wburbanservices.gov.in 2024 Urban Development and Municipal Affairs Department of West Bengal

West Bengal Urban Development and Municipal Affairs Department: যেকোনো দেশের উন্নয়নের  স্তম্ভ সেই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক বিকাশ। তাই এই কথা বলাই যায় যে, অর্থনৈতিক বিকাশ এবং নগর উন্নয়ন পরস্পর একে অপরের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত।

আমাদের দেশের সমস্ত শহরেই অর্থনৈতিক অগ্রগতির প্রধান স্তম্ভ বলা যেতে পারে। দেশের মোট জাতীয় উৎপাদন এর ৬০ শতাংশেরও বেশি আসে এই শহরগুলি থেকে।

পরিচিত নিয়ম-নীতির বাইরে অনেক পেশার সঙ্গে যুক্ত থাকেন, তাদের একটা বড় অংশ এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তির অনেকেই সমাজের সামাজিক সুরক্ষার আওতার বাইরে থাকেন এবং তারা নানারকম সামাজিক সমস্যার সম্মুখীন হন প্রতিনিয়ত।

Urban Development and Municipal Affairs Department of West Bengal - wburbanservices.gov.in
Urban Development and Municipal Affairs Department of West Bengal – wburbanservices.gov.in

অনেক ক্ষেত্রেই তাদের চিরকালের জন্য চলে যেতে বাধ্য করা হয় উচ্ছেদ, প্রয়োজনীয় সামগ্রী বাজেয়াপ্ত কারণ এর মতো সামাজিক সমস্যার শিকার হতে হয়।

এমনকি যারা রোজগারের ভিত্তিতে দারিদ্র নয় তারাও স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হয়। সামাজিক বৈষম্য, বহিষ্কার, বাসস্থানের অনিশ্চয়তা, অস্বাস্থ্যকর পরিবেশে, শিকার হওয়ার মত নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সুস্থ সমাজ গঠনে তাদের ভূমিকা থাকে না বললেই চলে।

যার ফলে আমাদের দেশে দারিদ্র্যের মাত্রা অনুযায়ী মূলত তিন ধরনের দারিদ্রতা চোখে পড়ে-

#১) বাসস্থানের সুরক্ষা হীনতা (বাসযোগ্য জমি, আশ্রয়, ন্যূনতম পরিষেবা, ইত্যাদির অভাব)।

#২) সামাজিক সুরক্ষা হীনতা (লিঙ্গ বৈষম্য, শ্রেণিবৈষম্য, মতপ্রকাশের অপর্যাপ্ত স্বাধীনতা, সুষ্ঠু পরিচালনার প্রবেশাধিকারের অভাব, ইত্যাদি সামাজিক বৈষম্য)।

#৩) কর্মসংস্থানের সুরক্ষা হীনতা (অনিশ্চিত জীবিকা কাজের সুযোগ ও রোজগারের জন্য অপ্রচলিত ক্ষেত্রে নির্ভরতা কম, সুরক্ষার অভাব, কাজের নিম্নমানের পরিবেশ ইত্যাদি)।

Urban Development and Municipal Affairs Department:

আমাদের দেশে অনেক ধরনের দারিদ্র চোখে পড়ে আর যারা দরিদ্র তারা পিছিয়ে পড়া হিসেবে চিহ্নিত হন। এই সমস্ত দরিদ্র পিছিয়ে পড়া অসহায় পরিবার প্রতিনিয়ত নানা রকম সামাজিক নিরাপত্তাহীনতার শিকার হন, জীবনযাপন করেন তারা।

তাই এই সমস্ত অসুরক্ষিত জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক  উন্নয়নের জন্য তাদের পেশা, বাসস্থান, প্রতিদিনের চাহিদাগুলো সবদিক দিয়ে পূরণ করা সম্ভব হলে, তবে সমাজের সব স্তরের উন্নয়ন বাস্তবায়িত হবে।

এই সমস্ত দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী এবং সামাজিক সুরক্ষার অভাবে ভুগতে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই দপ্তর

Urban Development and Municipal Affairs Department এর কাজ:

ভারত সরকারের অটল মিশন ফর আরবান রেজুভেনেশন এন্ড ট্রানসফর্মেশন হাউসিং ফর অল প্রকল্পের মাধ্যমে বাসস্থান গত সুরক্ষা হীনতা মোচন করার চেষ্টা চলছে। আর বাজার উপযোগী কর্মসংস্থানের লক্ষ্যে শহরের মানুষের দক্ষতা বিকাশ ও উন্নতির লক্ষ্যে তাদের সহায়তায় মাধ্যমে পেশাগত এবং সামাজিক সুরক্ষা হীনতা দূর করার উদ্দেশ্য পূরণ হতে পারে। শহরের দরিদ্র দূরীকরণ প্রকল্প দক্ষতা বৃদ্ধি ও সহজেই  হওয়া দরকার।

#১) শহরের সৎকর্ম প্রক্রিয়ার মধ্যে দরিদ্রদের এবং তাদের প্রতিষ্ঠানের মালিকানা ভিত্তিক ও কার্যকরী অংশগ্রহণ সুনিশ্চিত করা।

#২) প্রতিষ্ঠান গঠন ও সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসূচির পরিকল্পনা রূপায়ণের স্বচ্ছতা প্রদান।

