বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়াগুলি যা আগে ভাবেননি

Unique Marriage Gift Ideas in Bengali (বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়া): বিয়েতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার দেওয়ার রীতি রয়েছে আমাদের। কারণ এটা শুধুমাত্র উপহার নয়, তার সাথে আশীর্বাদও। আর তাই সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় বজায় রেখে বন্ধু অথবা আপনজনের বিয়েতে মন মত উপহার দিতে পারবেন আপনি।

কয়েকজন মিলে উপহার দিলে তখন ঝামেলাটা অনেকটা কম হলেও যখন নিজেকে একা উপহার দিতে হয় তখন ঝামেলাটা এটাই হয়, কি উপহার দেবেন তা নিয়ে।

বিয়েতে নিমন্ত্রণ পাওয়ামত্রই মাথায় সর্বপ্রথম উপহার দেওয়ার কথাটাই মাথায় আসে। কি উপহার দেওয়া যায়! বন্ধুবান্ধব হোক অথবা আত্মীয় স্বজন সুন্দর এবং আপনার বাজেটের মধ্যে উপহারের কিছু উদাহরণ আজ জানতে পারবেন আপনি। উপহার পাওয়ার সাথে সাথে খুশি হওয়া তো স্বাভাবিক এবং আপনাকে মনে রাখবে অনেকদিন।

কি, এমনটা হলে আপনার নিশ্চয়ই ভাল লাগবে তাই তো? বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন থাকলে বিয়ের নিমন্ত্রণ আপনি পেতে থাকবেন। নিমন্ত্রণ পেয়েছেন, বিয়ে বাড়িতে যাবেন, অথচ উপহার কি দেবেন? এনিয়ে ভাবনায় তো পড়েন অনেকেই।

এই ১০টি জিনিস আপনার রুমে থাকলে, রুম থেকে বের হতে ইচ্ছা হবে না

7টি স্মার্টফোন যা আপনার বাজেটের মধ্যে একদম ফিট

চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু উপহার সম্পর্কে-

১) সংসারের জিনিসপত্র : আরও দেখুন →

বিয়ে মানে নতুন একটা সংসার। তাই নতুন সংসারে সব কিছুরই প্রয়োজন আছে।

q? encoding=UTF8&ASIN=B07M5ZHXZ1&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়াir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07M5ZHXZ1 বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়া

যেমন ধরুন, ননস্টিক হাঁড়ি কড়াই এর সেট, ওয়াটার ফিল্টার, হটপট, ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডাার, টোস্টার, রাইস কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, অথবা বিছানার চাদর, কুশন কভার, কম্বল, ফ্লাওয়ার ভাস, কার্পেট, ডিনার সেট, ইত্যাদি। তার সাথে গিফট কার্ডড, গিফট ভাউচার, আজকাল অনেকেই বিয়েতে উপহার হিসেবে দিচ্ছেন।

২) ঘর সাজানোর টুকিটাকি : আরও দেখুন →

একটা নতুন সংসারে ঘর কে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিসপত্র প্রয়োজন হয়। সেগুলোর মধ্যেও গিফট হিসেবে দিতে পারেন।

q? encoding=UTF8&ASIN=B07W6VSP78&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়াir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07W6VSP78 বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়া

যেমন, সুন্দর দেখে পেইন্টিং, টেবিল ল্যাম্প, রোমান্টিক ফটো ফ্রেম, কফি মগ সেট, ছুরি ও কাটা চামচের সেট, এগুলো কিন্তু খুবই দরকারি এবং মানানসই উপহার নবদম্পতির জন্য। যে উপহার গুলো কখনোই ফেলে রাখতে পারবে না, ব্যবহারের মাধ্যমে উপহার দেওয়া ব্যক্তি কে মনে রাখবে।

৩) নতুন কনের জন্য উপহার : আরও দেখুন →

অনেকেই নতুন কনের জন্য উপহার দিয়ে থাকেন। কনের জন্য সুন্দর দেখে শাড়ি, গয়না, দেয়ার প্রচলন আছে অনেক আগে থেকেই। এছাড়া যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বড় ব্যাগ, পার্স, বিশেষ কোনো মেকআপ কিট, দিতে পারেন নববধূকে।

q? encoding=UTF8&ASIN=B07BM21W6Z&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়াir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07BM21W6Z বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়া

তবে তার সাথে বরকে দিতে পারেন পাঞ্জাবিও, যেকোনো আনুষ্ঠানিক জায়গাতে ও ধার্মিক জায়গাতে পরতে পারবে অনায়াসেই। তবে এসব কেনার আগে জানার চেষ্টা করুন যার জন্য পোশাকটি কেনা হচ্ছে তিনি কি ধরনের পোশাক এবং রং পছন্দ করেন। সেক্ষেত্রে কিন্তু উপহার টা আরো বেশি উজ্জ্বল হবে।

