PM Awas Yojana Gramin List 2024: West Bengal PDF

ADVERTISEMENT

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট 2024 – প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট বের হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কি নেই এই লিস্টে? কিভাবে দেখবেন তা বিস্তারিত জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা 2024 – ভারত সরকার সবসময়ই চায় ভারতীয় জনগন সকল নাগরিক সুবিধা নিয়ে বসবাস করুক।

সময়ের সাথে সাথে অনেক নাগরিক ইতিমধ্যে নিজেদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারলেও এখনও অনেক দরিদ্র জনগনের নিজের একটি মাথা গুজবার স্থান নেই।

এজন্য ভারতীয় সরকার নিয়মিতভাবে এসকল দরিদ্রসীমার নিচের জনগনের জন্য বিভিন্ন যোজনার মাধ্যমে আবাসন সুবিধা দেয়ার চেষ্টা করা হয়।

PM Awas Yojana Gramin List: West Bengal PMAYG List PDF
PM Awas Yojana Gramin List 2024: West Bengal PMAYG List 2024 PDF

একসময় ভারতীয় সুবিধা বঞ্চিত সমাজের আবাসন সুবিধা দেয়ার জন্য চালু ছিলো সবার জন্য আবাসন প্রকল্প। বর্তমানে মোদি সরকার সেই প্রকল্পের নাম দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা।

প্রতি বছর এই যোজনার মাধ্যমে পুরো ভারতের কিছু কিছু জনগনকে আবাসন নিশ্চিত করার জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে।

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আপনাদের জন্য নানা দরকারী তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এই সকল তথ্য থেকে আপনারা আপনাদের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য পেয়ে থাকেন, এই সকল তথ্য থেকে আপনারা অনেক উপকৃত হয়ে থাকেন।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা (Pradhan Mantri Awaas Yojana Gramin List 2024) নিয়ে আলোচনা করবো।

এই লেখার মাধ্যমে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা কিভাবে বের করতে হয় তা জানতে পারবেন।

এতে করে আপনারা খুব সহজেই দেখতে পাবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কার কার নাম আছে, কে কে এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছে।

আসুন দেখে নিন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা (PMAYG 2024-25 List) বিস্তারিত।

কারা পাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা?

এই প্রকল্পের আওতায় সমাজের একটি নির্দিষ্ট অংশ, যারা নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন।

১) নারী, বর্ণ ও ধর্ম নির্বিশেষে সবাই পেতে পারবেন।

২) সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল জনগন

৩) তফসিলি উপজাতি

৪) তফসিলি কাস্ট (এসসি)

ভারত সরকার এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে ১ লক্ষ ২০ হাজার টাকা গৃহ নির্মাণের জন্য প্রদান করবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা (PMAYG 2024-25 তালিকা) কিভাবে চেক করা যায়?

আসুন দেখে নিই কিভাবে ঘরে বসে অনলাইনেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা (PMAYG 2024-25 তালিকা) চেক করে দেখা যায়, কার কার নাম আছে।

ধাপ ১- প্রথমেই আপনাকে এই যোজনার জন্য অফিসিয়াল সাইট https://pmayg.nic.in/ এ প্রবেশ করতে হবে।

ধাপ ২- এরপর আপনার মেনু থেকে Awaassoft এ ক্লিক করতে হবে।

Pradhan Mantri Awas yojana List - This year
Pradhan Mantri Awas yojana List – This year

ধাপ ৩- এরপর ড্রপডাউন মেনু থেকে Report বাটনে সিলেক্ট করতে হবে।

ধাপ ৪- এরপর Beneficiary details for verification এ ক্লিক করতে হবে।

ধাপ ৫- এরপর সিকেল্ট ফিল্টার অংশ হতে নিজের রাজ্য, নিজ জেলা, নিজ জেলা, নিজ থানা, নিজ অঞ্চল সিলেক্ট করে সাবমিট করতে হবে।

PMAYG New List
PMAYG New List

এভাবে আপনারা খুব সহজেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা (PMAYG 2024-25 তালিকা) অনলাইনে দেখে নিতে পারেন।

আজ আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা (PMAYG 2024-25 তালিকা) এর সব বিস্তারিত তথ্য জানতে পারলাম। এর ফলে আপনারা এই যোজনা সংক্রান্ত সজল তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।

তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকা (PMAYG 2024-25 তালিকা)  সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

31 thoughts on “PM Awas Yojana Gramin List 2024: West Bengal PDF”

  1. Nam Namoskar Sir,?
    Sir amar Name:- Sk.Sahajahan ,
    Village:-Dakshin Durgapur,
    Post Office:- Darunda Ranipara,
    Police Station :- Labpur ,
    Dest:- Birbhum,
    Pin Code:-731302,
    Ami Sk.Sahajahan bolshi amara gorib manus bohu boshor chole gelo akta ghor dilona din khete ani din khay girame Member ke & Podhan ke bole bole biroto hoye gelam ,
    Sir, amader obotha khube kharap akhun borttomin pore ghore vara diye bas korchi akhun akta ghor khub dorkar doya kore joddi bebotha kore den khub opoker hoi
    ar dorkar hole appni inkoye korte pathan
    Ar panchayat name :- INDUS
    Sir, doya kore aktu Todonto korben
    mera name:-Sk.Sahajahan
    S/O name:- Abdul Kader

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top