের মোবাইলের মাধ্যমে।
ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস চেক:
#১) প্রথমত আপনাকে ডিজিটাল রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে: www.wbpds.gov.in/ https://wbpds.wb.gov.in
https://wbpds.wb.gov.in/(S(3xifraorx2txvhmb5ra5zs1y))/CheckApplicationStatus.aspx
#২) অফিশিয়াল ওয়েবসইটে যাওয়ার পর Search your ration card status এই অপশনে ক্লিক করুন।
#৩) এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেই নতুন পেজে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে।
#৪) এরপর Search বাটনে ক্লিক করুন।
#৫) আপনার ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস আপনার সামনে কম্পিউটার অথবা স্মার্ট ফোনের স্ক্রিনে শো করবে।
ডিজিটাল রেশন কার্ডের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের আবেদন এর জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে।
#১) আবেদনকারীর স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
#২) পাসপোর্ট সাইজের ছবি।
#৩) ইনকামের প্রমাণপত্র।
#৪) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড।
#৫) প্যান কার্ড (Not Compulsory)।
আপনার আবেদন করা ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস দেখবেন কিভাবে:
#১) মোবাইল ব্রাউজার এ আসার পর আপনাকে প্রথমে google যেতে হবে।
#২) সেখানে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে: food.wb.gov.in তারপর খাদ্য দপ্তরের ওয়েবসাইট টি খুলে যাবে।
https://wbpds.wb.gov.in/(S(3xifraorx2txvhmb5ra5zs1y))/CheckApplicationStatus.aspx
#৩) এই ওয়েবসাইটের নিচের দিকে দেখবেন লেখা আছে Inquiry, এই অপশনে ক্লিক করুন।
#৪) ক্লিক করার পর 3 নাম্বার অপশন দেখতে পাবেন Check ration card application status, এই অপশনে ক্লিক করুন।
#৫) আরো একটি নতুন পেজ ওপেন হলে সেখানে লিখতে হবে wbpds.wb.gov.in
#৬) এরপর দেখবেন নিচের দিকে Check application status, এখানে ক্লিক করুন।
#৭) তারপর select form type, অর্থাৎ আপনি যে ধরনের ফর্ম ফিলাপ করেছিলেন সেটি লিখে দেবেন।
#৮) এর পরে আসবে Enter full application number (16/10 digit) এই নাম্বারটি এন্টার করলে আপনি দেখতে পাবেন আপনার রেশন কার্ডে কোন স্থিতিতে আছে বা আপনার রেশন কার্ডের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন।
আরেকটু ডিটেইলস এ ডিজিটাল রেশন কার্ড এর স্ট্যাটাস চেক পদ্ধতি:
#১) প্রথমে আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে। https://wbpds.wb.gov.in / www.wpds.gov.in/ food.wb.gov.in
https://wbpds.wb.gov.in/(S(3xifraorx2txvhmb5ra5zs1y))/CheckApplicationStatus.aspx
#২) ওয়েব সাইটে যাওয়ার পর স্ক্রিনে নিচের দিকে ইনকোয়ারি অপশনে ক্লিক করুন।
#৩) তারপর চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস (Check Ration Card Application Status) এই অপশনে ক্লিক করুন।
এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, আপনি যদি মোবাইল থেকে খুলে থাকেন ওয়েবসাইটটি, তাহলে প্রথমে সার্ভিসেস অর্থাৎ সিটিজেন কর্নার অপশনটিতে ক্লিক করুন। তারপরেই ইনকোয়ারি তে ক্লিক করে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন।
#৪) এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম টি জমা দিয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম এর নাম্বার টি সিলেক্ট করুন।
#৫) তারপর আপনার জমা দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম এর অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করুন।
যদি আপনার কাছে এপ্লিকেশন নাম্বার না থাকে অথবা ভুলে গিয়ে থাকেন, তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এন্টার করুন।
#৬) তারপর একটা ক্যাপচা কোড পূরণ করে Search বাটনে ক্লিক করুন।
#৭) ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন স্ক্রিনের নিচের দিকে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো করছে।
#৮) এইখানেই আপনি দেখতে পাবেন যে, আপনার অ্যাপ্লিকেশনটি এখনো প্রসেসিং এ আছে, না এপ্রুভ হয়েছে, অথবা রিজেক্ট হয়েছে।
যদি আপনি অফলাইনে এর মাধ্যমে আবেদন করে থাকেন ডিজিটাল রেশন কার্ডের জন্য, সেক্ষেত্রে হয়তো আপনাকে দেখাতে পারে Data not uploaded অথবা Form not uploaded এর মানে হল আপনার অ্যাপ্লিকেশন টি এখনো পর্যন্ত প্রসেসিং এ আছে।
কিছুক্ষণ পর আবার ট্রাই করে দেখলে যদি একই জিনিস দেখায়, তাহলে আপনার নিকটবর্তী কোন রেশন সেন্টারে কথা বলে দেখতে পারেন।
এই সহজ পদ্ধতি অবলম্বন করলেই আপনি খুব সহজেই কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক (Ration Card Application Status) করতে পারবেন অনায়াসেই।
তাছাড়া ডিজিটাল রেশন কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে যে ডিটেলস আপনারা পাবেন, সেই ডিটেলইস PDF আকারে ডাউনলোড করে রাখতে পারেন, পরে আপনাদের অনেক কাজে আসতে পারে।
Official Website | https://wbpds.wb.gov.in/ |