বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ, জেনেছেন তো?

প্রতিটি মানুষই তার স্বভাবগত দিক দিয়ে অন্যদের চেয়ে আলাদা। কিন্তু কোন মানুষই নিজের বৈশিষ্ট্য নিয়ে একা থাকতে পারেনা। জীবন কাটানোর জন্য প্রত্যকেরই জীবনসঙ্গী প্রয়োজন। নিজের সুখ-দুঃখ, আনন্দ-অনুভুতি শেয়ার করা, পরিবার গঠন, সন্তান, ইত্যাদি কারণে মানুষ নির্দিষ্ট সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

দুটি অচেনা মানুষ যখন থেকে সাত পাকে বাধা পড়ে তখন থেকে তাদের ভিতর একটি বন্ধন গড়ে ওঠে, নিজেদের পছন্দ-অপছন্দের মধ্যে মিল-অমিল মানিয়ে নেওয়া, একে অন্যের যত্ন নেওয়া, নিজেদের পরিবারের সবাইকে আপন করে নেওয়া, নিজেদের মধ্যে গোপনীয়তা না রেখে বন্ধুত্বের ও বিশ্বাসের সম্পর্ক স্থাপন করে একটি বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়।

বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ, জেনেছেন তো?
বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ, জেনেছেন তো?

কিন্তু সকলেই কিন্তু সকলের জন্য পারফেক্ট নয়। এমন কিছু বিষয় রয়েছে যেসব বিষয়ে মিল না থাকলে একটি সুখী বৈবাহিক জীবন কাটানো সম্ভব হয়না। বিয়ের আগেই সে বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া আবশ্যক।

সুপ্রিয় পাঠক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, বিয়ের আগে যেসব বিষয়গুলো জানা আবশ্যক! চলুন জেনে নেয়া যাক, সাধারণ খোজ-খবরের বাইরে বিয়ের আগে আর কি কি সম্পর্কে জানা আবশ্যক।

কিভাবে সহজেই আপনার স্টাইলিশ লুক বজায় রাখবেন? জেনে নিন

১. পরিবর্তনের মানসিকতা

আমরা সবাই কিন্তু মানুষ হিসেবে আলাদা, আমাদের রুচি, পছন্দ, চাওয়া-পাওয়া, দৃষ্টিভঙ্গী সবকিছুই অন্যদের থেকে আলাদা। এর ভিতর যাদের সাথে আমাদের চিন্তা-ভাবনার কিছুটা মিল আছে আমরা তাদের সাথে বন্ধুত্ব করে থাকি।

বিয়েও কিন্তু এক ধরনের বন্ধুত্ব। কিন্তু এর পরিধি অনেক ব্যাপক। যে মানুষটি সারাজীবন আপনার সাথে কাটাবেন, তার ভিতর অবশ্যই বিয়ের পর পরিবর্তন হওয়ার মানসিকতা থাকতে হবে।

বিয়ের আগের আলাপচারিতায় একটি মানুষ সম্পর্কে পুরোটা জানা যায়না। সম্পর্ক থাকলেও এক ছাদের নিচে বসবাসের আগে বোঝা যায়না, একজনের জন্য অপরজনের পরিবর্তন হওয়ার মানসিকতা কতটুকু।

একজন ব্যক্তি কখনোই অন্যের জন্য নিজেকে পুরোটা পরিবর্তন করবে না। কিন্তু একই সংসারে থাকতে হলে সঙ্গীর পছন্দের জন্য নিজের কিছুটা পরিবর্তন ঘটানো উচিত। যেমন আপনি হয়ত খাবারে একটু ঝাল ভালবাসেন, আপনার সঙ্গী হয়ত ঝাল পছন্দ করেন না।

কিন্তু তা সত্ত্বেও যদি সে আপনার পছন্দকে মাথায় রেখে খাবারে ঝাল দেয়, এটা সে নিজে পরিবর্তন হয়ে আপনাকে সুখী করছে। তেমনি আপনারও উচিত, নিজের অপছন্দের কিছু সঙ্গীর পছন্দ হলে নিজেকে কিছুটা পরিবর্তন করা। আর এই পরিবর্তনের মানসিকতা দেখেই নিজের জন্য সঙ্গী নির্বাচন করা উচিত।

ফুলের মত সৌন্দর্য পেতে, বিভিন্ন রকমের ফুলের চা পান করুন

২. যত্নশীল মনোভাব

বিয়ের পর একজন অবশ্যই অপর জনের যত্ন করবে। কারণ যখন দুজন মানুষ এক ছাদের নিচে বাস করবে, তখন একজন অবশ্যই অপর জনের প্রতি যত্নশীল হবে। তার পছন্দ-অপছন্দ, ভাললাগার খেয়াল রাখবে।