৪) বিশেষ কফি মগ : আরও দেখুন →

বর ও কনের জন্য কফি মগের সেট দিতে পারেন উপহার হিসেবে। আজকাল আবার সিরামিকের কফি মগে শুভেচ্ছা বার্তা লিখে নেওয়ার সুবিধা রয়েছে। চাইলে পছন্দমত ছবিও দেওয়া যাবে মগের গায়।

q? encoding=UTF8&ASIN=B0862FYGMD&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়াir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B0862FYGMD বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়া

তাপমাত্রা পাওয়ার সাথে সাথে সেই ছবি ও শুভেচ্ছা বার্তা দৃশ্যমান হবে। অনলাইনে হামেশাই এমন মগ আপনি পেয়ে যাবেন। একান্তে কফি খাওয়ার সময় আপনাকে একবার হলেও মনে করবে তারা।

৫) একসাথে উপহার দেওয়া : আরও দেখুন →

বিয়েটা যদি আপনার কোন অফিস কলিগ অথবা কোন বন্ধুর হয়ে থাকে, তাহলে সব বন্ধু-বান্ধব মিলে একটা বড় উপহার দিতে পারেন।

q? encoding=UTF8&ASIN=B086WZSK4F&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়াir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B086WZSK4F বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়া

যেমন ধরুন দরকারি জিনিসপত্র, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, এমন কি ছোটখাটো আসবাবপত্রও হতে পারে উপহার হিসেবে। বন্ধুর যদি ছবি তোলার শখ থেকে থাকে তাহলে, ডি এস এল আর ক্যামেরা উপহার দিতে পারেন। বিশেষ কোন বই অথবা বুকসেলফও দিতে পারেন উপহার হিসেবে।

৬) ইলেকট্রনিক্স সামগ্রী : আরও দেখুন →

এর মধ্যে আপনি অনেক কিছুই পছন্দ করতে পারেন, মোবাইল সেট, ক্যামেরা, ট্যাব, আইপ্যাড এবং অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী উপহার হিসেবে মানানসই হতে পারে আপনার জন্য।

q? encoding=UTF8&ASIN=B01MSEYFHF&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়াir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B01MSEYFHF বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়া

তাছাড়া ডিজিটাল অ্যালবাম অল্প খরচের মধ্যে দারুন একটি উপহার।

৭) হানিমুন টিকিট : আরও দেখুন →

নবদম্পতির হানিমুনের টিকিটটা যদি উপহার হিসেবে আপনি দিতে পারেন, তাহলে সারাজীবন হয়ত তারা আপনাকেই মনে রাখবে। বর ও কনের সাথে আলাদা ভাবে কথা বলে তাদের সুবিধামতো সময়ে হানিমুনে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিতে হবে আপনাকেই, এটাই হবে তাদের বিয়ের উপহার।

q? encoding=UTF8&ASIN=B01BKABGXI&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়াir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B01BKABGXI বিয়েতে উপহার দেওয়ার দুর্দান্ত আইডিয়া

কি কি উপহার দেবেন তা নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়াই ভাল, সেগুলো বর-কনের কাছে সারপ্রাইজ হিসেবে থাকাটা সবচেয়ে বেশি বেটার।

সাধ আর সাধ্যের মধ্যে মানানসই সব বিয়ের উপহার এর মধ্যে বিশেষ ধরনের সৌখিন, সামগ্রী ঘর সাজানোর জিনিসপত্র, এসবের কদর টাই বেশি। আগে বিয়েতে সোনার গয়না, কাঠের ফার্নিচার, কাঁসা ও পিতলের তৈজসপত্র, ইত্যাদি উপহার হিসেবে দেওয়ার প্রচলনটা বেশি ছিল।

আবার অনেকে তো নগদ টাকাও দিতেন উপহার হিসেবে। তবে এখন দিন বদলেছে, তার সাথে সাথে উপহারও বদলেছে অনেকটাই। যুগের সাথে সাথে মানুষের মানসিকতাও বদলে গিয়ে উপহারে এসেছে আমূল পরিবর্তন।

এখন শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র উপহার পেলে সবারই একটু আলাদা মাত্রা যোগ হয় আনন্দে। না হলে এমন অনেক উপহার আছে যা হয়তো কখনোই ব্যবহার করা হয়ে ওঠে না। উপহারটা যেন একেবারে সাদামাটা না হয়, আবার আপনার সাধ্যের মধ্যেও যেন থাকে। বিয়েতে আপনি হয়ে উঠতে পারেন সেরা উপহার দাতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top