LIC আম আদমি বিমা যোজনা – অনলাইন আবেদন করুন

ভারতের দরিদ্র মানুষের আর্থিকভাবে সহায়তা করার জন্য ভারত সরকার মাঝে মাঝেই বিভিন্ন সময় বিভিন্ন যোজনা চালু করে থাকে।

এই সকল প্রকল্পে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দেয়ার জন্য চেষ্টা করা হয়ে থাকে। তেমনি একটি প্রকল্প হলো এলআইসি আম আদমি বিমা যোজনা।

Online Application for LIC Aam Admi Bima Yojana
Online Application for LIC Aam Admi Bima Yojana

এই এলআইসি আম আদমি বিমা যোজনা এর মাধ্যমে ভূমিহীন, দরিদ্র ও শ্রমজীবি মানুষদের কম টাকায় Life Insurance সুবিধা দেয়া হয়ে থাকে। এই যোজনার মাধ্যমে মাত্র ১০০ টাকা বার্ষিক প্রিমিয়ামের বিনিময়ে ৭৫,০০০ টাকার Life Insurance সেবা দেয়া হয়ে থাকে।

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আপনাদের সাথে জনগনের জন্য পরিচালিত নানা সুযোগ সুবিধাদি নিয়ে আসা প্রকল্পগুলি নিয়ে আলোচনা করে থাকি।

এই ফলে আপনারা খুব সহজেই অল্প সময়ের মাঝে এই সকল প্রকল্পের সুবিধাগুলি জানতে পারেন, সেই সাথে জানতে পারেন যে, কিভাবে এই প্রকল্পগুলির সুবিধা নেয়া যায়, কারা এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন, কি কি দরকারী কাগজপত্র জমা দিতে হয়।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে এলআইসি আম আদমি বিমা যোজনা নিয়ে আলোচনা করবো।

আমরা জানার চেষ্টা করবো, এই যোজনায় কি কি সুবিধা রয়েছে, কারা এই সুবিধার জন্য আবেদন করতে পারে, এই সুবিধার জন্য আবেদন করতে কি কি কাগজপত্র দরকার হয়ে থাকে।  আসুন দেখে নি এলআইসি আম আদমি বিমা যোজনা সম্পর্কে বিস্তারিত।

এলআইসি আম আদমি বিমা যোজনা এর নানা দিক নিয়ে নিচে আলোচনা করছি।

যোজনার সার সংক্ষেপ

ক্রম বিষয় বর্ননা
০১ নাম এলআইসি আম আদমি বিমা যোজনা
০২ পরিচালনায় জীবন বীমা কর্পোরেশন
০৩ সুবিধাভোগী সমাজের নিম্নবিত্তরা
০৪ বড় আর্থিক সুবিধা ৭৫,০০০ টাকা
০৫ প্রকল্প উদ্যোক্তা কেন্দ্রীয় সরকার
০৬ ওয়েবসাইট www.licindia.in

এই যোজনার কি কি সুবিধা রয়েছে?

ক্ষতিগ্রস্থের প্রকার ক্ষতিপূরন টাকার অংক
স্বাভাবিক মৃত্যু ৩০,০০০ টাকা
দুর্ঘটনাকালীন মৃত্যু ৭৫,০০০ টাকা
দূর্ঘটনাকালীন অঙ্গহানী ৭৫,০০০ টাকা
দূর্ঘটনাকালীন আংশিক অঙ্গহানী ৩৭,৫০০ টাকা
বৃত্তি সুবিধা প্রতি শিশুর জন্য প্রতিমাসে ১০০ টাকা

আবেদন করার জন্য যোগতাসমুহ

নিচে এলআইসি আম আদমি বিমা যোজনা এর জন্য আবেদন করার যোগ্যতাসমুহ দেয়া হলো।

১) আবেদনকারীর বয়স ১৮-৫৯ বছরের মাঝে হতে হবে।

২) আবেদনকারীর পরিবার অবশ্যই দরিদ্রসীমার নিচে অবস্থানকারী হতে হবে।

৩) আবেদনকারী পরিবারের প্রধান হতে হবে এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হতে হবে।

৪) আবেদনকারী ভূমিহীন পরিবারের হতে হবে।

আবেদন করার জন্য দরকারী কাগজপত্র

নিচে এলআইসি আম আদমি বিমা যোজনা এর জন্য আবেদন করার জন্য দরকারী কাগজপত্রের তালিকা দেয়া হলো।

১) আবেদনকারীর আধার কার্ড

২) আবেদনকারীর সরকারী পরিচয়পত্র।

৩) রেশন কার্ড

৪) জন্ম সার্টিফিকেট।

৫) স্কুল সার্টিফিকেট।

৬) ভোটার আইডি।

৭) মোবাইল নাম্বার।

৮) পাসপোর্ট সাইজ ছবি।

অনলাইনে আবেদন করার ধাপ সমুহ

এলআইসি আম আদমি বিমা যোজনা এর জন্য আবেদন করার প্রক্রিয়া নিচে আলোচনা করছি।

ধাপ ১- আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in এ প্রবেশ করুন।

ধাপ ২- সাইটের হোমপেজে LIC Aam Aadmi Bima Yojana Apply Online দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।

ধাপ ৩- আবেদন করার ফর্ম দেখতে পাবেন।

ধাপ ৪- আবেদন ফর্মে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সাবমিট করুন করুন।

ধাপ ৫- সাবমিট সম্পন্ন হলে আপনার আবেদন নাম্বার সংরক্ষন করে রাখুন।

দূর্ঘটনায় মৃত্যু হলে ক্ষতিপূরন দাবির প্রক্রিয়া

এই প্রকল্প গ্রহনকারী ব্যক্তি দূর্ঘটনায় মৃত্যুবরন করলে তার জন্য ক্ষতিপুরন দাবি করার জন্য নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে।

১) FIR এর কপি।

২) পোষ্ট মর্টেম সার্টিফিকেট।

৩) পুলিশ Inquest রিপোর্ট।

৪) Final Report of Police

আজ আমরা এলআইসি আম আদমি বিমা যোজনা সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তাই এই লেখা হতে আমরা জানতে পারি, এই প্রকল্পের উদ্দেশ্য কি, কিভাবে আবেদন করা যায়, কি কি যোগ্যতা থাকলে আবেদন করা যায়, এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায় তার বিস্তারিত ।

তাই এ নিয়ে আমাদের মাঝে আর কোন প্রশ্ন থাকলো না। এতে করে আমরা এলআইসি আম আদমি বিমা যোজনা সম্পর্কে জানতে পারলাম।

আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের পেজে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে সরকারী যোজনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

সরকারী যোজনা নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যে কোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

বিভিন্ন রকমের Invesments, Insurance, Loan, LIC Policy, Mutual Funds ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে। আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top