Banglar Bhumi – WB Land Record & Government Schemes in BanglaBanglar Bhumi – WB Land Record & Government Schemes in Bangla
    • খতিয়ান ও দাগের তথ্য
    • আজকের লটারি সংবাদ
    • স্কুলের বই ডাউনলোড
    • টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
    চেন্নাইয়ের ৯ টি সেরা হাসপাতালের নাম জেনে রাখুন
    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব খাবার – Immunity Booster Foods in Bangla
    মসুর ডাল চাষের সঠিক ও সহজ পদ্ধতি | Lentil Cultivation Method in Bangla
    wbcdwdsw.gov.in 2022 Women and Child Development and Social Welfare Department of West Bengal
    2022 FAEA Scholarship পাওয়ার যোগ্যতা, আবেদন ও রেজিস্ট্রেশান
    2022 LED লাইট তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে? | 2022 LED Light Manufacturing Business Idea in Bengali
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    2 July 2022, Saturday 8:07 AM
    Banglar Bhumi – WB Land Record & Government Schemes in BanglaBanglar Bhumi – WB Land Record & Government Schemes in Bangla
    খতিয়ান ও দাগের তথ্য লটারি সংবাদ
    • হোম
    • জমির তথ্য
    • ব্যবসার আইডিয়া
    • আইনি পরামর্শ
      • সম্পত্তি আইন
      • নাগরিক আইন
      • পারিবারিক আইন
      • বিবাহবিচ্ছেদ আইন
      • ব্যাংকিং আইন
      • ট্যাক্স আইন
      • ট্রাফিক আইন
    • প্রকল্প
    • লোন
      • পার্সোনাল লোন
      • হোম লোন
      • বিজনেস লোন
      • যানবাহন লোন
      • শিক্ষা লোন
      • গোল্ড লোন
      • সম্পত্তির বিনিময়ে লোন
    • স্বাস্থ্য
    • লাইফস্টাইল
    • আপনার টাকা
    • প্রযুক্তি
    Banglar Bhumi – WB Land Record & Government Schemes in BanglaBanglar Bhumi – WB Land Record & Government Schemes in Bangla
    জমির রেকর্ড
    Business Ideas

    2022 গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা শুরু করবেন কিভাবে | 2022 Gas Agency Dealership Business Idea in Bengali

    Sushmita HalderBy Sushmita Halder6 Mins Read

    Gas Agency Dealership Business Idea 2022 (গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা 2022): How to Start Gas Agency Dealership Business in India | Gas Agency Dealership Business Idea in Bengali | Gas Agency Dealership Business Plan 2022 in Bengali.

    Gas Agency Dealership Business Idea in Bengali 2022: ভারতে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা চাকরি অথবা যে কোন জব করছেন। কিন্তু সেই কাজে কোনরকম সন্তুষ্টি কিন্তু পাচ্ছেন না। আবার অনেকেই নিজের একটি ব্যবসা তৈরি করার জন্য পরিকল্পনা করতে থাকেন। যেখানে নিজের একটা ব্যবসা হবে এবং সেই ব্যবসা থেকে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন।

    যারা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা সব সময় এমন কিছু ব্যবসার কথা খোঁজ করে থাকেন, যেখানে খুব সহজেই লাভ পাওয়া যায় এবং সেই ব্যবসার চাহিদা যেনো প্রচুর হয়। সে ক্ষেত্রে এলপিজি গ্যাস এজেন্সি ডিলারশিপ (LPG Gas Agency Dealership Business) নিতে পারেন।

    Gas Agency Dealership Business in Bengali
    Gas Agency Dealership Business in Bengali

    আপনি ঠিকই শুনছেন, এটা এমন একটি ব্যবসা, যার চাহিদা প্রতিদিনই বাড়তেই আছে বলতে পারেন। এমন কোন সময় আসবে না যখন এই গ্যাসের চাহিদা কমে যাবে অথবা এর প্রয়োজন থাকবে না। তাছাড়া এই ব্যবসা হাজার নয়, লাখ নয়, একেবারে কোটি টাকা লাভ করার জন্য যথেষ্ট।

    সুচিপত্র

    • ভারতে অবস্থিত এলপিজি গ্যাস কোম্পানি গুলি:
    • এলপিজি গ্যাস এজেন্সি কিভাবে নেবেন:
    • এলপিজি গ্যাস এর এজেন্সি নিতে গেলে যোগ্যতা:
    • এলপিজি গ্যাস এর এজেন্সি নিতে গেলে অনলাইনে আবেদন করবেন কিভাবে:
    • এলপিজি গ্যাসের এজেন্সি নিতে গেলে কত টাকার প্রয়োজন:
    • এলপিজি গ্যাস এজেন্সি তে সিকিউরিটি ডিপোজিট:
    • এলপিজি গ্যাস এজেন্সি নেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
    • Gas Dealership Application Online

