wbfes.gov.in 2024 Fire and Emergency Services Department of West Bengal

West Bengal Fire and Emergency Services Department: ফায়ার সার্ভিস অথবা অগ্নিকাণ্ডে এবং বিভিন্ন দুর্ঘটনা সহ যেকোনো ধরনের দুর্যোগে জনসাধারণের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবিক সেবা প্রদানের পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স এর সহায়তা প্রদান করা, বিভিন্ন বহুতল / বাণিজ্যিক ভবন/ শিল্প-কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত দমকল কর্মীরা কাজ করে থাকেন।

যাদেরক নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট (WB Fire and Emergency Services Department)।

দমকল বাহিনী সাধারণত আগুন নেভানোর কাজ এবং দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত একটা দল বা গোষ্ঠী। সাধারণত রাষ্ট্র দ্বারা এই দল পরিচালিত হয় আর পশ্চিমবঙ্গের ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্যের দমকল বাহিনী কে পরিচালিত করে।

Fire and Emergency Services Department এর কাজ:

শহর কলকাতা তে বড় বড় বাড়ি ও কলকারখানা একেবারে ঠাসাঠাসি অবস্থায় রয়েছে। তার সাথে সাথে গ্রামে ও আজ কাল এমন পরিস্থিতি তৈরি হতে দেখা যায়।

দূর্ঘটনাবশত কোন জায়গায় আগুন লেগে গেলে সাধারণভাবে মানুষজন সেই আগুন নেভানোর কাজ করে উঠতে পারে না। তার জন্য দরকার হয় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু মানুষের এবং তার সাথে প্রয়োজন হয় আগুন নেভানোর সঠিক পদ্ধতি ও টেকনোলজি।

Fire and Emergency Services Department of West Bengal
Fire and Emergency Services Department of West Bengal

এই ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত দমকলের শুধুমাত্র আগুন নেভানো টাই কিন্তু সারাক্ষণ এর কাজ নয়। যদি কেউ কোনো উঁচু ব্রিজের মাথায় উঠে যায়, অথবা কোন বাচ্চা ব্যালকনি থেকে বাইরে এমন জায়গায় থাকে সেখান থেকে পড়ে গেলে তার মৃত্যু হতে পারে সে ক্ষেত্রেও সেই সব বিপর্যয় এ এই বাহিনী নিঃস্বার্থভাবে পৌঁছে যায়, নিজেদেরকে নিয়োজিত করে তাদের সেইসব বিপদজনক জায়গা থেকে উদ্ধার করে।

যত বড় ধরনের অগ্নিকাণ্ডই হোক না কেন, সবার কিন্তু ভরসা 101 নাম্বার। এই নাম্বারে কল করলে তড়িঘড়ি পৌঁছে যায় দমকল বাহিনী।

West Bengal Fire and Emergency Number
West Bengal Fire and Emergency Number

অনেক আগে যখন ইন্টারনেট অথবা টেলিফোনের ব্যবস্থা ছিল না তখনও কিন্তু এমন অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। সুতরাং এখন যত সহজে ফায়ার সার্ভিসে খবর পাঠানো যায় তখন কিন্তু এতটাও সহজ ছিল না। কোথাও আগুন লেগে গেলে কাউকে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিয়ে আসতে হতো, ততক্ষনে সবকিছু প্রায় পুড়ে ছাই।

E-Services of Fire and Emergency Services Department of West Bengal

Application for Fire Safety Recommendation Click Here
Application for Revision of Fire Safety Recommendation Click Here
Application for Fire Safety Certificate Click Here
Application for Renewal of Fire Safety Certificate Click Here
Application for Grant of Fire License Click Here
Application for Renewal of Grant of Fire License Click Here
Application for Grant of Fire Crackers Selling License Click Here
Application for Renewal of Grant of Fire Crackers Selling License Click Here
Third-Party Verification Report Click Here
EODB Dashboard Click Here

এমনই দুর্ঘটনাময় জায়গায় প্রাণনাশের আশঙ্কা যাতে না থাকে সেই কারণে দমকলবাহিনীর আগুন নেভানোর সাথে সাথে আগুন বন্দি মানুষের উদ্ধারকার্যেও নিজেদেরকে নিয়োজিত করে থাকে। তার জন্য তারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে। আর এই পুরো প্রক্রিয়াটা পরিচালিত করে থাকে পশ্চিমবঙ্গের ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট।

Fire and Emergency Services Department এর ওয়েবসাইট:

এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি হল: https://wbfes.gov.in অথবা www.wbfes.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস এর সমস্ত রকম তথ্য আপনি পেতে পারেন।

Fire and Emergency Services Department এর ওয়েবসাইটের কাজ:

