Banglar Bhumi – WB Land Record & Government Schemes in BanglaBanglar Bhumi – WB Land Record & Government Schemes in Bangla
    • খতিয়ান ও দাগের তথ্য
    • আজকের লটারি সংবাদ
    • স্কুলের বই ডাউনলোড
    • টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
    PM CARES Fund 2022: Working Processes & Benefits
    মৌসুনি আইল্যান্ড ও অ্যাডভেঞ্চার ভ্রমণ
    আয়ুষ্মান ভারত যোজনা 2022: বিনামুল্যে চিকিৎসা সেবা | Ayushman Bharat Yojana 2022
    সম্পত্তি স্থানান্তর করার সহজ উপায় – উপহারের দলিল
    ঢেঁড়স চাষের সরল পদ্ধতি ও রোগবালাই দমন | Ladies Finger Cultivation Method in Bangla
    wbpar.gov.in 2022 Personnel and Administrative Reforms and e-Governance Department of West Bengal
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    1 July 2022, Friday 8:56 PM
    Banglar Bhumi – WB Land Record & Government Schemes in BanglaBanglar Bhumi – WB Land Record & Government Schemes in Bangla
    খতিয়ান ও দাগের তথ্য লটারি সংবাদ
    • হোম
    • জমির তথ্য
    • ব্যবসার আইডিয়া
    • আইনি পরামর্শ
      • সম্পত্তি আইন
      • নাগরিক আইন
      • পারিবারিক আইন
      • বিবাহবিচ্ছেদ আইন
      • ব্যাংকিং আইন
      • ট্যাক্স আইন
      • ট্রাফিক আইন
    • প্রকল্প
    • লোন
      • পার্সোনাল লোন
      • হোম লোন
      • বিজনেস লোন
      • যানবাহন লোন
      • শিক্ষা লোন
      • গোল্ড লোন
      • সম্পত্তির বিনিময়ে লোন
    • স্বাস্থ্য
    • লাইফস্টাইল
    • আপনার টাকা
    • প্রযুক্তি
    Banglar Bhumi – WB Land Record & Government Schemes in BanglaBanglar Bhumi – WB Land Record & Government Schemes in Bangla
    জমির রেকর্ড
    Festivals

    জগদ্ধাত্রী পূজা 2022: ইতিহাস ও তাৎপর্য | Jagaddhatri Puja 2022: History and Significance

    Sushmita HalderBy Sushmita Halder6 Mins Read

    2022 Jagaddhatri Puja History & Significance, 2022 জগদ্ধাত্রী পূজার ইতিহাস ও তাৎপর্য এবং জানুন জগদ্ধাত্রী পূজা কেন পালন করা হয়? বিধি কি?

    জগদ্ধাত্রী পূজা 2022 (Jagaddhatri Puja 2022): প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পূজা দেখে মুগ্ধ হয়ে ইন্দ্রনারায়ন চন্দননগরের লক্ষীগঞ্জ চাউল পট্টি নিচুপাটি জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন।

    লক্ষীগঞ্জ প্রতিষ্ঠান কিছুকাল পরেই এই পূজার সূচনা। এই পূজার চন্দননগরে আদি পুজা নামেও পরিচিত।

    সুচিপত্র

    • জগদ্ধাত্রী পূজার ইতিহাস:
    • জগদ্ধাত্রী পুজা 2022 তারিখ (Jagaddhatri Puja 2022 Date):
    • বাংলার জগদ্ধাত্রী পূজার ইতিহাসে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ভূমিকা:
    • চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ও দাতারাম শূর:
    • ভদ্রেশ্বর তেঁতুল তলার জগদ্ধাত্রী পুজো:
    • তেতুল তলার পুজোর বিশেষ রীতি:
    • জগদ্ধাত্রী পূজার তাৎপর্য:

    জগদ্ধাত্রী পূজার ইতিহাস:

    দুর্গা ঠাকুরের বিসর্জনের সঙ্গে সঙ্গে বাংলার আকাশে-বাতাসে নেমে আসে বিষাদের সুর।

    তার কিছুদিন পরে লক্ষ্মী পুজোতে কিছুটা হলেও মন খারাপ কেটে যায়, আবার সামনে আসে কালীপূজা, একের পর এক পূজা কেটে যাওয়ার পর মানুষের মন থেকে বিষাদ যেন কাটতেই চায় না।

    Jagaddhatri Puja History and Significance
    Jagaddhatri Puja History and Significance

    এক মা নিজের শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পর আরেক মাকে বরণ করে নেওয়ার জন্য পৃথিবীবাসী অপেক্ষা করে থাকে।

    জগদ্ধাত্রী পুজা 2022 তারিখ (Jagaddhatri Puja 2022 Date):

    Jagaddhatri Puja 2 November 2022, Wednesday
    জগদ্ধাত্রী পুজা ১৫ কার্ত্তিক ১৪২৯, বুধবার
    • ধনতেরাস পুজা কি? ধনতেরাসের ইতিহাস ও তাৎপর্য

    • কালীপূজার ইতিহাস ও তাৎপর্য, কখন আর কিভাবে শুরু হয়?

