সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার রহস্যগুলি জেনে নিন

ক্যারিয়ার মানেই এখন আর শুধু চাকরি বা ব্যবসায় নয়। আপনি নিজেই উদ্যোগ গ্রহণ করে যেকোন কিছুর ব্যবসায় শুরু করতে পারেন। অনেকেই ভাবেন যে, ব্যবসায়ী আর উদ্যোক্তা একই বিষয়।  কিন্তু এটা ভুল ধারণা।

ব্যবসায়ী অর্থ হচ্ছে যারা বংশ পরম্পরায় অথবা লাভের জন্য প্রথাগত পণ্য ক্রয়-বিক্র‍য় করে থাকেন। আর উদ্যোক্তা হচ্ছেন সেই ব্যক্তি যিনি কোন নতুন পণ্য ধারণার সৃষ্টি করেন, বা সৃষ্টিতে উৎসাহ দেন, এবং সেই পণ্যটি ক্রয়, বিক্রয় ও উৎপাদন করে থাকেন।

তাই উদ্যোক্তার কাজ আরও বেশী ব্যাপক ও বিস্তৃত।  কোন কাজের উদ্যোগ গ্রহণে সাহস এবং উদ্ভাবনী শক্তি খুবই প্রয়োজন। একজন সফল উদ্যোক্তা হতে চাইলে আপনার যেসব গুণ থাকতে হবে, তা নিয়েই আমাদের আজকের আলোচনা।  চলুন প্রিয় পাঠক, দেরী না করে জেনে নেয়া যাক, সফল উদ্যোক্তা হওয়ার রহস্য।

সফল উদ্যোক্তা হওয়ার রহস্য জেনে নিন

১. উদ্ভাবনী শক্তি

উদ্যোক্তার মূল বৈশিষ্ট্যই হচ্ছে উদ্ভাবনী শক্তি। নতুন পণ্য ধারণার সৃষ্টি করা অথবা বর্তমান পণ্যের গুণাগুণ অথবা ডিজাইন পরিবর্তন করে সেটাকে নতুনভাবে উপস্থাপন করাই হচ্ছে উদ্যোক্তার কাজ।

মনে করুন কোন এলাকায় প্রচুর বাঁশ জন্মে, একজন উদ্যোক্তা ভাবলেন এই বাঁশ দিয়ে যদি টেবিল ল্যাম্প, ফুলদানী, এবং অন্যান্য শোপিস বানানো যায় তবে কেমন হয়? এই ভেবে সে বিভিন্ন কারিগরদের সাথে কথা বলে স্থানীয় কাচামাল ব্যবহার করে বাঁশের বিভিন্ন পণ্য তৈরি করা শুরু করলেন।

প্রাথমিকভাবে এগুলো স্থানীয় বাজারে বিক্রয়ের জন্য পাঠানো হল, এবং উদ্যোক্তা বিভিন্ন স্যোশাল মিডিয়ার মাধ্যমে পণ্যের প্রচারণা করে দেশের বিভিন্ন জায়গা থেকে এগুলোর অর্ডার সংগ্রহ করলেন। এগুলো সবই উদ্যোক্তার উদ্ভাবনী শক্তির দ্বারা সম্ভব হয়েছে।

উদ্ভাবন করার ক্ষমতা থাকলে যেসব জিনিসকে কেউ মূল্যবান ভাবে না, সেগুলো দিয়েও অনেক সৃজনশীল ও লাভজনক কাজ করা সম্ভব হয়।

২. ঝুঁকি গ্রহনের মনোভাব

উদ্যোক্তার উদ্ভাবনী শক্তির পরেই শ্রেষ্ঠগুণ হচ্ছে, ঝুঁকি গ্রহণের মনোভাব। সহজভাবে কোন সাধারণ পণ্যের ব্যবসায় উদ্যোক্তা করেন না। তাকে নতুন পণ্য ধারণা সৃষ্টি করে সেটা নিয়ে কাজ করতে হয়। তাহলে তাকে অনুমান করতে হয় পণ্যটি বাজারে চলবে কিনা, এর কাচামাল সবসময় পাওয়া যাবে কিনা, পণ্য কোথায় বিক্রয় করা হবে, এসবই উদ্যোক্তাকে চিন্তা করতে হয়।

