PM Ujjwala Yojana 2024: New BPL List Online Download

ADVERTISEMENT

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2024 নতুন তালিকা ডাউনলোড, PMUY 2024 তালিকা ডাউনলোড করুন। pmuy.gov.in প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বিপিএল নতুন তালিকা – PMUY BPL তালিকা 2024

ভারতের দরিদ্র জনগোষ্ঠীকে LPG ব্যবহারের সুযোগ করে দিতে ভারতীয় সরকার চালু করে উজ্জ্বলা যোজনা। এই যোজনার মাধ্যমে ভারতের সুবিধা বঞ্চিত সম্প্রদায়কে বিনামূল্যে রান্নার জন্য LPG সিলিন্ডার বিতরণ করে থাকে।

এই প্রকল্পের মাধ্যমে ভারতের ৫ কোটি দরিদ্র জনগণ LPG সিলিন্ডার সেবা পাবে। এই প্রকল্পের জন্য সরকার ৮০০০ কোটি টাকা বরাদ্ধ রেখেছে। সম্প্রতি এই উজ্জ্বলা যোজনা বিপিএল এর নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় নাম থাকা ব্যক্তিরা উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে LPG সিলিন্ডার সুবিধা প্রাপ্ত হবে (সবার নীচে উজ্জ্বলা যোজনার আবেদন ফর PDF ডাউনলোড করে নিন)

PM Ujjwala Yojana: New BPL List Online Download
PM Ujjwala Yojana: New BPL List Online Download

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আপনাদের জন্য নানা দরকারী তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এই সকল তথ্যের মাঝে রয়েছে ভারতের জনগনের জন্য নেয়া ভারতীয় সরকারের নানা পদক্ষেপের বর্ণনা। ভারতের দরিদ্র কবলিত সমাজের জন্য ভারত সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। এতে করে ভারতের জনগন বিভিন্ন সহায়তা পেয়ে আর্থিকভাবে লাভবান হয়ে থাকে।

প্রধানমন্ত্রী কিষান যোজনা: রেজিস্ট্রেশান পদ্ধতি জানুন

আমরা সবসময় চেষ্টা করে থাকি এই তথ্যগুলি সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরতে, এতে করে আপনারা অতি সহজেই এই সকল কর্মসূচি সম্পর্কে জানতে পারেন এবং যারা যেই কর্মসূচির জন্য যোগ্য হন, তারা সেই কর্মসূচির জন্য আবেদন করতে পারেন।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে উজ্জ্বলা যোজনা নিয়ে আলোচনা করবো। আমরা জানার চেষ্টা করবো, এই উজ্জ্বলা যোজনার বিপিএল নতুন তালিকা সম্পর্কে।

আসুন দেখে নিই কিভাবে উজ্জ্বলা যোজনা বিপিএল নতুন তালিকা বের করা যায়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ন তথ্যঃ

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)/ Pradhan Mantri Ujjala Yojana
শুরু হয়েছে১লা মে ২০১৬
কারা পাবে এই সুবিধাবিপিএল রেশন কার্ড প্রাপ্ত পরিবারের মহিলারা
মূল উদ্দেশ্যবিপিএল এর অধিনে থাকা মহিলাদের এলপিজি সংযোগ সরবরাহ করা।
আর্থিক সহায়তাপ্রতি এলপিজি সংযোগ এর জন্য ১৬০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইট https://pmuy.gov.in
আর্থিক বরাদ্ধ৮০০০ কোটি টাকা

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় শর্ত কি কি ?

আসুন দেখে নিই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে আবেদন করতে কি কি শর্ত দেয়া আছে।

১) আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে ।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে ।

৩) এই প্রকল্পের সুবিধা কেবল পরিবারের মহিলাদের জন্যই প্রযোজ্য।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা: লাভ ও আবেদন পদ্ধতি {নতুন}

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য কি কি কাগজপত্র দরকার হয় ?

আসুন দেখে নিই এই উজ্জ্বলার যোজনার আবেদন করতে কি কি কাগজপত্র জমা দিতে হয়।

১) পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধানের জারি করা বিপিএল প্রশংসাপত্র।

২) ফটো আইডি কার্ড প্রমাণ (আধার কার্ড/ভোটার কার্ড)

৩) বিপিএল রেশন কার্ড।

৪) পরিবারের সকল সদস্যের আধার কার্ড।

৫) পাসপোর্ট সাইজ ফটো।

৬) মোবাইল নম্বর।

৭) কাস্ট সার্টিফিকেট।

৮) ঠিকানা প্রমাণ করার জন্য বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল।

৯) ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য বা জনধন ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য।

আমরা কিভাবে উজ্জ্বলা যোজনার নতুন তালিকা বের করবো?

আসুন দেখে নিই কিভাবে উজ্জ্বলা যোজনার নতুন তালিকা বের করতে পারি।

pmuy.gov.in Beneficiary List
pmuy.gov.in Beneficiary List

ধাপ ১- উজ্জ্বলা যোজনার অফিসিয়াল সাইটে (https://pmuy.gov.in) প্রবেশ করুন।

ধাপ ২- নতুন তালিকা লেখায় ক্লিক করুন।

ধাপ ৩- নতুন তালিকা আপনার সামনে আসবে।

ধাপ ৪- নতুন তালিকাটি ডাউনলোড করে নিন।

এভাবেই আপনি উজ্জ্বলা যোজনার নতুন তালিকাটি ডাউনলোড করে নিতে পারেন।

PMUY Form Download

KYC form for New LPG connectionDownload PDF
Forms to join PAHALDownload PDF

Contact Details/ যোগাযোগ

LPG Emergency Helpline: 1906

Toll Free Helpline: 1800-2333-5555

Ujjwala Helpline: 1800-266-6696

এভাবেই আজ আমরা আপনাদের সাথে উজ্জ্বলা যোজনা কি?  উজ্জ্বলা যোজনার নতুন তালিকা কিভাবে ডাউনলোড করা যায়? এই যোজনার জন্য কি কি কাগজপত্র দরকার হয়, এসকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম। এর ফলে আপনারা উজ্জ্বলা যোজনা সংক্রান্ত তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।

তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে ভারত সরকারের নানা উদ্যোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top