চুল সিল্কের মত মসৃন করার কার্যকর উপায়গুলি

সুন্দর ঝলমলে চুল কার না ভাল লাগে? আমরা সবাইই চাই রেশমের মত মসৃণ সুন্দর চুল হোক আমাদের। কিন্তু দূষন, ধুলা-বালি,অযত্ন ইত্যাদির জন্য দিনদিন আমাদের চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়, চুল হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রান।

এই নিষ্প্রাণ চুলে সিল্কিভাব আনা মোটেও সহজ নয়। আর এটা করলেও খুব বেশী সময় সিল্কিভাব ধরে রাখতে পারবেন না। এরজন্য প্রয়োজন নিয়মিত যত্ন। নিয়মিত চুলের পরিচর্যা করলেই পাবেন ঝলমলে, মসৃণ, সিল্কি চুল।

সুপ্রিয় পাঠক আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে সিল্কের মত মসৃণ চুল পাওয়ার কিছু কার্যকর উপায় নিয়ে। চলুন প্রিয় পাঠক দেরী না করে মূল আলোচনায় যাওয়া যাক।

চুল সিল্কের মত মসৃণ করার কার্যকর উপায়

১. চুলে নিয়মিত হট অয়েল দিন

চুলের রুক্ষতা,শুষ্কতা এবং চুলপড়া কমানোর কার্যকর উপায় হচ্ছে চুলে নিয়মিত তেল দেওয়া। চুলের যত্নে প্রতি সপ্তাহে তিনদিন চুলে হট অয়েল ম্যাসাজ করুন। ৫-১০ মিনিট চুলের গোড়ায় ভালভাবে তেল ম্যাসাজ করবেন। এটা চুলের শুষ্কভাব দূর করবে।

এরপর সকালে চুল আচড়ে নিয়ে শ্যাম্পু করুন। সাথে কন্ডিশনার ব্যবহার করুন। চুল সিল্কি লাগবে। নিয়মিত এটা করলে চুল দিনে দিনে সিল্কি হতে শুরু করবে।

২. মেহেদির হেয়ারপ্যাক

চুলের যত্নে মেহেদীর কোন তুলনা নেই। মেহেদী চুল কালো করে, মসৃণ ও সিল্কি করে। মেহেদী পাতা চুলায় জ্বাল দিয়ে ঘন হয়ে গেলে জলটা ছেকে নিন। এরপর এরসাথে টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন। এরপর চুলে লাগিয়ে ত্রিশমিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

শুকানোর পর সিরাম লাগান চুলে। দেখবেন চুল হয়ে উঠবে ঝলমলে ও সিল্কি। নিয়মিত ব্যবহারে সিল্কি চুল পেতে আর কোন সমস্যা থাকবেনা।

৩. পাকা কলার প্যাক

চুলের যত্নে পাকা কলা খুবই উপকারী। এটা চুলের রুক্ষতা দূর করে চুলকে সিল্কি ও মসৃণ করে তোলে। এই প্যাক তৈরির জন্য একটা বাটিতে একটি পাকা কলা, চার টেবিল চামচ মধু, তিন টেবিল চামচ টকদই নিয়ে মিশ্রণ তৈরি করুন। চুল ভালভাবে আচড়ে নিয়ে চুলে লাগান প্যাকটি। এরপর ত্রিশমিনিট রাখুন।

এরপর স্বাভাবিক জল দিয়ে শ্যাম্পু করে, কন্ডিশনার লাগান। চুল শুকানোর পর দেখবেন কত্ত ঝলমলে সিল্কের মত চুল হয়ে গেছে আপনার!

৪. লেবুর প্যাক

চুলের যত্নে লেবুর বিকল্প নেই। লেবু চুলকে খুশকিমুক্ত করে, চুল সিল্কি করে। লেবুর প্যাক তৈরি করতে একটি বাটিতে একটি পাতি লেবুর রস, টকদই ও নারকেল তেল মিশিয়ে নিন।

তারপর চুলে প্যাকটি লাগান। ত্রিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন চুল হবে সিল্কের মতই সুন্দর ও মসৃণ।

৫. ডিম ও লেবুর প্যাক

চুল সফট ও শাইনি করতে ডিমের জুড়ি নেই। এরজন্য আপনি একটি প্যাক তৈরি করতে পারেন। একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে তাতে তিন টেবিল চামচ কোকোনাট অয়েল, একটি পাতিলেবুর রস ও এক চামচ টকদই নিয়ে মিশ্রণ তৈরি করুন।

এরপর চুলে আধাঘন্টা লাগিয়ে রাখুন। তারপর স্বাভাবিক জল দিয়ে চুল ধুয়ে নিন। অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করবেন। এরপর চুল শুকানোর আগে সিরাম ব্যবহার করুন।

চুল হবে ঝলমলে সুন্দর, সিল্কের মতই। তবে এই প্যাকগুলি নিয়মিত ব্যবহার করতে হবে। হঠাৎ একদিন ব্যবহার করে আর করলেন না, তাহলে কিন্তু ভাল ফলাফল পাবেন না।

উপসংহার

মানুষের সৌন্দর্য অর্ধেক নির্ভর করে তার চুলের ওপরে। চুল সুন্দর হলে মানুষকে দেখতে আরও সুন্দর ও আত্নবিশ্বাসী দেখায়। চুলের নিয়মিত যত্ন নিলে চুল সুন্দর থাকবে, সফট ও সিল্কি হবে। কিন্তু আমরা নিয়মিত যত্ন নিতে আলসেমি করে চুলের ক্ষতি করে ফেলি।

যেকোনো জিনিস সুন্দর রাখার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত যত্ন নেওয়া। তাই চুলে তেল দিন, ভাল শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। আর উপরিউক্ত উপায়ে চুলের যত্ন নিন। অবশ্যই চুলে আসবে রেশমের মত উজ্জ্বলতা।  চুলের নিয়মিত পরিচর্যা কোন বিউটি ট্রিটমেন্ট ও রিবন্ডিং ছাড়াই আপনাকে সিল্কের মত ঝলমলে চুল উপহার দেবে।

আশা করি সিল্কের মত ঝলমলে চুল পেতে পোস্টটি আপনার উপকারে আসবে। এ বিষয়ে কোন মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই তথ্য জানিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top