2024 ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড অনলাইন পদ্ধতি [নতুন]

(ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড অনলাইন পদ্ধতি) West Bengal Digital Ration Card Download 2024: পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের জন্য আপনি আবেদন করেছেন। তবে এই রেশন কার্ড আপনি নিজে থেকে কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন? ইতিমধ্যে অনেকেই তাদের ডিজিটাল রেশন কার্ড টি ডাউনলোড করে নিয়েছেন।

এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে, ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) তারাই ডাউনলোড করতে পারবেন যারা অনলাইনে মোবাইলের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন।

এবং যে সমস্ত ব্যক্তি ডিজিটাল রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করেননি অথবা অফলাইনে এর মাধ্যমে ফুড সাপ্লাইয়ের অফিসে (Food Supply Office) অথবা বিভিন্ন ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে রেশন কার্ড করেছেন, তারা কিন্তু বর্তমানে এই ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড (Digital Ration Card Download) করতে পারবেন না।

তাছাড়া যদি আপনি আপনার রেশন কার্ডের সাথে অনলাইনে মোবাইল নাম্বার লিঙ্ক করেও থাকেন তা সত্বেও আপনি এই রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন না।

West Bengal Digital Ration Card Download Process Online
2024 ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড অনলাইন পদ্ধতি [নতুন]

তাহলে পরিষ্কার যে, যারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন, তারাই কেবল মাত্র এই ডিজিটাল রেশন কার্ড টি ডাউনলোড করতে পারবেন অনলাইনে।

যদি আপনার রেশন কার্ডটি হারিয়ে যায়, তাহলে খুব সহজেই মোবাইলের মাধ্যমে অনলাইনে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন। আর এই ডাউনলোড করা ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) অথবা ই- রেশন কার্ড (e-Ration Card) দিয়ে আপনি রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন, তাতে কোন অসুবিধা নেই।

তাহলে জেনে নেয়া যাক কিভাবে, ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) আপনি মোবাইলের মাধ্যমে ডাউনলোড (Download) করবেন।

ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড পদ্ধতি 2024:

১) প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অথবা Google এ সার্চ করুন food.wb.gov.in (https://wbpds.wb.gov.in/(S(1v0me5225xfosq24hvgnw2hl))/index.aspx) তাহলেও আপনি অফিশিয়াল ওয়েবসাইট এ আসতে পারবেন।

২) এরপর ওয়েবসাইটে থাকা রেশন কার্ড (Ration Card) অপশনে ক্লিক করুন। সেখানে কিছু মেনু খুলে আসবে। সেখানে e-ration card অপশনে ক্লিক করতে হবে।

৩) একটি নতুন পেজ ওপেন হবে, এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে আপনাকে। এখানে click to download e-Ration Card এই খানে ক্লিক করতে হবে।

West Bengal Digital Ration Card Download Online
West Bengal Digital Ration Card Download Online

৪) আবার একটি নতুন পেজ ওপেন হবে, এই নতুন পেজে আপনার রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ডটি কোন ক্যাটাগরির সেটাও বসিয়ে দিন।

৫) তারপর Download এ ক্লিক করলেই আপনার ডিজিটাল রেশন কার্ড টি ডাউনলোড হয়ে যাবে।

এইভাবে আপনি খুব সহজেই অনলাইনে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ড আবেদন করার অনলাইন পদ্ধতি

পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের এই বছরের নতুন লিস্ট ডাউনলোড করুন

আপনার নিকটবর্তী রেশন দোকান খুঁজবেন কিভাবে:

১) প্রথমত এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যান, www.wbpds.gov.in তারপর E-citizen অপশনে যান।

২) তারপর locate your nearest ration shop এই অপশনে ক্লিক করুন।

Locate Your Nearest Ration Shop at West Bengal
ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড অনলাইন পদ্ধতি

৩) তারপর, DDPS/DR,DCFC/JD,SCFC/RO, Block Office গুলি পূরণ করুন।

৪) Display FPS এই অপশনে ক্লিক করুন।

৫) তারপর দেখবেন রেশন দোকানের সম্পূর্ণ তালিকা আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনের স্কিনে শো করবে। এখান থেকে আপনার নিকটবর্তী কোন রেশন দোকান খুঁজে নিতে পারেন।

পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদনকারীর যোগ্যতা:

