মহিলা উদ্যম নিধি যোজনা 2024 (Mahila Udyam Nidhi Yojana 2024) ভারত সরকারের নারী ক্ষমতায়নকে উৎসাহিত করতে একটি বিশেষ যোজনা। এই মহিলা উদ্যম নিধি যোজনা (Mahila Udyam Nidhi Yojana) মাধ্যমে ভারতীয় মহিলাদের স্বাবলম্বী হবার জন্য Small Industrial Development Bank of India (SIDBI) এর মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা দেয়া হয়ে থাকে।
এর প্রকল্পের মাধ্যমে ঋণ দেয়ার উদ্দেশ্য হলো ভারতের মহিলাদের অর্থনৈতিকভাবে সচ্ছল করে তাদেরকে অর্থনৈতিকভাবে মূল ধারায় নিয়ে আসা। এই প্রকল্পের ঋণের সুদের হার ঋণ গ্রহিতার ব্যবসার আকারসহ অনেক বিষয়ের উপর নির্ভর করে থাকে।
আজ আমরা আপনাদের সাথে মহিলা উদ্যম নিধি যোজনা (Mahila Udyam Nidhi Yojana) নিয়ে আলোচনা করবো। এই আলোচনার ফলে আপনারা সহজেই এই যোজনার উদ্দেশ্য, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে অনলাইনে আবেদন করতে হয় তা নিয়ে জানতে পারবেন।
আসুন দেখে নিই মহিলা উদ্যম নিধি যোজনা (Mahila Udyam Nidhi Yojana) বিস্তারিত তথ্য।
মহিলা উদ্যম নিধি যোজনা (Mahila Udyam Nidhi Yojana 2024)
প্রকল্পের নাম | মহিলা উদ্যম নিধি যোজনা 2024 (Mahila Udyam Nidhi Yojana) |
চালু করে | ভারতীয় সরকার |
সুবিধাভোগীগন | মহিলা উদ্যাক্তাগন |
রেজিস্ট্রেশন | অফলাইন |
উদ্দেশ্য | ভারতের মহিলা উদ্যোক্তাদের ঋণ সহায়তা দেয়া |
সুবিধা | আর্থিক সুবিধা পাওয়া |
শ্রেনী | প্রকল্প |
অফিসিয়াল ওয়েবসাইট | http://laghu-udyog.gov.in/ |
এই যোজনার জন্য কারা বিবেচিত হবেন?
আসুন দেখে নিই এই মহিলা উদ্যোম নিধি যোজনার জন্য কারা কারা বিবেচিত হবেন।
১) যে সকল ভারতীয় মহিলা উদ্যাক্তা হবার জন্য ছোট আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তারা এই মহিলা উদ্যাম নিধি যোজনার জন্য বিবেচিত হবেন।
২) মহিলা উদ্যোক্তাকে অবশ্যই উৎপাদন, সেবা বা পরিবহন কাজে জড়িত থাকতে হবে।
৩) মহিলা উদ্যোক্তাকে অবশ্যই তার ব্যবসায় কমপক্ষে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।
৪) মহিলা উদ্যোক্তাকে তার ব্যবসার সম্প্রসারণ, পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তনসহ যে কোন প্রকার বৃদ্ধি করার পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে।
মহিলা উদ্যোম নিধি যোজনায় কিভাবে অনলাইনে আবেদন করা যায়?
আসুন দেখে নিই কিভাবে ধাপে ধাপে মহিলা উদ্যোক্তারা অনলাইনে মহিলা উদ্যোম নিধির জন্য আবেদন করতে পারেন।
ধাপ ১- শুরুতেই এই প্রকল্পের আবেদনের জন্য যে কোন সরকারি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন – http://laghu-udyog.gov.in/।
ধাপ ২- সাইটে প্রবেশ করে সার্চ Mahila Udyam Nidhi Yojana লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে মহিলা উদ্যোম নিধি যোজনা তে ক্লিক করুন।
ধাপ ৩- সাইটে স্ক্রল করলে আপনি এই যোজনার আবেদন ফর্ম দেখতে পাবেন। (যদি ওয়েবসাইটে ফর্ম না দেওয়া থাকে তাহলে তা ব্যাংক শাখা থেকে সংগ্রহ করতে পারেন)
ধাপ ৪- আপনি এই আবেদন ফর্মটি ডাউনলোড করে নিন।
ধাপ ৫- এবার আবেদন ফর্মটি প্রিন্ট করে নিন।
ধাপ ৬- প্রিন্ট করা আবেদন ফর্মটিতে আপনার ব্যবসার যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরন করুন।
ধাপ ৭- আবেদন ফর্মে আপনার PAN Card নাম্বার, ফোন নাম্বার, ইমেইল আইডি দিয়ে পূরন করুন।
ধাপ ৮- আপনার ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎ বিলের কপি দিন।
ধাপ ৯- আপনার ছবি ও স্বাক্ষর যুক্ত করুন।
ধাপ ১০- সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর নিকটস্থ শাখায় জমা দিন।
আশা করি আপনারা এই লেখা থেকে মহিলা উদ্যাম নিধি যোজনা নিয়ে বিস্তারিত জানতে পারলেন। এখন থেকে আপনারা খুব সহজেই মহিলা উদ্যাম নিধি যোজনায় আবেদন করতে পারবেন। আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।
তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে ভারতের নানা প্রকার যোজনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।