যেমন 101 নাম্বারে ফোন করে আপনি আপনার আশেপাশের কোথাও অগ্নিকাণ্ড ঘটে যাওয়া কে অনেকাংশে রোধ করতে পারেন, সে ক্ষেত্রে এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়েও আপনি জানতে পারেন আপনার আশেপাশে কোথায় কাছাকাছি  দমকল সেন্টার আছে।

তা জানার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই দুর্ঘটনাস্থলে পৌঁছালে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।

তাছাড়া  www.wbfes.gov.in এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দমকল বাহিনী ও জরুরী পরিষেবার বিভিন্ন রকম প্রশ্ন আপনি সার্চ এর মাধ্যমে বিশদে জানতে পারবেন।

Fire and Emergency Services Department এর বিশেষ কিছু তথ্য:

ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট এর Minister-in-charge (Independent Charge):

শ্রী সুজিত বোস

ঠিকানা: বিকাশ ভবন, 2nd floor, South Block, Salt Lake, Sector-l, Kolkata- 700091

ফোন নাম্বার: 2337 37 28

ফ্যাক্স: 2337 3729

ইমেইল এড্রেস: mosicfireDepartment@gmail.com

এই ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি:

শ্রী মনোজ কুমার আগারওয়াল IAS

ঠিকানা: বিকাশ ভবন, South block, sector l, Salt Lake, Kolkata- 700091

ফোন নাম্বার: 23 581130

ফ্যাক্স: 2321 1454

ইমেইল এড্রেস: firedepartment@rediffmail.com

এই ডিপার্টমেন্টের  Nodal অফিসার:

শ্রী ভোলানাথ দাস, IAS, Secretary

ঠিকানা: বিকাশ ভবন, 2nd floor, south block, sector l, Salt Lake, Kolkata- 700091

ফোন নাম্বার: 23 5943 31

ফ্যাক্স: 23 5943 31

ইমেইল এড্রেস: bndasjs@gmail.com

fireDepartment@rediffmail.com

এখনকার মতো আগে এত উন্নত ছিল না দমকল বাহিনী ব্যবস্থা এবং লাল রং খুবই সস্তা আর বিপদের প্রতীক হিসেবে দমকল এর গাড়িতে লাল রং করা হয়, আর ঘন্টা বাজানোর সাথে সতর্ক করা হয় যে তাকে যেন সমস্ত রকম সহযোগিতা করা হয় দুর্ঘটনাস্থলে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য।

১৮৭১ সালেই পাঁচটি জায়গাতে দমকলের অফিস তৈরি করা হয়। লালবাজার তো আছেই তার সাথে সাথে টালা, পামার’স ব্রীজ, ভবানীপুর ওয়াটগঞ্জ। ১৮৯৩ সালে কলকাতা পুলিশ কমিশনারের কাছে দমকলের সমস্ত দায়িত্ব চলে যায়। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কয়েকটি দমকল অফিস নষ্ট হয়ে যায়।

তারপর শুধু মাত্র দুটি অফিসই টিকে থাকে। একটি কলকাতা ফায়ার ব্রিগেড ও আর একটি দার্জিলিং ব্রিগেড। পৃথিবীর সমস্ত ফায়ার সার্ভিস এর দিকে তাকালে উজ্জ্বল লাল রংটাই কিন্তু চোখে পড়ে। কারণটা হলো উজ্জ্বল লাল রং এমার্জেন্সির প্রতীক।

আজ এই উন্নত যুগে দমকল বাহিনী আরো বেশি উন্নত ও বিস্তৃত হয়েছে। তার সাথে সাথে দমকল বহিনীর অফিসের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। তার সাথে সাথে কর্মীও বেড়েছে অনেক গুণ। তার মধ্যে দিয়ে অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে। ঘোড়ায় টানা গাড়ি বাদ দিয়ে উন্নত প্রযুক্তিতে বড় গাড়ির ব্যবস্থা হয়েছে।

অনেকের মতে এখনো পর্যন্ত দমকল বাহিনী নাকি আদিম যুগের পরে রয়েছে। কারনটা হল কোন কোন সময় খবর পৌঁছাতে দেরি হয় এবং তাদেরকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে।

তবে যাই হোক কোন জায়গায় আগুন লাগলে সেই দুর্ঘটনা যুক্ত জায়গা থেকে সবাইকে সরিয়ে আনা ও রক্ষা করা সবকিছু পুড়ে ছাই হওয়ার আগে সেগুলো কে বাঁচানোর চেষ্টা এই দমকলকর্মীরাই কিন্তু করে থাকেন।

এদের উপর ভরসা করতেই হয়। আর এসব দমকল বাহিনী ও জরুরী পরিষেবা গুলোকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট।

Official Website Click here
Home Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top