    ভারতে অবস্থিত এলপিজি গ্যাস কোম্পানি গুলি:

    ভারতে এমন কিছু নামী কোম্পানি আছে যে কোম্পানিগুলি এলপিজি গ্যাস এজেন্সি ডিলারশিপ দেওয়ার কাজ করে থাকে এই ডিলারশিপ নেওয়ার পর আপনি লাভ থেকে কোটি টাকা ইনকাম করতে পারবেন, সেই কোম্পানি গুলি হল:

    ১) এইচ পি গ্যাস (HP Gas)

    ২) ইন্ডেন গ্যাস (Indane Gas) ও

    ৩) ভারত গ্যাস (Bharat Gas) কোম্পানি ইত্যাদি।

    • গোবর গ্যাস প্লান্ট ব্যবসা শুরু করে দারুন ইনকাম করুন, জানুন করবেন কিভাবে?

    • মাটির থালা বাসন তৈরির ব্যবসা শুরু করে অনলাইন বা অফলাইনে রোজগার করুন

    • হোম ডেলিভারি ব্যবসা শুরু করে লাখ টাকা পর্যন্ত উপার্জন করুন

    • প্যাকেট করা ডাবের জল ব্যবসার আইডিয়া, একদম নতুন ব্যাবসা

    • ব্লাকবোর্ডের চক বানানোর ব্যবসা শুরু করুন, বাড়িতে বসেই ইনকামের ব্যাবসা

    • পেপার গ্লাস তৈরির ব্যবসা শুরু করে, দারুন ইনকাম করুন

    • ধুপকাঠি তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন? কি কি করতে হবে? কত লাভ হবে?

    এলপিজি গ্যাস এজেন্সি কিভাবে নেবেন:

    ভারতে গ্যাস এজেন্সি ডিলারশিপ নেওয়াটা কোন বড় বিষয় নয়, তবে এই ডিলারশিপ নিতে গেলে একটা বড় অঙ্কের টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তারপরেই আপনি এই এজেন্সি নিয়ে ব্যবসা করতে পারবেন, এবং অনেক লাভবান হতে পারবেন।

    তাছাড়া অনেক কঠিন সমস্যার মধ্যে দিয়েও আপনাকে যেতে হতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যবসাটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভবিষ্যতে চালিয়ে রাখার জন্য নিজেকে আরো বেশি উদ্যমী হতে হবে।

    তাছাড়া যে কোন গ্যাস এজেন্সি কোম্পানি আপনাকে এই ডিলারশিপ দিতে পারে নতুন করে ব্যবসা শুরু করার জন্য, কিন্তু তার আগে নিজেদের কোম্পানির প্রচার করে থাকে, তারা নিজেদের ব্যবসার অফিশিয়াল ওয়েবসাইট অথবা খবরের কাগজের মাধ্যমে মানুষের মধ্যে এই ব্যবসা সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌঁছানোর কাজ করে থাকে।

    এলপিজি গ্যাস এর এজেন্সি নিতে গেলে যোগ্যতা:

    #১) ভারতের বসবাসকারী যে কোন ব্যক্তি এই গ্যাস এজেন্সি ডিলারশিপ নিতে পারেন।

    #২) গ্যাস এজেন্সি ডিলারশিপ এর জন্য আবেদনের ক্ষেত্রে কম করে মাধ্যমিক পাস সার্টিফিকেট আপনার কাছে হওয়াটা জরুরী।

    #৩) পুরুষ অথবা মহিলা যে কেউ এই এজেন্সির জন্য আবেদন করতে পারেন।

    #৪) গ্যাস এজেন্সি ডিলারশিপ এর জন্য আবেদনের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে ২১ বছর থেকে ৬০ বছর পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে।

    #৫) তাছাড়া যে ব্যক্তি এই এজেন্সির জন্য আবেদন করবেন, তার উপর যেন কোন কেস অথবা ক্রিমিনাল রেকর্ড না থাকে।

    #৬) যে ব্যক্তি এই ব্যবসার জন্য আবেদন করবেন সেই ব্যক্তির পরিবারের অন্য কোন সদস্য কোন রকম অয়েল কোম্পানিতে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করা যাবে না।

