ওনাম 2024 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। কবে পড়েছে এবছরের ওনাম 2024? ওনামর শুভ সময় কখন? জানুন 2024 ওনামর মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। এই বছরের কবে ওনাম? জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও ওনামর তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।
ওনাম 2024 (Onam 2024): কেরালার সবচেয়ে বড় এবং সকলের কাছে খুবই জনপ্রিয় একটি উৎসব হলো এটি এই উৎসব সার্বজনীন এবং ধর্মনিরপেক্ষ। প্রতি বছর সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসে ১০ দিন ধরে চলে এই ওনাম উৎসব। এই দশদিন বিভিন্ন রকমের আচার, অনুষ্ঠান ও আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে এই উৎসবটি। উৎসবের প্রথম এবং শেষ দিন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
এই বছর ওনাম 2024 কবে?
Onam / Thiruvonam
15 September 2024
Sunday
ওনাম উৎসবের বাংলায় তারিখ
ওনাম / তিরুভোনাম
১৫ সেপ্টেম্বর ২০২৪
রবিবার2024 ওনাম শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস ছবি
Onam Calendar 2024
Onam Festival Day 1 (ওনামের প্রথম দিন)
5 September 2024, Thursday
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার
Onam Festival Day 2 (ওনামের দ্বিতীয় দিন)
6 September 2024, Friday
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার
Onam Festival Day 3 (ওনামের তৃতীয় দিন)
7 September 2024, Saturday
৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার
Onam Festival Day 4 (ওনামের চতুর্থ দিন)
যে কোন লোনের জন্য আবেদন করুন অনলাইনে 👇
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন8 September 2024, Sunday
৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার
Onam Festival Day 5 (ওনামের পঞ্চম দিন)
9 September 2024, Monday
৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার
Onam Festival Day 6 (ওনামের ষষ্ঠম দিন)
10 September 2024, Tuesday
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার
Onam Festival Day 7 (ওনামের সপ্তম দিন)
11 September 2024, Wednesday
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার
Onam Festival Day 8 (ওনামের অষ্টম দিন)
12 September 2024, Thursday
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার
Onam Festival Day 9 (ওনামের নবম দিন)
13 September 2024, Friday
১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার
Onam Festival Day 10 (ওনামের দশম দিন)
14 September 2024, Saturday
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার
Onam Festival Day 11 (ওনামের একাদশ দিন)
15 September 2024, Sunday
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার
Onam Festival Day 12 (ওনামের দ্বাদশ দিন)
16 September 2024, Monday
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার
কেরলের সব থেকে জনপ্রিয় ওনাম উৎসব সর্ব ধর্মের মানুষের জন্য অনুষ্ঠিত একটি উৎসব। রাজ্যের সমস্ত ধর্মের, সমস্ত জাতের মানুষ এই উৎসবে শামিল হয়ে থাকেন। হিন্দু-মুসলমান, খ্রিস্টান সবার কাছে এই উৎসব সমান বার্তা বয়ে নিয়ে আসে। জাতীয় ধর্ম নির্বিশেষে সকলেই এই উৎসবে গা ভাসিয়ে আনন্দ উপভোগ করে থাকেন।
ফুল দিয়ে আলপনা:
বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ফুল দিয়ে অসুররাজ মহাবলী কে অভ্যর্থনা জানাতে কেরলে ওনামের দিন প্রতিটি বাড়ির দরজায় ফুল দিয়ে আলপনা দেওয়া হয়। আজকাল আবার অনেক জায়গায় বিশেষ করে স্কুল, কলেজ, অফিসে ওনামের সময় ফুল দিয়ে আলপনার প্রতিযোগিতাও রাখা হয়।
এদিয়ে বোঝা যায় যে, সর্বধর্ম নির্মিশেষে কেরলে ওনাম উৎসব খুবই জাঁকজমকপূর্ণ একটি উৎসব। যেখানে সবাই জাতি, ধর্ম ভুলে মনুষ্যত্বের ধর্মে মেতে ওঠেন। আর এই উৎসব উদযাপন ১০ দিন ধরে হওয়ার কারণে, বাচ্চা থেকে বড় সকলেই খুবই উৎসাহ ও আনন্দের সাথে কাটিয়ে থাকেন।
ওনাম উৎসবের বিভিন্ন খেলা:
এই উৎসব যেহেতু দশ দিন ধরে চলে তাই আনন্দের সীমা থাকে না। কেরলে ওনামের সময়ে কায়ান কলি, আত্তাকালাম, আম্বায়াল, কুটুকুটু, তালাপ্পনথুকলি, এই সমস্ত নামের অনেকগুলি খেলা চালু হয়ে যায়।
তবে এই খেলা গুলি বেশ কষ্টের এবং আঘাত লাগার ভয় রয়েছে বলে আজকাল অনেকেই বিশেষ করে শহরাঞ্চলে অনেকেই খেলতে চান না। তবে গ্রামাঞ্চলে অনেকেই এই খেলায় উৎসাহিত রয়েছেন, তারা প্রথা মেনে এই খেলাতে এগিয়ে আসেন।
বহু বছরের অসাম্প্রদায়িক চেতনার ধারক কেরালার জনগণ তাই এই ওনাম উৎসব কে নিজেদের জীবনের সাথে যুক্ত করে নিয়েছে। সব ধর্মের মানুষের একটি মিলন মেলা বলা যেতে পারে এই ওনাম উৎসব। রাজ্যের সমস্ত ধর্মের, সমস্ত জাতের মানুষ একত্রিত হন এই উৎসবে এবং আনন্দ উপভোগ করে থাকেন।