    • দীপাবলী কেন পালন হয়? দীপাবলীর আসল ইতিহাস ও তাৎপর্য কি?

    • গোবর্ধন পূজার ইতিহাস এবং কেন এই পুজা করা হয়? জেনে নিন

    • ভাই ফোঁটা শুরু হয় কিভাব? ভাই ফোঁটার ইতিহাস ও তাৎপর্য

    • কার্তিক পূজার বিভিন্ন আজানা পৌরাণিক ইতিহাস ও তাৎপর্য

    বাংলার জগদ্ধাত্রী পূজার ইতিহাসে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ভূমিকা:

    জগদ্ধাত্রী শব্দের অর্থ হলো জগত + ধাত্রী। জগতের ধাত্রী অর্থাৎ ত্রিভুবনের পালিকা। তবে শাস্ত্রে নির্দিষ্ট জগদ্ধাত্রী রূপের নামকরণের পেছনে রয়েছে ধর্মীয় দর্শন। উপনিষদে যার নাম উমা হৈমবতী (Uma Haimbati)। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থে উল্লেখ পাওয়া যায়।

    জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশে প্রচলিত। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত (Chandannagar Jagaddhatri Puja)।

    জগদ্ধাত্রী পূজা বাঙালি হিন্দু সমাজের একটি বিশিষ্ট উৎসব হলেও দুর্গা, কালী পূজার তুলনায় এই পূজার প্রচলন অপেক্ষাকৃত আধুনিককালে ঘটেছে। অষ্টাদশ শতকে নদীয়ার কৃষ্ণ চন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করার পর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। যদিও জগদ্ধাত্রী যে বাঙালি সমাজে একান্ত পরিচয় পরিচিত ছিলেন না তার প্রমাণও কিন্তু পাওয়া যায়।

    আবার কৃষ্ণচন্দ্রের রাজত্ব কালের আগে নির্মিত নদীয়ার শান্তিপুরের জলেশ্বর শিব মন্দির ও কোতোয়ালি থানার রাঘবেশ্বর শিব মন্দিরের ভাস্কর্য জগদ্ধাত্রীর মূর্তি লক্ষ্য করা যায়। এইগুলি থাকলেও মনে করা হয় বাংলার জনসমাজে কৃষ্ণচন্দ্রের পূর্বেও জগদ্ধাত্রী পূজা (Jagaddhatri Puja) বিশেষ জনপ্রিয়তা অর্জন করেনি। কেবলমাত্র কিছু ব্রাহ্মণের ঘরে দূর্গা পূজার পাশাপাশি জগদ্ধাত্রী পূজা হত।

    নদীয়া জেলার সদর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। কিংবদন্তী অনুসারে নবাব আলীবর্দীর রাজত্বকালে রাজার নিকট থেকে ১২ লক্ষ টাকার নজরানা দাবি করেন।

    নজরানা দিতে অপারগ হলে তিনি রাজাকে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যান। মুক্তির পর নদীপথে কৃষ্ণনগরে প্রত্যাবর্তনের সময় ঘাটে বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনে তিনি বুঝতে পারেন সেই বছর দুর্গাপূজায় সময় পার হয়ে গিয়েছে।

    দূর্গা পূজার আয়োজন করতে না পেরে রাজা অত্যন্ত দুঃখিত হন। সেই রাতে দুর্গা-জগদ্ধাত্রী-রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গার পূজা করার আদেশ দেন। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার সূচনা ১৭৬৬ সালে।

    কেউ কেউ আবার কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্র কে কৃষ্ণনগর রাজবাড়ি জগদ্ধাত্রী পূজার প্রবর্তক মনে করেন। কৃষ্ণনগর রাজবাড়ির দরজা জগদ্ধাত্রী পূজার সময় আজও খোলা থাকে।

    পূজা পুরনো প্রথা মেনে পূজা হয় শুধুমাত্র নবমী তিথিতে। ১৭৭২ সালে রাজবাড়ীর দেখাদেখি কৃষ্ণনগরের চাষাপাড়ায় কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পূজা (Jagaddhatri Puja) শুরু করেন।

