অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত কিভাবে থাকবেন? 5টি সুরক্ষার টিপস

এখন State Bank of India আপনাকে Online Fraud-এর সুরক্ষা টিপস দিচ্ছে, যা আপনার টাকা সুরক্ষা রাখতে সাহায্য করবে। আপনার টাকা সুরক্ষার জন্য 5টি টিপস অনুসরণ করুন এবং আপনার টাকা সুরক্ষা রাখুন। আসুন জেনে নিন 5টি টিপস কি কি? 

পুরো দেশে Online Fraud অর্থাৎ অনলাইন জালিয়াতির মামলাগুলির সম্পর্কে সতর্ক করে চলেছে। দেশের বৃহত্তম সরকারী ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবারও গ্রাহকদের সতর্ক করার জন্য 5টি টিপস দিয়েছে।

SBI ব্যাঙ্ক একটি টুইটের মাধ্যমে জানিয়েছে যে কোনও গ্রাহকের পার্সোনাল অ্যাকাউন্ট ডিটেলস কারও সাথে শেয়ার করা উচিত নয়। ব্যাঙ্ক Online Fraud-এর বিরুদ্ধে গ্রাহকদের টিপস দিয়েছে। আসুন জেনে নিন আপনি কীভাবে আপনার অর্থ সুরক্ষা রাখবেন।

SBI Card : SBI-এর সোশ্যাল মিডিয়াতে SBI Card, ভিডিও, এবং GIF ইমেজের দ্বারা সুরক্ষার উপায় প্রদান করে, যার দ্বারা গ্রাহকরা তাদের ব্যাঙ্ক জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে টিপস পেতে পারেন।

SBI Card টুইটার হ্যান্ডেলে ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক করছেন। এই টুইটটিতে ব্যাঙ্ক একটি ভিডিও দিয়েছেন। এই ভিডিওটিতে বর্ণনা করা হয়েছে যে, আপনি কীভাবে অনলাইন জালিয়াতি এড়াতে পারবেন। আসুন জেনে নিন 5টি স্টেপ কী কী?

স্টেপ 1 : URL Addres চেক করুন ঃ 

SBI সোশ্যাল মিডিয়াতে ব্যাঙ্ক যে ভিডিওটি দিয়েছে, এই ভিডিওটিতে গ্রাহকদের জানানো হয়েছে যে  গ্রাহক যে কোণও ওয়েবসাইট লগইন করার সময় Address বারে সর্বদা লক আইকন এবং httpsটি চেক করে নেওয়া উচিত।

এছাড়া ফিশিং ইমেল বা এসএমএস এর ফাঁদে যাবেন না। httpsটির মানে এই যে, ব্যবহার করা ওয়েবসাইট সুরক্ষিত এবং এখানে লেনদেন সুরক্ষিত থাকবে।

স্টেপ 2 : সাসপেন্স লিঙ্ক -এ ক্লিক করবেন নাঃ 

SBI সোশ্যাল মিডিয়াতে ব্যাঙ্ক যে ভিডিওটি দিয়েছে , ভিডিওটির দ্বিতীয় ধাপে বলা হয়েছে যে জাল ওয়েবসাইটে রিডাইরেক্টের কারণে আপনার পার্সোনাল তথ্য চুরি হতে পারে। তাই কোনও সাসপেন্স ওয়েবসাইটের লিঙ্ক-এ ক্লিক করবেন না।

ইমেল বা এসএমএস এর মাধ্যমে আসা কোনও সাসপেন্স লিঙ্কে ক্লিক করবেন না। এতে আপনি জাল ওয়েবসাইটের চক্করে পড়তে পারেন। লটারি বা কোনো কম্পিটিশন এর মাধ্যমে আপনি কয়েক লক্ষ বা কোটি টাকা জিতেছেন, এই ধরণের SMS বা Email থেকে দূরে থাকবেন।

স্টেপ 3: লিঙ্ক যাচাই করুনঃ  

কোনও ইমেল, এসএমএস বা কোনও ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার আগে ভাল করে যাচাই করে নেবেন। বিনা যাচাই করে কোনও লিঙ্কে ক্লিক করবেন না। এতে আপনি বিপদে পড়তে পারেন।

SMS, Whatsapp বা অন্নান্য মাধ্যমে আসা লোভ দেখানো বা সহজেই টাকা কমানোর এই ধরণের কোনো লিংকে ক্লিক করবেন না। যে কোনো লিংক বর্তমান সময়ে খুবি ক্ষতিকারক তাই লিংকে ক্লিক করার আগে ভালো ভাবে যাচাই করা উচিত।

স্টেপ 4:  পার্সোনাল কার্ডের ডিটেলস কারও সাথে শেয়ার করবেন নাঃ 

SBI ব্যাঙ্ক ভিডিওটির  5 নম্বর ধাপে জানিয়েছে যে কোনও অজানা নাম্বার থেকে ফোন করে আপনাকে আপনার কার্ডের পার্সোনাল ডিটেল জিজ্ঞাসা করে তাহলে আপনি সতর্ক থাকবেন এটি আপনার সাথে জালিয়াতি হতে পারে।

তাছাড়া SBI ব্যাঙ্ক বলেছে যে কোনও ব্যাঙ্ক কর্মী কখনই ফোন করে ইমেল, CVV, OTP বা কোনও পিন নাম্বার বা কার্ডের নাম্বার এই জাতীয় কোনও তথ্য আপনার কাছে কখনই চায় না। শুধুমাত্র SBI নয় যে কোনো ব্যাঙ্ক এই ধরণের কোনো তথ্য জানতে চাই না। তাই এই ব্যাপারে আপনি সতর্ক হবেন।

স্টেপ 5: কোনও তথ্য শেয়ার করার আগে ভাল করে যাচাই করে নেবেনঃ 

আপনার লগইন করার ডিটেলটি কখনই ফোনে বা SMS এর মাধ্যমে কারও সাথে কখনই শেয়ার করবেন না। শেয়ার করার আগে আপনি কাকে পার্সোনাল তথ্য শেয়ার করছেন তা ক্রস-ভ্যারিফাই করে নেবেন। নিজের USER ID এবং PASSWORD কখনই শেয়ার করা উচিত নয়। এবং কম সে কম ১৮০ দিনের অন্তরে পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। অনেক ব্যাঙ্ক অটোমেটিক ১৮০দিনের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে বলে।

এইগুলির বিষয়ে যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনি জালিয়াতির হাত থকে এড়োতে পারবেন। এই টিপস গুলি মেনে চললে আপনি আপনার অর্থ সুরক্ষা রাখতে পারবেন।

আশা করি আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি আমাদের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং এই ধরণের আরো নতুন নতুন তথ্য পাবার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top