নরসিংহ জয়ন্তী 2023 তারিখ ও সময় | Narasimha Jayanti 2023 Date & Muhurat

নরসিংহ জয়ন্তী 2023 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। কবে পড়েছে এবছরের নৃসিংহ চতুর্দশী 2023? নরসিংহ জয়ন্তীর শুভ সময় কখন? জানুন 2023 নরসিংহ জয়ন্তীর মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য।

এই বছরের কবে নরসিংহ জয়ন্তী? জেনে নিন কেনাকাটার পাশাপাশি নৃসিংহ চতুর্দশী উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও নরসিংহ জয়ন্তীর তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।

নরসিংহ জয়ন্তী তারিখ ও সময় | Narasimha Jayanti Date & Muhurat
নরসিংহ জয়ন্তী 2023 তারিখ ও সময় | Narasimha Jayanti 2023 Date & Muhurat

নরসিংহ জয়ন্তী 2023 (Narasimha Jayanti 2023): হিন্দুদের কাছে নরসিংহ জয়ন্তী হল অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। বৈশাখ মাসে শুক্ল পক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী। পৌরাণিক কাহিনী অনুসারে নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার।

এই বছর নরসিংহ জয়ন্তী 2023 কবে?

Narashimha Jayanti Puja
4 May 2023
Thursday

Chaturdashi Muhurat Start
11:40 PM on 3 May 2023
Chaturdashi Muhurat End
11:59 PM on 4 May 2023

নরসিংহ জয়ন্তীর বাংলায় তারিখ

নরসিংহ জয়ন্তী পূজা
৪ মে ২০২৩
বৃহস্পতিবার

চতুর্দশী মুহূর্ত শুরু
৩ মে ২০২৩, রাত্রি ১১ঃ৪০ টায়
চতুর্দশী মুহূর্ত শেষ
৪ মে ২০২৩, রাত্রি ১১ঃ৫৯ টায়

নরসিংহ জয়ন্তী (নৃসিংহ চতুর্দশী) উপলক্ষে ভক্তরা, বিশেষ করে বিষ্ণুর ভক্তরা সারাদিন উপবাস পালন করে থাকেন। এছাড়া বিশ্বাস করা হয় যে, এই চতুর্দশীকে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণে সেই সময় গুলিতে বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। যার ফলে অধর্ম কে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে, জনসাধারণের সঠিক কাজ করা এবং অন্য কারো ক্ষতি না করাই হলো নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য।

নরসিংহ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও কবিতা ছবি

নরসিংহ জয়ন্তীর ইতিহাস ও পৌরাণিক কাহিনী: 

প্রতিটি উৎসবের পিছনে কোন না কোন পৌরাণিক ঘটনা রয়েছেই, যা জানলে ভক্তি, শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায়। পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি কাশ্যপ ও তার স্ত্রী দিতির দুই সন্তান ছিল। তাদের নাম হিরণ্যশিপুহিরন্যাক্ষ। দুই ভাই ভগবান ব্রম্ভাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাদের এমন বর দেন যে, দেখা যায় পৃথিবীর কোন জীব, অস্ত্র এমন কি দেবতারা ও তাদের হত্যা করতে পারবেন না।

এমন বর পেয়ে তারা অবিচারে হত্যা করতে থাকে, এমন অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হত্যা করেন হিরন্যাক্ষ কে। তারপর নরসিংহ অবতার নিয়ে হীরান্যকশিপুকে হত্যা করেন। আর সেই থেকেই পালিত হয়ে আসছে নরসিংহ জয়ন্তী উৎসব।

শাস্ত্রমতে অত্যাচারী হিরণ্যশিপুকে বধ করতে মর্ত্যে এসেছিলেন বিষ্ণু। আর সেই কারণে এই দিনে নিষ্ঠাভরে শ্রী বিষ্ণুর পূজা করলে সমস্ত রকম অশুভ শক্তি, জটিলতা, সমস্যা, দূর হয়ে সফলতার দেখা পাওয়া যায়।

সমগ্র ভারতের সাথে সাথে দক্ষিণ ভারতে নরসিংহের অনেক মন্দির চোখে পড়ে। যেখানে নিয়মিত রূপে নরসিংহের পূজা করা হয়। তাছাড়া এমন অনেক বনেদি বাড়ি বা অনেক গৃহস্থের বাড়িতে নরসিংহ মূর্তিতে এবং লক্ষ্মীর মূর্তিতে পূজা অর্চনা করা হয়।

উপবাস থাকার সাথে সাথে এই দিন বিভিন্ন রকমের নৈবেদ্য দিয়ে নরসিংহ উৎসব অথবা পূজা করা হয়। বিষ্ণুর ভক্তরা সংসারে উন্নতি, সমস্ত কাজে সফলতা পাওয়ার জন্য, ব্যবসায় উন্নতি, ধন সম্পদ বৃদ্ধির জন্য নরসিংহ জয়ন্তী পালন করে থাকেন।

এই দিন নরসিংহের মূর্তি পূজা দেওয়ার পাশাপাশি ধনসম্পদের দেবী লক্ষ্মী দেবীকেও পূজা করা হয়। ভক্তিতে থাকে শক্তি, তাই যদি ভক্তি ভরে, নিষ্ঠা ভরে পূজা করা যায় তাহলে কিন্তু সমস্ত বাধা বিপদ কাটিয়ে জীবনকে আরো বেশি সুন্দর ও সহজ করে তোলা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top