#৩) সরকারি ও সামাজিক কার্যনির্বাহক দের দায়িত্বশীলতা বাড়ানো।

#৪) শিল্পক্ষেত্র ও অন্যান্য সহযোগীদের যৌথ অংশীদারিত্ব।

#৫) সামাজিক ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস নির্ভরতা স্বনিযুক্তি ও পারস্পরিক সহযোগিতা।

এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তৎপরতায় নগর উন্নয়নের জন্য বিভিন্ন রকমের কর্মসূচি পালন করা:

#১) শহরের দরিদ্রদের এবং তাদের প্রতিষ্ঠানগুলির জীবিকা উন্নয়ন ও রূপায়নের সামর্থ্য বাড়ানো এবং দরিদ্র দূরীকরণ কর্মসূচি সার্বিক ও কার্যকরী সহযোগিতা করা।

#২) শহরের দরিদ্র জীবিকার পদ ও বিকল্প আরও সুযোগের সম্ভাবনা বাড়ানো।

#৩) ক্রমবর্ধমান শহুরে অর্থনীতি ও বর্তমান বাজারের উপযোগী কর্মসংস্থানের জন্য দক্ষতার বিকাশ করা।

#৪) শহরের দরিদ্রদের ব্যক্তিগত গোষ্ঠীগতভাবে ক্ষুদ্র ব্যবসা গঠনের জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও তার রূপায়নের সাহায্য করা।

#৫) শহরের গৃহহীন মানুষের জন্য জল সরবরাহ, শৌচালয়, সুরক্ষা ও নিরাপত্তা সুবিধাসহ ২৪ ঘণ্টা স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা।

#৬) নির্ভরশীল শিশু, বৃদ্ধ, অক্ষম, মানসিকভাবে অসুস্থ, রুগ্ন, ইত্যাদি অতি দুর্বল শ্রেণীর শহরের গৃহহীনদের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য স্থায়ী আশ্রয় এর বিশেষ ব্যবস্থা ও পরিষেবার ব্যবস্থা করা।

#৭) শহরের গৃহহীন মানুষদের অধিকার রক্ষায় বিভিন্ন প্রকল্পের সাথে সুষ্ঠু সংযোগ স্থাপন করা। যাতে তারা খাদ্য, স্বাস্থ্যশিক্ষা, ইত্যাদি পায়,  অধিকার ও সুরক্ষা জনিত পেনশন, রেশন, সুসংহত শিশু উন্নয়ন, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থার সঠিক পরিচয় পত্র, আর্থিক সহযোগিতা, স্কুলে ভর্তির ব্যবস্থা এবং কম টাকায় বাসস্থান ইত্যাদি নুন্যতম সামাজিক সুরক্ষার আওতায় আসে।

#৮) শহরের হকারদের জন্য উপযুক্ত জায়গা প্রতিষ্ঠান সামাজিক সুরক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের বর্তমান বাজার অর্থনীতির সুযোগ গ্রহণে সহযোগিতা করা।

Urban Development and Municipal Affairs Department এর ওয়েবসাইট:

এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি হল: wburbanservices.gov.in এই ডিপার্টমেন্টের মধ্য দিয়ে নগর উন্নয়ন ও সামাজিকীকরণের বিভিন্ন রকমের তথ্য সম্পর্কে জানা যায়।

Urban Development and Municipal Affairs Department এর ওয়েবসাইটের কাজ:

শহরের দরিদ্র সীমার নিচে অবস্থানকারী মানুষদের বাসস্থান, পানীয় জল, ভিন্ন রকম সুযোগ-সুবিধা, প্রদান করার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই দপ্তর তাদের উন্নতি সাধনে বিশেষ ভূমিকা পালন করে চলেছে।

সে ক্ষেত্রে wburbanservices.gov.in এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে এই দপ্তরের বিভিন্ন রকমের কার্যকারিতা সম্পর্কে জানা যায়।

দরিদ্র এবং অতি সামান্য মানুষদের সামাজিক স্বীকৃতি তাদের সু স্বাস্থ্যকর পরিবেশে বাসস্থান প্রদান করা, সমস্ত রকমের সুযোগ-সুবিধা দান করার মধ্যে দিয়ে নগর উন্নয়ন দপ্তরের কাজ সম্পাদন হয়। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই ডিপার্টমেন্ট বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে।

Urban Development and Municipal Affairs Department এর কিছু তথ্য:

এই ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেট, (Independent Charge):

শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য

ঠিকানা: নগরায়ন, D.F-8, Sector-l, Salt Lake City, Kolkata- 700064

ফোন নাম্বার: 2358 3500

ইমেইল এড্রেস: mos.ic.udma@gmail.com

এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি:

মোহাম্মদ খলিল আহমেদ, I.A.S.

ঠিকানা: নগরায়ন, D.F-8, Sector-l, Salt Lake City, Kolkata- 700064

ফোন নাম্বার: 2334 93 94

ফ্যাক্স: 2334 7880

ইমেইল এড্রেস: secy.ma-wb@gmail.com

এই ডিপার্টমেন্টের Nodal অফিসার:

শ্রী সৈকত কুমার দত্ত, WBCS (Exe), Special Secretary

ঠিকানা: নগরায়ন, D.F-8, Sector-l, Salt Lake City, Kolkata- 700064

ফোন নাম্বার: 2337 3050

ইমেইল এড্রেস: skdutta.nprg@nic.in

Official Website Click here
Home Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top