গোবর্ধন পূজা 2022 তারিখ ও সময় | Govardhan Puja 2022 Date & Muhurat

গোবর্ধন পূজা 2022 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। কবে পড়েছে এবছরের গোবর্ধন পূজা? গোবর্ধন পূজা পুজার শুভ সময় কখন? জানুন গোবর্ধন পুজো মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য।

Govardhan Puja 2022: গোবর্ধন পাহাড় শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত হিন্দু ধর্ম মতে একটি অনন্য অবস্থান। বৃজ নামক  যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন গোবর্ধন দাস নামে পরিচিত।

গোবর্ধন পূজা তারিখ ও সময় | Govardhan Puja Date & Muhurat
গোবর্ধন পূজা 2022 তারিখ ও সময় | Govardhan Puja 2022 Date & Muhurat

পবিত্র কেন্দ্র হওয়ায় এটি কৃষ্ণের প্রাকৃতিক রূপ হিসেবে চিহ্নিত হয়ে আছে। তাদের সৌর তাৎপর্য আছে এবং পূজায় তাদের ব্যবহার ভারতের হিন্দু আমলের পূর্বাভাস দেয়।

এই বছর গোবর্ধন পূজা 2022 কবে?

Govardhan Puja
26 October 2022
(Wednesday)

Pratipada Muhurat Start
4:10 PM on 25 October 2022
Pratipada Muhurat End
2:40 PM on 26 October 2022

 

গোবর্ধন পূজা
26 অক্টোবর 2022
(বুধবার)

প্রতিপদ মুহুর্ত শুরু
25 অক্টোবর 2022 বিকাল 4:10 টা
প্রতিপদ মুহুর্ত শেষ
26 অক্টোবর 2022 দুপুর 2:40 টা

 

গোবর্ধন পূজার তাৎপর্য:

কৃষ্ণ যখন জানতে পারে যে ইন্দ্র কে খুশি করার জন্য উৎসব করা হচ্ছে। তখন কৃষ্ণ প্রশ্ন করতে থাকেন এটি কী বেদে আছে, নাকি এটি কেবল এক ঐতিহ্য যা তোমরা পালন করো। তখন নন্দ মহারাজ সাধারণ ভাষায় বলেন যে, আমরা ভালো বৃষ্টিপাতের উপর খুব নির্ভরশীল। কেননা বৃষ্টিপাত হিসেবে তারা শস্য উৎপাদন ও রক্ষার সেবায় যুক্ত ছিল।

তাই তিনি বললেন আমাদেরকে এই বৃষ্টি দানের জন্য আমরা ইন্দ্রের নিকট অনেক কৃতজ্ঞ। কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে রাগান্বিত করতে চাইলেন। তাই তিনি কর্ম মীমাংসা দর্শন সম্পর্কে বলতে শুরু করলেন এবং ভাল কর্মের জন্য দেবতারা আশীর্বাদ প্রদান করে বলে জানালেন।

সুতরাং যে ব্যাপারটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো নিজের বর্ণাশ্রম অনুসারে নিজের কর্ম করা এবং দেবতারা তাদেরকে তখন আশীর্বাদ প্রদান করতে হয়, এমন নয় যে তারা কোন স্বতন্ত্র কর্তৃপক্ষ। এটি দেবরাজ ইন্দ্র কে খুবই রাগিয়ে তোলে। কিন্তু কৃষ্ণ এতটাই উৎসাহী ছিলেন যে, তিনি বললেন যে এই সকল শস্য, ফসল, ব্যঞ্জন রান্না ও নিবেদন করে আমাদের উচিত গোবর্ধনের পুজো করা।

গোবর্ধন পূজার ইতিহাস:

মথুরা-বৃন্দাবন সহ দেশের বিভিন্ন অংশে দীপাবলীর উৎসবের অঙ্গ হিসেবে পালিত হয় গোবর্ধন পূজা। হিন্দু পুরাণ অনুযায়ী দীপাবলীর পরের দিন গিরি গোবর্ধন কে আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ।

এই ঘটনা ভক্তের বিপদে ভগবান কিভাবে এগিয়ে আসেন তার উদাহরণ বলে মনে করা হয়। কাহিনী অনুযায়ী ভালো বৃষ্টি হয়, যাতে ভালো ফলন হয় তার জন্য দেবরাজ ইন্দ্রের পুজো করতেন বৃন্দাবন বাসী। বৃন্দাবন বাসীকে এত খরচ করা পছন্দ করেননি শ্রীকৃষ্ণ।

তিনি সেই খাবার ইন্দ্রকে না দিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের খাওয়াতে বলেন। বৃন্দাবনবাসী ইন্দ্রের পুজো বন্ধ করে দিলে তিনি রেগে গিয়ে বৃন্দাবনে প্রবল বৃষ্টিপাত শুরু করেন। বৃষ্টিতে বৃন্দাবন ভেসে যেতে বসলে শ্রীকৃষ্ণ এই বিপদ থেকে তাদের বাঁচাতে এগিয়ে আসেন।

বিন্দাবনের গোবর্ধন পাহাড় নিজের হাতের কড়ে আঙুলের ডগায় অনায়াসে তুলে ফেলেন শ্রীকৃষ্ণ। তার নীচে আশ্রয় নেন বৃন্দাবনের সকল মানুষ ও গবাদি পশু। সেই থেকে দীপাবলীর পরের দিন গোবর্ধন পূজা হয়ে থাকে। গো-মাতার পূজাও করে থাকেন অনেকে।

গোবর্ধন পূজা 2023: ইতিহাস ও তাৎপর্য | Govardhan Puja 2023: History and Significance

এই বছরের কবে গোবর্ধন পূজা? জেনে নিন কেনাকাটার পাশাপাশি পূজার শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও গোবর্ধন পূজা পুজার তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top