গীতা জয়ন্তী 2023 তারিখ ও সময় | Gita Jayanti 2023 Date & Muhurat

গীতা জয়ন্তী 2023 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। কবে পড়েছে এবছরের গীতা জয়ন্তী 2023? গীতা জয়ন্তীর শুভ সময় কখন? জানুন 2023 গীতা জয়ন্তীর মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। এই বছরের কবে গীতা জয়ন্তী? জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও গীতা জয়ন্তীর তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।

গীতা জয়ন্তী তারিখ ও সময় | Gita Jayanti Date & Muhurat
গীতা জয়ন্তী 2023 তারিখ ও সময় | Gita Jayanti 2023 Date & Muhurat

গীতা জয়ন্তী 2023 (Gita Jayanti 2023): হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গীতা হলো একটি বিশেষ পৌরাণিক ধর্ম গ্রন্থ, যা কিনা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, এমনটাই শক্তি রয়েছে গীতার মধ্যে। যেটি অনেকেই শ্রীমদ্ভগবত গীতা হিসাবেই চেনেন। ডিসেম্বর মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়।

এই বছর গীতা জয়ন্তী 2023 কবে?

Gita Jayanti
23 December 2023
(Saturday)

Ekadashi Muhurat Start
8:10 AM on 22 December 2023
Ekadashi Muhurat End
7:05 AM on 23 December 2023

বাংলায় তারিখ

গীতা জয়ন্তী
২৩ ডিসেম্বর ২০২৩
(শনিবার)

একাদশী মুহূর্ত শুরু
২২ ডিসেম্বর ২০২৩, সকাল ৮ঃ১০ টায়
একাদশী মুহূর্ত শেষ
২৩ ডিসেম্বর ২০২৩, সকাল ৭ঃ০৫ টায়

 

গীতা জয়ন্তীর পবিত্র দিনে গীতা পাঠ করা এবং শোনা খুবই শুভ, তাই এই দিনে মোক্ষদা একাদশীও পড়ে, আর সেই কারণে এই দিনের উপবাস রাখার গুরুত্ব অনেকখানি বেড়ে যায়। এই দিনে ভগবান কৃষ্ণের উপাসনা করলে তাকে সন্তুষ্ট করা এবং আপনার জন্য খুবই ফলদায়ক হতে পারে।

2023 শুভ গীতা জয়ন্তী শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

গীতা জয়ন্তী এর ইতিহাস 2023:

আজ থেকে পাঁচ হাজার (৫০০০) বছরেরও আগে এই তিথিতেই কুরুক্ষেত্রের যুদ্ধ ক্ষেত্রে কৃষ্ণ ভগবত গীতা আকারে ভক্তিমূলক সেবার গোপনীয় জ্ঞান তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন।

মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী উৎসব। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে খ্রিষ্টপূর্ব ৩১৩৮ অব্দে কুরুক্ষেত্রে ১৮ দিন ধরে যুদ্ধ চলে ছিল, যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল পান্ডব ও কৌরব শিবিরের মধ্যে। ধর্মের জয় এবং অধর্মের বিনাশের লক্ষ্য নিয়ে হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধটি। সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি।

কাহিনী অনুসারে জানা যায় যে, এই যুদ্ধ শেষ হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে জীবনের আসল বাণী প্রদান করেন। যা বর্ণিত আছে শ্রীমদ্ভগবত গীতায়। গীতার মোট (১৮) আঠারো টি অধ্যায় আছে। যার সারমর্ম একজন ব্যক্তির সমস্ত জীবনের ব্যাখ্যা করে। আর সেই দিনটি ছিল শুক্ল পক্ষের একাদশী তিথি।

আর সেই থেকে প্রতিবছর শুক্ল পক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালন করা হয়। সমস্ত জায়গায় ধর্মগ্রন্থ গীতা পাঠ করা হয়, গীতা জয়ন্তী উপলক্ষে বৈষ্ণব ভক্তগণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। অনেক মন্দিরে এই দিন উপলক্ষে হোম, যজ্ঞ করা হয়।

গীতা জয়ন্তী 2023: ইতিহাস ও তাৎপর্য | Gita Jayanti 2023: History and Significance

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top