    বুড়িমার পূজা (Burima Puja) নামে পরিচিত এই পূজা শুরু হয়েছিল ঘটে ও পটে। প্রথম দিকে স্থানীয় গোয়ালারা দুধ বিক্রি করে এই পূজার আয়োজন করতেন। ১৭৯০ সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘট পট এর পরিবর্তে প্রতিমায় জগদ্ধাত্রী পূজার সূচনা করেন।

    এখানকার প্রতিমার বৈশিষ্ট্য হলো প্রায় সাড়ে ৭০০ ভরি সোনার গয়নায় দেবী প্রতিমার অলংকার সজ্জা হয়। কৃষ্ণনগরের বাসিন্দাদের মতে এই দেবী অত্যন্ত জাগ্রতা। তার নিকট সকল মনস্কামনা পূর্ণ হয়।

    এছাড়াও বর্তমানে কৃষ্ণনগরে বারোয়ারি জগদ্ধাত্রী পূজা (Barowari Jagadhatri Puja) হয় দু’শরও বেশি। যার জন্য জগদ্ধাত্রী পূজার জন্য বিখ্যাত চন্দননগর মহানগরের চেয়েও বেশি। এখনো পর্যন্ত পুরুষানুক্রমে দেওয়ান চৌধুরীদের উত্তরপুরুষের নামে পূজার সংকল্প হয়।

    এখানকার প্রতিমার বৈশিষ্ট্য হল সনাতন রীতির প্রতিমায় সাদা সিংহ এবং বিপরীতমুখী অবস্থানে হাতি। শোনা যায় বিসর্জনের সময় আদি প্রতিমা জলে পড়লেই শুশুক বা সাপের দেখা পাওয়া যায়। তবে এখনও ঘটা করে জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে।

    চন্দননগরের গর্বের আলোকসজ্জা যেমন এই পুজো ঘিরে প্রতিবছর আকর্ষণের কেন্দ্রে থাকে। তেমনি এই এলাকার বেশ কিছু পুজোতেও ভক্ত সমাগম দেখার মত।

    এলাকার পুজো ঘিরে রয়েছে কিছু প্রচলিত কাহিনী, টুকরো ঘটনা, যা নিয়ে রয়েছে কিছু ইতিহাস ও ইতিহাসের সঙ্গে পরম্পরা মাফিক চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আরম্ভর কে আরও আকর্ষণীয় করে তুলেছে।

    চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ও দাতারাম শূর:

    কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো (Krishnagar Jagadhatri Puja) আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Chandannagar Jagaddhatri Puja) মধ্যে কোনটি আগে শুরু হয়েছে তা নিয়ে রয়েছে বহু বিতর্ক। এই অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের বাড়ি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়।

    সেই জায়গাতেই দাতারামের বিধবা কন্যা শুরু করেন জগদ্ধাত্রী পুজো। পরে পুজোটি আর্থিক কারণে বন্ধ হওয়ার উপক্রম হলে তা স্থানান্তরিত হয়ে ভদ্রেশ্বর এর গৌরহাটি অঞ্চলে আসে। সেই পুজোই বর্তমানে তেঁতুল তলার পুজো (Tetultala Jagadhatri Puja) বলে বিখ্যাত।

    ভদ্রেশ্বর তেঁতুল তলার জগদ্ধাত্রী পুজো:

    হুগলির ভদ্রেশ্বর এর তেতুল তলার পুজো অত্যন্ত বিখ্যাত শুধুই নয়। এই পুজো জাগ্রত বলে প্রসিদ্ধিলাভ করেছে। প্রতিবছর এখানে মায়ের পুজো দেখতে বিরাট সংখ্যক ভক্তের সমাগম চোখে পড়ার মতো।

    তেতুল তলার পুজোর বিশেষ রীতি:

    তেতুলতলার পুজোতে প্রতিদিন মা জগদ্ধাত্রী কে বেনারসির শাড়ি তে পরিহিত করা হয়। মুল পূজাটি হয় নবমীর দিনে। সেইদিন আবার পাঁঠা বলিও এখানকার প্রচলিত নিয়ম।

    জগদ্ধাত্রী পূজার রীতি পুষ্পাঞ্জলী মন্ত্র সহ অনেক নিয়ম-কানুন দুর্গাপূজার অনুরূপ।

    • ভুট্টা চাষের সঠিক ও সহজ পদ্ধতি – Corn Cultivation Method in Bangla

    • PM Sukanya Samriddhi Yojana 2022: Online Registration & Eligibility

    • ভারতের কোথায় সস্তায় জমি পাওয়া যায়?