বিয়ের আগেই বিষয়টি লক্ষ্য করুন, সঙ্গী কতটা যত্নশীল। বিয়ের আগে দেখা করুন, নিজেদের মধ্যে সময় কাটান। আর যত্নশীল হওয়ার বিষয়টি লক্ষ্য করুন। কোন মানুষ কতটা যত্নশীল তা তার ব্যবহারেই প্রকাশ পায়।

যেমন আপনাকে অন্যরকম দেখাচ্ছে কিনা, ক্লান্ত দেখাচ্ছে কেন, রাতে ঘুমিয়েছেন কিনা, অফিসে কাজের প্রেসার এগুলো নিয়ে আপনার সঙ্গী চিন্তিত কিনা, এগুলো লক্ষ্য করে তারপর সঙ্গী নির্বাচন করুন।

বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ
বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ

৩. সম্মানবোধ

যাকে বিয়ে করবেন, সাত পাকে বাধা পড়বেন, তার চারিত্রিক গুনাবলি দেখে তাকে সম্মান করতে পারছেন কিনা, সেটা জানা খুবই জরুরী।

কারণ আপনাদের মধ্যে যতই চেনাজানা থাক, ভালবাসা থাক, কিন্তু যদি একজনের জন্য অন্যজনের মনে সম্মানের জায়গা সৃষ্টি না হয়, তাহলে কিছুতেই একছাদের নিচে বসবাস সম্ভব নয়। তাই লক্ষ্য করুন, আপনার মতাদর্শ, জীবন-যাপনের প্রতি সঙ্গীর মনোভাব কেমন।

তিনি আপনার পছন্দ-অপছন্দের ব্যাপারে সম্মান প্রদর্শন করছেন কিনা, আর আপনি নিজে তার কাজে, ওঠাবসা, পছন্দ- অপছন্দে সম্মান দেখাতে পারছেন কিনা। কারণ একে অন্যকে সম্মানের চোখে না দেখলে কখনোই একসাথে থাকা সম্ভব নয়। আর এ বিষয়টি বিয়ের আগেই নিশ্চিত হয়ে নিন।

ঘামের দুর্গন্ধ দূর করার দারুণ কিছু ঘরোয়া প্রতিকার

৪. সহনশীলতা

বিয়ের বন্ধন মানেই আপনাকে এমন অনেক কিছুই সহ্য করতে হবে, যা সিঙ্গেল থাকতে চিন্তাও করত না। কিন্তু দুজন মানুষ একসাথে বাস করা এবং পরিবারের অন্যদের জন্য কিছু করা এগুলো সহনশীলতার বিষয়।

আপনাকে তার জন্য অনেক কিছু সহ্য করার মানসিকতা থাকতে হবে, তারজন্যও আপনাকে অনেক কিছু সহ্য করার মানসিকতা থাকতে হবে। সংসার মানেই অপরজনের সাথে সহনশীল আচরণ। না হলে কখনোই সুখে থাকতে পারবেন না।

বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ
বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ

৫. চারিত্রিক গুণ

একজন মানুষের চরিত্র তার সবচেয়ে মূল্যবান দিক। যার সাথে আজীবন থাকবেন, সে চরিত্রের দিক দিয়ে কতটা ভাল, সেটা ভালভাবে খোজ নিন। সম্পর্ক থাকলেও ভালভাবে জেনে নিন। আগে সম্পর্ক ছিল কিনা এটা জানার বিষয় নয়।

জানার বিষয় হচ্ছে, এখন সে পরিবর্তন হয়েছে কিনা। অন্য কোন মানুষের সাথে গোপন সম্পর্ক আছে কিনা, নেশা করার অভ্যাস আছে কিনা, ইত্যাদি ভালভাবে জেনে নিন। কারণ বিয়ে একবার হয়ে গেলে সম্পর্ক যদি খারাপ হতে থাকে, তাহলে পরবর্তীতে ডিভোর্স হয়ে যেতে পারে।

তাই চরিত্রের খোজ নিয়েই বৈবাহিক সম্পর্কে হ্যাঁ বলুন।

মহিলারা ঋতুস্রাবের সময় এই সচেতনতা অবলম্বন করলে পাবেন সুন্দর অনুভূতি

উপসংহার

বিয়ের আগে আমরা সৌন্দর্য,  টাকা-পয়সা, অবস্থান, মর্যাদা কতকিছুই দেখি। কিন্তু এই বিষয়গুলোর চেয়ে মানবিকগুন দেখা অনেক বেশী প্রয়োজন। কারণ বাহ্যিক সৌন্দর্য বা টাকা আপনাকে সবসময় সুখী করবে না। সুখী তখনই হবেন যখন সঙ্গীর মানবিক গুন থাকবে। তাই এ বিষয়গুলো বিয়ের আগে অবশ্যই জেনে নিন। তারপর সংসার করার ব্যাপারে সিদ্ধান্ত নিন।

বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ
বিয়ের আগে এই বিষয়গুলো না জানলে বিপদ

আশা করি পোস্টটি আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে উপকারী ভূমিকা রাখবে। এ বিষয়ে কোন মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই তথ্য জানিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top