WB Old Voter List Download 2024 @wbsadte.gov.in Legacy Voter Electoral

WB Old Voter List Download: West Bengal Legacy Voter Electoral List Download in PDF, Know the process.

সরকারী নানা গুরুত্বপূর্ন কাজে বর্তমানে ভোটার তালিকার প্রয়োজন হয়। শুধু তাই নয় সরকারী তথ্য হালনাগাদ প্রক্রিয়ায় ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ভোটার তালিকার নাম থাকা প্রয়োজন।

এজন্য আমাদের অনেকেই এই ভোটার তালিকা কিভাবে পাওয়া যায়, কিভাবে চেক করা যায় আমার বা আমার পূর্বপুরুষের নাম এই তালিকায় আছে কিনা এ নিয়ে চিন্তিত থাকি। খোঁজ খবর নিই, কিভাবে এই ভোটার তালিকা পেতে হয়।

এমন সমস্যা সমাধানে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার আমাদের সবার সুবিধার্থে ১৯৫২ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত ভোটার তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে।

এই আপলোডের ফলে আমরা খুব সহজেই ঘরে বসে ভোটার তালিকা খুঁজে পাবো এবং দেখতে পাবো এই তালিকায় আমার নিজের নাম অথবা আমার পূর্বপুরুষের নাম আছে কিনা।

Download West Bengal Old Voter List Online
Download West Bengal Old Voter List Online

তাই আমাদের সবারই জেনে রাখা উচিত কিভাবে এই ভোটার তালিকা ডাউনলোড করা যাবে এবং কোন সাইটে গেলে ১৯৫২ সালে থেকে ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা দেখতে পাবেন। এতে করে খুব সহজেই পশ্চিমবঙ্গের পুরাতন ভোটার তালিকা পেতে পারেন।

আমাদের বাংলাভূমি সাইটে আমরা নিয়মিতভাবেই আপনাদের জন্য নানা দরকারী তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এই আলোচনা থেকে আপনারা অল্প সময়ের মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য জানতে পারেন এবং তা প্রয়োগ করে আপনাদের প্রাত্যাহিক জীবনের নানা সমস্যার মোকাবেলা করতে পারেন।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে পশ্চিমবঙ্গের পুরোনা (১৯৫২ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত) ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করতে হয় তা নিয়ে আলোচনা করবো। এতে করে আপনাদের এই ভোটার তালিকা খোঁজ করা নিয়ে আর হয়রানীর স্বীকার হতে হবে না।

আসুন দেখে নিই কি কি প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের পুরাতন ভোটার তালিকা (১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত) ডাউনলোড করা যায়।

ধাপ ১- প্রথমেই পশ্চিমবঙ্গের অফিসিয়াল সাইট http://wbsadte.gov.in/ এ প্রবেশ করুন।

West Bengal Legacy Voter Electoral Portal
West Bengal Legacy Voter Electoral Portal

ধাপ ২- সাইটে প্রবেশ করে Old Electoral Vote অপশনে ক্লিক করুন।

ধাপ ৩- সাইটে প্রথমেই আপনি কোন সালের ভোটার তালিকা চান তা সিলেক্ট করুন।

ধাপ ৪- তারপর আপনি আপনার প্রয়োজনীয় জেলা নির্বাচন করুন।

Search Online West Bengal Legacy Voter Electoral
Search Online West Bengal Legacy Voter Electoral

ধাপ ৫- এবার আপনি আপনার বা আপনার পূর্বপুরুষের নির্বাচনী এলাকা কোথায় তা সিলেক্ট করুন।

ধাপ ৬- এবার আপনার সামনে Pdf ডাউনলোডের লিঙ্ক আসবে।

Download Online West Bengal Legacy Voter Electoral
Download Online West Bengal Legacy Voter Electoral

ধাপ ৭- এখান থেকে লিঙ্কে ক্লিক করেই আপনি আপনার প্রয়োজনীয় এলাকার ভোটার তালিকার Pdf কপি পেতে পারেন।

ধাপ ৮- আপনার পাওয়া Pdf কপি সংরক্ষণ করে রাখুন।

ধাপ ৯– প্রয়োজনে প্রিন্ট করে ফাইলে সংরক্ষণ করে রাখুন।

এভাবেই আপনি খুব সহজেই আপনার নিজের বা আপনার পূর্বপুরুষের নাম ১৯৫২ সালে থেকে ১৯৭১ সাল পর্যন্ত ভোটার তালিকায় আছে কিনা তা দেখতে পাবেন।

আজ আমরা আপনাদের সাথে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: পশ্চিমবঙ্গের পুরাতন ভোটার তালিকা কিভাবে অনলাইনে ডাউনলোড করা যায় তা নিয়ে আলোচনা করলাম । এর ফলে আপনারা এই ভোটার তালিকা সংক্রান্ত সকল তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।

তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে এই সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন।

ভারতের বিভিন্ন প্রকল্প নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

1 thought on “WB Old Voter List Download 2024 @wbsadte.gov.in Legacy Voter Electoral”

  1. Prasanta Majumder

    এই website এ 1961 and 1971 এর মাঝখানের সাল গুলোই ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না।কিভাবে পেতে পারি জানালে উপকৃত হব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top