    • ভারতে সাইবার অপরাধ সম্পর্কিত আইন জানুন – Cyber Security Laws in India

    • জিংক সমৃদ্ধ ৮টি খাবার সকলের জন্য – Top 8 Zinc-Rich Foods For Everyone

    • ভ্রমণ সহায়ক জরুরী ভারতীয় অ্যাপস ও টিপস – Top Indian Travel Apps & Guide

    জগদ্ধাত্রী পূজার তাৎপর্য:

    নদীয়া জেলার সদর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। কিংবদন্তী অনুসারে নবাব আলীবর্দী রাজত্বকালে কৃষ্ণচন্দ্র রাজার কাছ থেকে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করেন।

    তিনি রাজা কৃষ্ণচন্দ্র কে মুর্শিদাবাদ এ নিয়ে যান। তারপর মুক্তির পর নদীপথে যখন কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজের রাজ্যে প্রত্যাবর্তন করেন সেই সময় ঘাটে বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনে তিনি বুঝতে পারেন যে তিনি দুর্গাপূজার সময় অতিক্রম করে এসেছেন।

    এবছর তিনি দুর্গাপুজো দেখতে পেলেন না, দূর্গা পূজার আয়োজন করতে না পেরে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। সেই রাতে দুর্গা জগদ্ধাত্রী রূপে রাজা কে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গার পূজা করার আদেশ দিয়েছিলেন। সেই মত কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পূজার সূচনা করেন। বলা যায় জগদ্ধাত্রী, দুর্গার আরেক রূপ।

    বারো মাসে তেরো পার্বণ, বাঙ্গালীদের এই কথাটা বেশ প্রচলিত। সেই কারণে একের পর এক অনুষ্ঠান বাঙ্গালীদের লেগেই রয়েছে। সেই কারণে সারা বছরজড়ে আনন্দ উৎসবের শেষ নেই।

    উৎসব প্রিয় বাঙালি জাতির এই ধর্মীয় সাংস্কৃতিক পার্বণকে আরো বহু যুগ ধরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হোক এই আশা করি। বর্তমান যুগের অতি দ্রুত গতির বস্তুবাদী জীবনযাত্রার মাঝে সুপরিচিত সামাজিক অনুষ্ঠান গুলি একটি জনগোষ্ঠীকে নিজেদের সভ্যতা অতীত এবং দার্শনিক অনুভূতির স্বাদ দিতে পারে।

    সৃষ্টির আদি শক্তির প্রতিমূর্তি জগতের রক্ষাকর্ত্রী দেবী জগদ্ধাত্রী, তার আরাধনার শুভলগ্নে ভক্তকুলের উপর তার কৃপা ও আশীর্বাদ বর্ষণ হোক। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুক, সবার মনস্কামনা পূর্ণ হোক।

    Related Posts

    Dol Purnima History and Significance - দোল পূর্ণিমা ইতিহাস ও তাৎপর্য

    দোল পূর্ণিমা 2022: ইতিহাস ও তাৎপর্য | Dol Purnima 2022: History and Significance

    Shivratri History and Significance - মহা শিবরাত্রি ইতিহাস ও তাৎপর্য

    মহা শিবরাত্রি 2022: ইতিহাস ও তাৎপর্য | Shivratri 2022: History and Significance

    Saraswati Puja History and Significance - সরস্বতী পূজা ইতিহাস

    সরস্বতী পূজা 2022: ইতিহাস ও তাৎপর্য | Saraswati Puja 2022: History and Significance

    Add A Comment

    Leave A Reply Cancel Reply

    National Scholarship Portal 2022: Registration, Login and Online Status
    হাত ও পায়ের যত্নের জন্য চমৎকার কিছু ঘরোয়া প্যাক
    Cultivation Method and Farming in Bengali | চাষবাসের উন্নত পদ্ধতি ও পরামর্শ
    2022 মেডিকেল স্টোর খুলে মেডিসিনের ব্যবসা করুন দারুন ইনকাম
    কলমি শাক চাষের সঠিক ও সহজ পদ্ধতি | Water Spinach Cultivation Method in Bangla
    wb.gov.in 2022 Non-conventional and Renewable Energy Sources Department of West Bengal
    Home | About Us | Contact Us | Privacy Policy
    © 2022 Bangla Bhumi Media Group.

    Type above and press Enter to search. Press Esc to cancel.