    #৭) আবেদনকারীর কাছে গ্যাস সিলিন্ডার রাখার জন্য গুদামঘর এর ব্যবস্থা করাটা অবশ্যই জরুরি। অথবা গুদামঘর করার জন্য জায়গা থাকা প্রয়োজন।

    এলপিজি গ্যাস এর এজেন্সি নিতে গেলে অনলাইনে আবেদন করবেন কিভাবে:

    এলপিজি গ্যাসের এজেন্সি নেওয়ার আগে আপনাকে নির্বাচন করতে হবে ভারতের তিনটি বড় গ্যাস কোম্পানির মধ্যে আপনি কোন কোম্পানির ডিলারশিপ নিতে চান। প্রত্যেকটি কোম্পানি থেকে ডিলারশিপ দেওয়ার জন্য বিজ্ঞাপন দেয়া হয়ে থাকে।

    তার মাধ্যমে আপনি ওই কোম্পানির অফিসার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন গ্যাস কোম্পানি আপনাকে কত টাকায় ডিলারশিপ দিতে পারে। তারপর আপনি এই পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে পারেন:-

    ১) অনলাইনে আবেদন করার জন্য আপনি যে কোম্পানিটি নির্বাচন করেছেন সেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

    ২) আপনার ইমেইল আইডি অথবা মোবাইল নম্বরের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটে রেজিস্টার করে নিতে পারবেন।

    ৩) তারপর আপনার রেজিস্টার নাম্বার আর ইমেইল আইডি তে একটি ওটিপি পাঠাবে। যেটা দিয়ে আপনি আপনার নাম্বার এবং মেইল আইডি ভেরিফাই করতে পারবেন।

    ৪) ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার একটি একাউন্ট ওই ওয়েবসাইটে তৈরি হয়ে যাবে। যেখানে এজেন্সি নেওয়ার জন্য অনলাইন আবেদন পত্র পেয়ে যাবেন। অথবা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন।

    ৫) আবেদন করার সময় এখানে কিছু টাকা আপনাকে দিতে হতে পারে। যেটা ওখানে দেওয়া লিংকের মাধ্যমেও করতে পারেন।

    এলপিজি গ্যাসের এজেন্সি নিতে গেলে কত টাকার প্রয়োজন:

    আবেদন করতে গেলে ওই সময় কিছু টাকা আপনাকে দিতে হতে পারে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে আবেদন করার পর আপনার আবেদন পত্র এক্সেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে সেক্ষেত্রে আপনার সেই টাকাটা কিন্তু ফেরত নাও পেতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক আপনি গ্যাস এজেন্সি নেওয়ার জন্য আবেদন করতে গেলে কত টাকা আপনাকে দিতে হতে পারে।

    #১) যদি শহরাঞ্চলের কথা বলা হয়, সে ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরি মানুষের জন্য আবেদনের সময় ১০,০০০ টাকা দিতে হতে পারে।

    #২) আবার যদি আবেদনকারী ওবিসি ক্যাটাগরিতে হয় সেক্ষেত্রে ৫০০০ টাকা দিতে হতে পারে।

    #৩) আবার কোনো ব্যাক্তি যদি এসসি এসটি হয়ে থাকে সে ক্ষেত্রে ৩০০০ টাকা আবেদনের সময় দিতে হতে পারে।

    #৪) আবার যদি গ্রামাঞ্চলের কথা বলা হয় সে ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির ব্যাক্তিদের ৮০০০ টাকা, ওবিসি ক্যাটাগরিতে ৪ হাজার টাকা এবং এসসি, এসটি ক্যাটাগরিতে  ২৫০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে আবেদনের সময়।

    এলপিজি গ্যাস এজেন্সি তে সিকিউরিটি ডিপোজিট:

    যদি আবেদনকারী ব্যক্তির আবেদনপত্র এক্সেপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওই ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে। কাগজপত্র এর সাথে সিকিউরিটি ডিপোজিট করতে হয়।

    সেক্ষেত্রে যেকোনো পরিস্থিতিতে আপনার  টাকা ফেরত আসবে না। শহরাঞ্চলে ডিলারশিপ নেওয়ার জন্য ৫ লাখ টাকা জমা করতে হয়। আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে ৪ লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয়।

    • Bangla Awas Yojana New List 2022-23 | বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2022-23

    • কেন্দ্র সরকারের অপারেশন গ্রিনস যোজনা 2022 সুবিধা ও লাভ | 2022 PM Operation Greens Scheme Benefits

    • বিবাহিত মেয়েদের বাবার সম্পত্তিতে কতটা অধিকার রয়েছে?