উদ্যোক্তা সবসময় অনেক মূলধন নিয়ে কাজ করেন এমনটি নয়। তাই তাকে মূলধনের বিষয় নিয়েও ঝুঁকি নিতে হয়। বলা যায়৷ পুরো বিষয়টিই উদ্যোক্তা ঝুঁকি নিয়ে শুরু করেন। আর ঝুঁকি নেওয়ার মানসিকতা না থাকলে কখনোই উদ্যোক্তা হওয়া যায়না।

আবার অকারণে যেকোন বিষয় নিয়ে ঝুঁকি নেওয়াও উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়। তাকে সঠিক পণ্য বা ব্যবসায় ধারণায় বিনিয়োগ করতে হবে।

৩. বাজার সৃষ্টি

পণ্য শুধু উদ্ভাবন ও ঝুঁকি গ্রহণের মধ্যেই উদ্যোক্তার সাফল্য নির্ভর করেনা। উদ্ভাবিত পণ্য কোন বাজারে বিক্রয় হবে, কারা কিনবে, বা ক্রেতা তৈরি করা, পণ্যের প্রচার ও প্রসার সবকিছুই উদ্যোক্তা করে থাকেন।

নতুন পণ্য উদ্ভাবনের পরই তার বাজার সৃষ্টি করা খুবই কঠিন একটি কাজ। এরজন্য উদ্যোক্তাকে প্রচুর সময় এবং শ্রম দিতে হয়। যাতে মানুষ পণ্যটি ব্যবহারে আকৃষ্ট হয় এবং পণ্যের বাজার বিস্তৃত হয়।

৪. কর্মসংস্থান সৃষ্টি

একজন উদ্যোক্তা যখন কোন একটি অঞ্চলের কাচামাল ব্যবহার করে কোন পণ্য ধারণা সৃষ্টি করেন, তখন সেগুলো উৎপাদন কাজে যেসব মানুষ নিয়োজিত হন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

কোন একটি স্থানে এরকম উদ্যোক্তা থাকা মানেই অনেক মানুষ কাজ করার সুযোগ পায়, এবং নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এসব মানুষের অক্লান্ত পরিশ্রমই পণ্যের প্রচার ও প্রসার ঘটিয়ে উদ্যোগকে সফল করে তোলে।

৫. ক্রেতা সন্তুষ্টি

ক্রেতাদের উদ্দেশ্যেই কিন্তু যেকোন পণ্য ধারণার সৃষ্টি ও উদ্ভাবন। তাই পণ্যটি ব্যবহার করে তারা উপকৃত কিনা, সন্তুষ্ট কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতা সন্তুষ্ট হলেই উদ্যোগ গ্রহণের সফলতা আসবে।

উদ্যোক্তা হিসেবে সবসময়ই লক্ষ্য থাকা উচিত পণ্য যেন ক্রেতার পছন্দ হয়, তাহলেই এর পরিবর্তন, উন্নয়ন,প্রসার এবং কর্মসংস্থান জারি থাকবে। পণ্য ধারণার বিস্তার ঘটবে। তাই উদ্যোক্তাকে সফল হতে হলে ক্রেতার সন্তুষ্টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

উপসংহার

সফল উদ্যোক্তা হতে হলে উপরিউক্ত বিষয়গুলো উদ্যোক্তার মধ্যে থাকা আবশ্যক। এই গুণগুলো যত বেশী উদ্যোক্তার মধ্যে থাকবে, ততই সে উদ্যোক্তা হিসেবে সফলতা পাবে। শুধু পণ্য নিয়ে ব্যবসায় বা উদ্যোগ গ্রহণ কখনো সফলতা আনেনা। সফলতা আনতে হলে কৌশল, চেষ্টা, ধৈর্য এবং সমন্বয়ের গুণ থাকা আবশ্যক।

আশা করি সফল উদ্যোক্তা হওয়ার রহস্য সম্পর্কে ধারণা দিতে সক্ষম হয়েছি। এ বিষয়ে কোন মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই তথ্য জানিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top