ভূমি ও ভূমি সংস্কার (West Bengal Land and Land Reforms Department – banglarbhumi.gov.in): নিজের গৃহ নিজের ভূমি এখানে সবাই চায় নিজের স্থায়ী বাসস্থান হোক এবং সেই জায়গা নিজের হোক। পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর মধ্যে বিভিন্ন রকমের ভূমি সংক্রান্ত কার্যকলাপ সম্পন্ন করা হয়।
ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর কাজ:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর বিভিন্ন রকমের কাজের মধ্যে দিয়ে ভূমি সংস্কার সংক্রান্ত বিভিন্ন কার্য সম্পাদন হয় যেমন ধরুন-
১) নিজ গৃহ নিজ ভূমি
২) মিউটেশন
৩) জমির চরিত্র পরিবর্তন
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
৪) প্রত্যায়িত প্রতিলিপি প্রদান
৫) কাউন্টার পরিষেবা
৬) জমি তথ্য নিবন্ধন এবং সমন্বয় সাধন
৭) মানচিত্র ও নথি ডিজিটাইজেশন ও একত্রীকরণ
৮) জমি অধিগ্রহণ
৯) খাস জমি
১০) ল্যান্ড সিলিং এর ঊর্ধ্বে জমির জন্য অনুমতি
১১) হস্তান্তর পদ্ধতি: এরমধ্যে আবার বিভাগ রয়েছে হস্তান্তরের ক্ষেত্রে- দীর্ঘমেয়াদী বন্দোবস্ত, অন্তর বিভাগীয় হস্তান্তর, কেন্দ্রীয় সরকারকে জমি হস্তান্তর।
১২) ই-গভর্ন্যান্স
ভূমি সংস্কার হল ভূমি মালিকানা ব্যবস্থার সংস্কার বা পরিবর্তন। পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক উভয় সমাজব্যবস্থাতেই ভূমি সংস্কার হয়ে থাকে। একরকম উৎপাদন পদ্ধতি থেকে আর একরকম উৎপাদন পদ্ধতিতে উত্তরণের অপরিহার্য পথ হচ্ছে পুরনো ভূমি মালিকানা ব্যবস্থার আমূল পরিবর্তন।
পুঁজিবাদী ভূমি সংস্কার সম্পর্কে একটু জানা যাক:
পুঁজিবাদী ভূমি সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে ভূমিকে পুঁজির ক্রিয়ায় অধীনস্থ করা। তার সাথে সাথে কৃষির বাণিজ্যিকীকরণ করা। আবার শিল্পায়নের পরিপূরক হিসেবে কৃষি কাজের বিকাশ ঘটানো।
অনুপস্থিত ভূমি মালিকানা দূর করা পুঁজিবাদী ভূমি সংস্কারের প্রধান লক্ষ্য। বর্তমান বিশ্বে কৃষি কেন্দ্রিক বহুজাতিক কোম্পানি গুলির সাম্প্রতিক সাক্ষরতা পুঁজিবাদী ভূমি সংস্কারের অনেক ভূমিকা পালন করে।
সমাজতান্ত্রিক ভূমি সংস্কার:
ভূমির উৎপাদন শক্তির বিকাশ ঘটানো, এবং শিল্পায়নের দিক থেকে কৃষিকাজের বিন্যাস সমাজতান্ত্রিক ভূমি সংস্কারের মূল লক্ষ্য।
কিন্তু যে বিষয়টি পুঁজিবাদী ভূমি সংস্কারের থেকে আলাদা করে সমাজতান্ত্রিক ভূমি সংস্কার কে সেটি হল- ভূমিকে ব্যক্তি মালিকানার শৃংখল থেকে মুক্ত করে তাকে সাধারন সম্পত্তি হিসেবে রূপান্তরের পথে অগ্রসর হওয়া। এর মধ্য দিয়ে মানুষ ও মুক্ত হয় তার সৃজনশীলতা ও ব্যক্তি মালিকানার শৃংখল থেকে।
Refugee Relief:
অর্থাৎ উদ্বাস্তু বা যারা আশ্রয় হীন হয়ে পড়েছেন, তাদেরকে বলা হয় রিফিউজি এবং এদেরকে আশ্রয় প্রদান করা বিভিন্ন রকম ত্রাণ দিয়ে সহযোগিতা করাই হল রিফিউজি রিলিফ, এই কাজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্বাস্তু ত্রাণ দপ্তর করে থাকে।
আবার উদ্বাস্তু অথবা রিফিউজি তাদের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যারা নিজের দেশে অত্যাচারিত হয়ে ভিটেমাটি সবকিছু ছেড়ে দিয়ে অন্য দেশে বাঁচার আশায় আশ্রয়ের খোঁজে এসেছেন।
এছাড়াও বন্যার কবলে পড়ে ভিটেমাটি ছাড়া হয়ে চলে আসো ব্যক্তিদেরও উদ্বাস্তু অথবা রিফিউজি বলা হয়। সাধারণত যেকোনো গৃহহীন মানুষদের রিফিউজি বলা যায়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ধরনের রিফিউজি অথবা উদ্বাস্তুদের আশ্রয় প্রদান ও তাদের প্রাণের মাধ্যমে সহযোগিতা করার কাজ করে থাকে ল্যান্ড এন্ড ল্যান্ড রিফর্ম এন্ড রিহ্যাবিলিটেশন দপ্তরের মধ্যে দিয়ে।
Land and land reforms refugee Relief and Rehabilitation ডিপার্টমেন্ট এর কার্যকারিতা:
ভূমি সংস্কারের পাশাপাশি রিফিউজি দের বিভিন্ন রকমের সহযোগিতা প্রদান করে এই দপ্তর।
১) ত্রাণ ব্যবস্থা: গৃহহীনদের খাবার পোশাক আশ্রয় এবং চিকিৎসা সহযোগিতা সরবরাহ করে থাকে।
