প্রধানমন্ত্রী কিষান যোজনা রেজিস্ট্রেশান 2024 (PM Kisan Registration 2024): জানুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন 2024 পদ্ধতি, নতুন কৃষক আবেদন 2024 (PM Kisan New Farmer Registration 2024) বাড়িতে বসেই অনলাইন আবেদন করুন, জানুন পদ্ধতি।
PM Kisan Registration 2024: ছোট ও প্রান্তিক কৃষকদের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) শুরু করেন। তখন থেকেই প্রত্যেক বছর তিনটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০০০ টাকা জমা পড়ে।
২০২১ সালের আর্থিক বর্ষে বাংলার কৃষকেরা মোট আটটি কিস্তির টাকা অর্থাৎ ১৪,০৭৯,৬০ টাকা পেয়েছেন। এ রাজ্যে মোট উপভোক্তার সংখ্যা ১৭,২৪৪,৪৩ জন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে:
এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
#১) এই প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রথম ধাপের টাকা পাওয়ার জন্য আধার কার্ডের দরকার পড়ে না। কিন্তু পরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে টাকা পাওয়ার জন্য আধার কার্ডের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনার আধার কার্ড থাকাটা বাঞ্ছনীয়।
#২) কৃষকদের পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ইত্যাদি প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে।
#৩) এই প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনকারীর অথবা কৃষকের ব্যাংক একাউন্ট নাম্বার এবং তারসাথে আইএফএসসি কোড সহ ব্যাংকের পাসবুক এর জেরক্স কপি দিতে হবে।
#৪) প্রথম কিস্তির টাকা তোলার সময় মোবাইল নাম্বারের প্রয়োজন না হলেও দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা তোলার জন্য সরকারি আধিকারিকদের কাছে মোবাইল নাম্বার দিতে হবে।
যার ফলে আপনার ডেটা PM Kisan সম্মান নিধি যোজনার সরকারি সার্ভারে আপডেট করা যেতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে কৃষক সম্মান নিধি যোজনার যাবতীয় আপডেট সরাসরি মোবাইলের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে যাবে।
#৫) আবেদনকারীর নামে কৃষিকাজ করার জন্য জমি থাকতে হবে।
#৬) আবেদনকারীর নাগরিকত্বের শংসাপত্র।
#৭) জমির মালিকানা সম্পর্কিত সঠিক কাগজপত্র।
অনলাইনে আবেদন করবেন কিভাবে:
#Step 1. এই প্রকল্পের জন্য প্রথমে কৃষক সম্মান নিধি যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। https://pmkishan.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
#Step 2.ওয়েবসাইটটি খোলার পর ডানদিকে Farmer Corner অপশনের নিচে New Farmer Registration এই অপশনটি দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
#Step 3. একটি নতুন পেজ খুলে যাবে, তারপর সেখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে সেখানে দেওয়া ক্যাপচা কোড ফিলাপ করুন।
#Step 4. তারপর নিচের রাজ্যের নাম দিয়ে Search বাটনে ক্লিক করুন।
#Step 5. সার্চ করার সাথে সাথে আপনার ব্রাউজার এর উপরে দেখবেন Record Not Found এর একটা নোটিফিকেশন চলে আসবে, সেখানে Ok প্রেস করুন।
#Step 6. তারপর Do you want to Register PM Kisan Portal এর একটা নোটিফিকেশন আসবে সেখানে Yes বাটনে ক্লিক করুন।
#Step 7. ইয়েস বাটনে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজে আপনার আধার কার্ডেে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী কৃষকের নাম, জেলাা, ব্লক, গ্রামের নাম, সাব কাস্ট (ST/ SC/OBC/General) ইত্যাদি দেওয়ার পর farmer type এই অপশনটা তে গিয়ে জমির পরিমাণ অনুযায়ী অপশন সিলেক্ট করুন।
যদি আপনার ০১ থেকে ০২ হেক্টর জমি থাকে তাহলে এখানে Small সিলেক্ট করুন। আর যদি ০২ হেক্টরের বেশি জমি থাকে তাহলে others সিলেক্ট করুন।
#Step 8. এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস অথবা ব্যাংক একাউন্ট নাম্বার দিতে হবে।
#Step 9. ব্যাংকের IFSC কোড বসান, তারপর আপনার ব্যাংকের নাম সিলেক্ট করুন।
#Step 10. আপনার আধার কার্ডের সাথে সমস্ত তথ্য যদি মিলে যায় অথবা সঠিক থাকে তাহলে Submit for Aadhaar authenticate অপশনটিতে ক্লিক করুন।
#Step 11. এরপর দেখবেন নিচে আপনার মোবাইল নাম্বার, জন্ম তারিখ, Father/Mother/Husband এর নাম দিয়ে দিন।
#Step 12. তারপর নিচে আপনার জমির Owner Shipped Details গুলি পূরণ করুন।
#Step 13. এক্ষেত্রে Owner Shipped Details ফিলাপ করার জন্য আপনি নিচে ডান দিকে Add বাটনে ক্লিক করুন।
#Step 14. তারপর এক এক করে আপনার জমির খতিয়ান নম্বর, জমির দাগ নম্বর, ফিলাপ করতে থাকুন।
#Step 15. সমস্ত তথ্য ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে নিচে Save বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা 2024 এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন অথবা আবেদন কমপ্লিট হয়ে গেল।
এবারে আপনি যে কৃষক সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন করেছেন সেই আবেদনপত্রটি অ্যাপ্রুভ হওয়ার জন্য আপনার জেলা স্তরের ভূমি রক্ষক কার্যালয়ের পর্যবেক্ষকের কাছে পৌঁছে যাবে।
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা থেকে কি কি সুবিধা পাওয়া যাবে:
#১) এই প্রকল্পের প্রধান সুবিধা হল তহবিলের সরাসরি স্থানান্তর।
#২) সমস্ত কৃষকদের সম্পর্কিত সমস্ত রেকর্ড গুলি একটি ডিজিটাল প্লাটফর্মে সরকারিভাবে জমা থাকবে, যা পরবর্তীতে কৃষকদের হেল্প করার ক্ষেত্রে বিভিন্ন কাজে আসবে।
#৩) বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারনে বিভিন্ন কৃষকের যে ক্ষয়ক্ষতি গুলো হয়ে থাকে সাধারণত এই প্রকল্পের মাধ্যমে সেগুলো কৃষকরা অনেকটাই ক্ষতিপূরণ হিসেবে কাজে লাগাতে পারে।
#৪) চাষের জমি কে আরও বেশি উন্নত এবং এই চাষবাস থেকে আয় এর পরিমাণ দ্বিগুণ করার জন্য এই প্রকল্পের সহযোগিতা অনেকাংশে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে।
নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করার ক্ষেত্রে কি করবেন:
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করা যায়। তবে সুবিধার ক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারেন।
এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে pmkishan.gov.in এখানে ফার্মার কর্নার এই অপশনে গিয়ে new farmer registration অপশনে ক্লিক করে সমস্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর I certify that all the given details are correct. Please read self declaration form ক্লিক করে Save করলেই আবেদন করা হয়ে যাবে।
এই কয়েকটি সহজ পদ্ধতিতে নিজে থেকেই কম্পিউটার অথবা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।