    • Legal Procedures of Divorce in India | ভারতে ডিভোর্সের আইনি পদ্ধতি

    • ডায়াবেটিস প্রতিরোধের সেরা কিছু উপায়

    • Bishnupur Travel Guide in Bengali | টেরাকোটার শহর বিষ্ণুপুর ভ্রমণ গাইড

    এলপিজি গ্যাস এজেন্সি নেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

    ১) গ্যাস এজেন্সি থেকে ডিলারশিপ নেওয়ার জন্য আপনার কাছে কমপক্ষে ১৭ লাখ টাকা থাকা প্রয়োজন।

    ২) আবেদনপত্র যখন আপনি পূরণ করবেন সেই সময় আবেদনপত্রটি খুব ভাল করে পড়ে নেবেন। যেখানে আপনার কোন বিষয় দিতে ভুলে গেছেন অথবা ভুল দিয়েছেন কিনা সেটাও একবার খতিয়ে দেখবেন।

    ৩) যদি আপনি একটি রাজ্য থেকে বিভিন্ন জায়গায় ডিলারশিপ এর জন্য আবেদন করে থাকেন অথবা করতে চান তো আপনি এরকম করতে পারেন। তাছাড়া খেয়াল রাখবেন সব জায়গার জন্য আলাদা আলাদা পেমেন্ট করতে হবে আপনাকে।

    ৪) আপনি চাইলে অনলাইন ফর্ম পুরন করার পর ওটাকে সংরক্ষণ করে রাখতে পারেন কিন্তু আবেদনপত্রটি শেষ তারিখের আগে অবশ্যই জমা করে দিতে হবে।

    ৫) ওই আবেদনপত্র তে আপনার ছবি এবং সিগনেচার অথবা সই ও করতে হবে সেক্ষেত্রে ছবি ও সিগনেচার স্ক্যান করে এখানে লাগাতে হবে।

    গ্যাস এজেন্সি খুলে আপনি সারাবছর একটা ভালো রকম আয় করতে পারবেন, কেননা এটি এমন একটি ব্যবসা, না কোনদিন বন্ধ হয়ে যাবে, না কোন দিন শেষ হয়ে যাবে, না এর প্রয়োজনীয়তা ফুরিয়ে আসবে। এই ব্যবসাতে লোকসানের কোনো রকম ভয় নেই। কিন্তু এই ব্যবসার রক্ষণাবেক্ষণ এবং দেখভাল টা বেশ ভালোভবেই রাখতে হয়।

    Gas Dealership Application Online

    HP Gas Dealership Application Online Click here
    Indane Gas Dealership Application Online Click here
    Bharat Gas Dealership Application Online Click here
    Home Click here

    [democracy id=”10″]

    Related Posts

    মেডিকেল স্টোর খুলে মেডিসিনের ব্যবসা করুন দারুন ইনকাম

    2022 মেডিকেল স্টোর খুলে মেডিসিনের ব্যবসা করুন দারুন ইনকাম

    আখের রস বিক্রির ব্যবসা করার পদ্ধতি - Sugarcane Juice Making Business Idea

    2022 আখের রস বিক্রির ব্যবসা শুরু করবেন কিভাবে? | 2022 Sugarcane Juice Making Business Idea in Bengali

    কর্পূর তৈরির ব্যবসা - Camphor Making Business Idea in Bengali

    2022 কর্পূর তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে | 2022 Camphor Making Business Idea in Bengali

    Add A Comment

    Leave A Reply Cancel Reply

    pmaymis.gov.in – PM Awaas Yojana 2022 New List & Application
    ব্রোকলি চাষের সঠিক ও সরল পদ্ধতি | Broccoli Cultivation Method in Bangla
    খাবারে স্বাদ বদল করতে চাইলে, বাড়িতেই চাষ করুন বিভিন্ন রকমের হার্বস
    প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট 2022 (নতুন) | Pradhan Mantri Awas Yojana List 2022
    মসুর ডাল চাষের সঠিক ও সহজ পদ্ধতি | Lentil Cultivation Method in Bangla
    জাম চাষের সঠিক ও সহজ পদ্ধতি – Java Plum Palm Cultivation Method in Bangla
    Home | About Us | Contact Us | Privacy Policy
    © 2022 Bangla Bhumi Media Group.

    Type above and press Enter to search. Press Esc to cancel.