২) পুনর্বাসন ব্যবস্থা: জমি অধিগ্রহণ ও জমি কেনা, বায়াননামা প্রকল্প, কৃষি গৃহনির্মাণ, ছোট বাণিজ্য তার পাশাপাশি শিক্ষামূলক এবং চিকিৎসা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুবিধাসহ বিভিন্ন প্রকল্প দিয়ে সহযোগিতা করা।
রিফিউজি অর্থাৎ উদ্বাস্তুদের ক্ষেত্রে-
নিজের বাসস্থান ও ভিটেমাটি ছাড়া মানুষদের সমস্যার সমাধানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কিছু উপনিবেশ স্থাপন করেছে। উদ্বাস্তুদের জন্য বিভিন্ন রকমের সহযোগীতা কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার সবদিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
এই ডিপার্টমেন্টের ওয়েবসাইট:
এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি হল: banglarbhumi.gov.in এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে ভূমি সংস্কার ও ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারা যায় অনলাইনের মাধ্যমে।
এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটের কাজ:
আজকে সবকিছু অনলাইনে ওয়েবসাইটের মধ্যে দিয়ে সমস্ত রকম বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করা যায়, এবং তার সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তাই এই ডিপার্টমেন্টের banglarbhumi.gov.in এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে জমি সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য জানতে পারবেন, তেমনি আপনার জমির সমস্যার সমাধান ও পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে।
ভূমি সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য এবং সংস্কারের দিক থেকে বাংলার ভূমি ওয়েবসাইট banglarbhumi.gov.in এর মধ্যে দিয়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য এবং সংশোধনমূলক ইনফরমেশন পাওয়া যায়।
তাছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্যা কবলিত মানুষদের এবং ভিটেমাটি ছাড়া মানুষদের আশ্রয় প্রদান এর সাথে সাথে তাদের কর্মসংস্থান, চিকিৎসা ব্যবস্থা, তাদের খাদ্য, বস্ত্রের যোগান, সবকিছু তাদের সুযোগ সুবিধা অনুযায়ী সহযোগিতা করে থাকে এই দপ্তর এর মধ্যে দিয়ে।
এই ডিপার্টমেন্টের বিশেষ কিছু তথ্য:
এই ডিপার্টমেন্টের Minister-in-charge:
মমতা ব্যানার্জি ঠিকানা: নবান্ন, 14th floor, 325 শরৎ চ্যাটার্জি রোড, মন্দিরতলা, শিবপুর, হাওড়া- 711102 ফোন নাম্বার: 2214 – 5555/22 14-3101 ফ্যাক্স: 22 1435 28 ইমেইল আইডি: [email protected] |
এই ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেট:
শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য ঠিকানা: প্রাণি সম্পদ ভবন, LB-2, sector lll, Salt Lake City, Kolkata-700098 ফোন নাম্বার: 2335 1144 ফ্যাক্স: 2335 1130 ইমেইল এড্রেস: NA |
এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি (Additional Charge):
Dr. Monoj Pant IAS ঠিকানা: নবান্ন, 6th floor, 325 শরৎ চ্যাটার্জি রোড, মন্দিরতলা, শিবপুর, হাওড়া- 711102 ফোন নাম্বার: 22 1440 22 ফ্যাক্স: 22 1432 67 ইমেইল এড্রেস: [email protected] |
এই ডিপার্টমেন্টের Nodal অফিসার:
শ্রী সবুজ বরণ সরকার, Additional Director of Land Record and survey Ex Officio Joint Secretary (Land and Land Reforms), শ্রী বৃতিশ চন্দ্র বর্মন Commissioner, IAS, (Refugee Relief and Rehabilitation) ঠিকানা: ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভিস, 35 সার্ভে বিল্ডিং, গোপালনগর রোড, কলকাতা 7000 27 ফ্যাক্স: 2214 4703 ইমেইল এড্রেস: [email protected] 16A, Brabourne Road, 3rd floor, Kolkata- 700001 ফোন নাম্বার: 2235 – 1580/22 35-02 99 ইমেইল এড্রেস: [email protected] |
Official Website | Click Here |
Home | Click here |