ভারতের শীর্ষ 5 ক্রেডিট কার্ড কোম্পানি কোনগুলি? | Top 5 Credit Card Companies in India

Top 5 Credit Card Companies in India in Bengali: ভারতের প্রায় সকল ব্যাংকই ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। বিভিন্ন ব্যাংক তাদের নিজের মত করে গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে।

এক এক ব্যাংক আলাদা আলাদা চার্জ নিয়ে থাকে। তাই আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই, কোন কোম্পানীর কার্ড নিলে আমাদের জন্য ভালো হবে, কোন ব্যাংকের কার্ডে গ্রাহক সুবিধা বেশি, কোন ব্যাংকের কার্ডে বিভিন্ন ফি কম হয়ে থাকে।

Top 5 Credit Card Companies in India in Bengali
Top 5 Credit Card Companies in India in Bengali

তাই আমাদের পাঠকদের জন্য আজ আমরা ভারতের সেরা 5 ক্রেডিট কার্ড কোম্পানীর বিস্তারিত নিয়ে আলোচনা করবো। চলুন দেখে নিই, কোন কোন ব্যাংক সেরা ক্রেডিট কার্ড কোম্পানী হিসেবে চিহ্নিত।

ভারতের সেরা 5 টি Credit Card কোম্পানীগুলি

ক্রমিক নং  ব্যাংকের নাম  বার্ষিক ফি যে বিষয়ের জন্য বিখ্যাত নূন্যতম আয় 
01 The American Express Membership Rewards 1000 টাকা Rewards 40,000 টাকা (মাসিক)
02 IndianOil Citibank Platinum Credit Card. 1000 টাকা Fuel 25,000 টাকা (মাসিক)
03 HSBC Cashback Credit Card নাই Shopping 4,00,000 টাকা (বার্ষিক)
04 Standard Chartered Super Value Titanium Credit Card 750 টাকা Shopping and Cashback 55,000 টাকা (মাসিক)
05 HDFC Regalia Credit Card 2500 টাকা Travel & Dining 90,000 টাকা (মাসিক)

এবার দেখে নেই এই সকল কার্ডের আরো কিছু বিস্তারিত তথ্য

1. The American Express Membership Rewards এর বিশেষ কিছু সুবিধা

1) কার্ড ব্যবহার শুরুতেই 4000 বোনাস পয়েন্ট উপহার।

2) মাসে 1000 টাকা করে 4 টি লেনদেন করলে 1000 বোনাস পয়েন্ট।

3) বার্ষিক সদস্য ফি জমা দিলে 5000 বোনাস পয়েন্ট।

4) প্রতি 50 টাকার কেনাকাটা করলে 1 বোনাস পয়েন্ট পাওয়া যায়।

5) নির্দিষ্ট রেস্ট্রুরেন্টে 20% ক্যাশব্যাকের সুযোগ প্রদান করে।

2. IndianOil Citibank Platinum Credit Card এর বিশেষ কিছু সুবিধা

1) প্রতিবছর 71 লিটার জ্বালানী তেল ফ্রি দেয়া হয়।

2) ইন্ডিয়ান ওয়েল লিমিটেডে অনুমোদিত দোকান হতে প্রতি 150 টাকার কেনাকাটা করলে 4 বোনাস পয়েন্ট পাওয়া যায়।

3) গ্রোসারী ও সুপার মার্কেট প্রতি 150 টাকার কেনাকাটায় 2 বোনাস পয়েন্ট এবং অন্য সকল কেনাকাটায় 1 বোনাস পয়েন্ট করে পাওয়া যায়।

4) অর্জিত বোনাস পয়েন্টের কোন মেয়াদ নেই, যে কোন সময় এটি ব্যবহার করা যাবে।

5) বিভিন্ন পার্টনার রেস্ট্রুরেন্টে 15% মূল্য ছাড় সুবিধা পাওয়া যায়।

3. HSBC Cashback Credit Card এর বিশেষ কিছু সুবিধা

1) নতুন কার্ড নিলেই 2 টি এয়ারপোর্ট লাউঞ্জ টিকেট অথবা 2 টি এয়ারপোর্টে খাবারের ভাউচার উপহার দেয়।

2) সকল অনলাইন কেনাকাটায় 1.5% ক্যাশব্যাক প্রদান করে থাকে।

3) অন্য যেকোন কেনাকাটায় 1% ক্যাশব্যাক প্রদান করে থাকে।

4) কোন জয়েনিং ফি নাই

5) বিভিন্ন পার্টনার রেস্ট্রুরেন্টে 15% মূল্য ছাড় সুবিধা পাওয়া যায়।

4. Standard Chartered Super Value Titanium Credit Card এর বিশেষ কিছু সুবিধা

1) জ্বালানী তেল ক্রয়, মোবাইল ফোন রিচার্জ এবং বিদ্যুৎ পানির বিল পরিশোধে 5% ক্যাশব্যাক পাওয়া যায়।

2) প্রতি 150 টাকা কেনাকাটায় 1 বোনাস পয়েন্ট করে পাওয়া যায়।

3) কম সুদের হারে 5 লক্ষ টাকা পর্যন্ত টাকা উত্তোলন করা যায়।

4) সারা জীবন পরিবারের সদস্যদের জন্য ফ্রি কার্ড সুবিধা।

5) বিভিন্ন শপিং সেন্টার, ফ্লাইট বুকিং, রেস্ট্রুরেন্টে নানা প্রকার মূল্য ছাড় পাওয়া যায়।

5. HDFC Regalia Credit Card এর বিশেষ কিছু সুবিধা

1) ক্রেডিট কার্ড নেয়ার 3 মাসের মাঝে 75,000 টাকা খরচ করলে 1 বছরের জন্য Zomato Gold Membership সুবিধা পাওয়া যায়।

2) জয়েনিং ফি এবং প্রতি বছর রিনিউ ফি দিলে 2500 রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়।

3) 12 বার আভ্যন্তরীন বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের সুযোগ।

4) প্রায়রিটি পাস মেম্বারদের জন্য 12 বার আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুযোগ ।

5) প্রতি 150 টাকার বিদ্যুৎ বিল, ইন্স্যুরেন্স বিল, পড়াশুনার বিল দেয়া হলে 4 রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়।

আজ আমরা ভারতের সেরা 5 টি Credit Card নিয়ে আলোচনা করলাম। জানতে পারলাম কোন কার্ড গ্রাহকদের কি কি সুবিধা দিয়ে থাকে। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো।

বিভিন্ন প্রকার ক্রেডিট কার্ড নিয়ে আরো জানতে আমাদের সাইটে চোখ রাখুন। আমাদের লেখা নিয়ে যে কোন পরামর্শ, মন্তব্য আমাদের মেইলে জানান। আপনার যেকোন মন্তব্য আমরা সাদরে গ্রহন করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top