১) আপনি কেবলমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এসেছেন অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা। তার একটি প্রমাণ পত্র প্রয়োজন।

২) আপনার কাছে ইতিমধ্যে এখন রেশন কার্ড থাকা উচিত নয়।

৩) বিয়ের পরে রেশন কার্ডের জন্য আবেদন করা ঠিক (মেয়েদের ক্ষেত্রে)।

৪) আবেদনকারীর বয়স ১৮ বেশি অথবা ২১ বছরের বেশি হতে হবে।

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন পদ্ধতি:

আপনার ডিজিটাল রেশন কার্ড  টিতে যদি কোন ভুল থেকে থাকে, তাহলে তা আপনি অনায়াসেই মোবাইলের মাধ্যমে অনলাইনে সংশোধন করে নিতে পারবেন। বেশ কিছু সহজ পদ্ধতির মাধ্যমে:

১) প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। wbpds.wb.gov.in, food.wb.gov.in

(https://wbpds.wb.gov.in/(S(1v0me5225xfosq24hvgnw2hl))/index.aspx)

২) তারপরে স্ক্রিনের বাঁদিকে রেশন কার্ড অপশন এ ক্লিক করুন।

৩) অ্যাপ্লাই অনলাইন (Apply Online) এই অপশনটি সিলেক্ট করুন।

West Bengal Digital Ration Card Apply Login
ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড অনলাইন পদ্ধতি

৪) তারপর apply for correction of details in existing ration card form 5 এখানে ক্লিক করুন।

৫) এরপরে দেখবেন একটা নতুন পেজ খুলবে, আপনার মোবাইল নাম্বারটি এখানে সঠিক জায়গায় দিন যে মোবাইল নাম্বারটি আপনার রেশন কার্ডের সাথে লিংক করা আছে।

৬) এরপর Get OTP তে ক্লিক করুন।

৭) এরপর ওটিপি এন্টার করুন এবং Proceed বাটনে ক্লিক করুন।

৮) এর পর স্ক্রিনে নিচের দিকে যান। Apply form 5 এমন একটি লেখা দেখতে পাবেন। এই লেখার ঠিক নিচে Apply Now অপশনে ক্লিক করুন।

৯) ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে আপনি আপনার নিজের পরিবারের সদস্যের নাম বা অন্যান্য যে তথ্যগুলি ভুল আছে সেগুলি কিন্তু সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই।

১০) আর হ্যাঁঁ, যদি কোন ভুল না থাকে তাহলে কিন্তু ওই জায়গাগুলিতে কোনরকম বদল করবেন না।

১১) এরপর স্ক্রিনের নিচের দিকে যান এবং Next বাটনে ক্লিক করুন।

১২) একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার সংশোধন করা তথ্য গুলি।

১৩) সংশোধন করা বিষয় গুলি ভালো করে মিলিয়ে নিন, তারপর Check Box এ ক্লিক করুন।

১৪) এরপর Proceed এ ক্লিক করুন।

১৫) আবার একটি পেজ ওপেন হবে, সেখানে Check Box এ ক্লিক করুন।

১৬) এরপর Get OTP তে ক্লিক করুন।

১৭) তারপর OTP Enter করে Submit OTP তে ক্লিক করুন।

১৮) এরপর দেখবেন আপনার সামনে একটি পেজ ওপেন হবে, সেই পেজটিতে দেখতে পাবেন আপনি, আপনার সংশোধন করা ফর্ম টি Submit  হয়ে গেছে।

এই কয়েকটি সহজ পদ্ধতিতে, স্টেপ বাই স্টেপ পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের সংশোধনের (West Bengal Digital Ration Card Correction Online) জন্য অনলাইনে একেবারে বিনামূল্যে আপনি আবেদন করতে পারেন।

কোন রকম সমস্যা ছাড়াই, সহজ কটি পদ্ধতি মেনে আপনি নিজে থেকেই আপনার কম্পিউটার অথবা স্মার্ট ফোনের সাহায্যে রেশন কার্ডের ভুলগুলি সংশোধন করে নিতে পারবেন অনায়াসেই।

Official WebsiteClick here
HomeClick Here

wbpds.gov.in West Bengal Digital Ration Card Download 2024: Ways to Download West Bengal Digital Ration Card Online from food.wb.gov.in.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top