হুগলি বাংলার বাড়ির লিস্ট 2025 – Hooghly Banglar Bari List 2025

ADVERTISEMENT

Hooghly Provisional list of Banglar Bari 2025: পশ্চিমবঙ্গের হুগলি জেলার নতুন বাংলার বাড়ির লিস্ট (Banglar Bari List 2025) অনলাইনে প্রকাশিত করা হয়েছে এই লিস্টের মধ্যে আবেদনকারী নিজেদের নাম সহজেই যাচাই করতে পারে এবং এই লিস্ট ডাউনলোড করে প্রিন্ট করতে পারে। এই লিস্টে যেই সকল পরিবারের নাম রয়েছে তারা বাড়ি তৈরির জন্য সরকারি সহযোগিতা পাবে ও নিজের বাড়ি তৈরি করতে পারবে।

চলুন জেনে নিন হুগলি জেলার বাংলার বাড়ির লিস্ট কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই চেক করতে পারবেন সম্পুরন পদ্ধতি জেনে নিন।

হুগলি জেলার নতুন বাংলার বাড়ির লিস্ট 2025

ধাপ ১. সবার প্রথমে (Hooghly Rural Housing Scheme List 2025) হুগলি বাংলার বাড়ির সরকারি ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের মধ্যে নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে। এই লিস্টে গ্রামীণ আবাস যোজনার অধীনে যোগ্য, অযোগ্য, নিষ্ক্রিয় সুবিধাভোগীদের নাম যোগ দেওয়া হয়েছে। হুগলি জেলার ওয়েবসাইটে নোটিসের পেজে এই লিস্ট ঘোষণা করা হয়েছে এই পেজেই লিস্ট পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন।

হুগলি বাংলার বাড়ির লিস্ট - Hooghly Banglar Bari List
হুগলি বাংলার বাড়ির লিস্ট 2025 – Hooghly Banglar Bari List 2025

https://hooghly.nic.in/gp-wise-provisional-list-of-banglar-bari

ধাপ ২. ওয়েবসাইটের নোটিস পেজে যাওয়ার পর এখানে “Provisional list of Banglar Bari Scheme of Hooghly District Eligible, Ineligible, Inactive beneficiaries under Rural Housing Scheme.” নামের ফাইল লিংক দেখা যাবে এই লিংকে ক্লিক করতে হবে। এখানে তিন প্রকারের আলাদা আলাদা লিস্ট আছে যোগ্য, অযোগ্য ও নিষ্ক্রিয় এই তিনটি লিস্টে মধ্যে যে কোন লিস্টে আবেদনকারীর নাম থাকতে পারে।

Hooghly Banglar Bari List Download
Hooghly Banglar Bari List 2025 Download

ধাপ ৩. এখান থেকেই হুগলি জেলার নতুন বাংলার বাড়ির লিস্ট (Hooghly Banglar Bari Provisional list 2025) দেখতে পাওয়া যাবে এবং PDF ফাইলে ডাউনলোড করা যাবে। আবেদনকারী নিজের নামের অনুসারে যে কোন পেজ প্রিন্ট করে নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top