2023 ওল কচু চাষের সরল পদ্ধতি | 2023 Elephant Foot Yam Cultivation Method in Bangla

মাটির নিচে জন্মানো একটি সবজি হলো ওল কচু। এতে প্রচুর ভিটামিন রয়েছে। পুষ্টিগুণে ভরপুর এই সবজি টি তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয়ে থাকে।

Elephant Foot Yam Cultivation Method in Bangla
Elephant Foot Yam Cultivation Method in Bangla

আজ আমরা আপনাদের সাথে ওল কচু চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। এতে করে আপনারা সহজেই ওল কচু চাষের বিস্তারিত জানতে পারবেন। চলুন দেখে নিন ওল কচু চাষের পদ্ধতি বিস্তারিতঃ

 

জলবায়ু ও মাটিঃ

ওল কচু চাষে দোআঁশ, বেলে দোআঁশ , এটেল দোআঁশ ইত্যাদি মাটি নির্বাচন করতে হবে। মাটিতে জল নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে।

জমিতে ছায়া থাকা যাবে না। ছায়ায় এ সবজি ভালো হয় না।

গাছের ভালো বৃদ্ধির জন্য ২৫-৩৫ ডিগ্রী সে তাপমাত্রা হলে খুব ভালো হয় এবং বার্ষিক বৃষ্টিপাত ১০০-১৫০ সেমি হওয়া ভালো।

 

রোপনের সময়ঃ

ওল কচুর চারা রোপনের উপযুক্ত সময় হলো মাঘ মাসের মাঝামাঝি সময় থেকে ফাল্গুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।

তবে চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসে মাঝামাঝি তে ও লাগানো যায়। কিন্তু এর পরে রোপন করলে ফলন আর ভালো হয় না।

 

জমি তৈরি ও চারা রোপনঃ

জমি তৈরি করার জন্য জমি চাষ ও মই দিয়ে নিতে হবে। মাটি ঝুরঝুরা করে নিতে হবে। জমি আগাছা মুক্ত করে নিতে হবে। গোড়ার চার পাশে মাটি চেপে দিতে হবে।

চারা রোপন করার সময় একটু বড় জাতের বাছাই করা উচিত। জাত বড় হলে ফলন ভালো হয়। ৪০০-৮০০ গ্রামের বেছন বাছাই করা উচিত।

বেছন যদি ছোট হয় তাহলে ৪০-৫০ সেমি দূরত্বে রোপন করতে হবে আর যদি মাঝারি হয় তাহলে ৭০-৮০ সেমি দূরত্বে রোপন করতে হবে।

যদি বেছন বড় আকৃতির হয় তবে ১-১.৫ মিটার দূরত্বে রোপন করতে হবে।

 

বীজ বপনের পদ্ধতিঃ

ওলের বীজ কিছুদিন রোদে দিয়ে গরম করে নিলে অঙ্কুরোদগম ভালো হয়। বীজ বপন করার আগে বীজ শোধন করে নেওয়া উচিত।

ওলের মুখী রোপন করার জন্য সারি তৈরি করতে হবে। লাঙল দিয়ে সারি তৈরি করে তারপর বীজ বপন করতে হবে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী।

বীজের আকার থেকে গর্তের আকার বড় হতে হবে।

 

সার প্রয়োগঃ

ভালো ফলন পেতে হলে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে জমিতে। জমিতে চারা গজানোর ২০-২৫ দিন প্রতি শতকে গোবর সার ০-৫ কেজি, ইউরিয়া ০.৩ কেজি, টিএসপি ১.২ কেজি মাটির সাথে মিশিয়ে দিতে হবে।

গর্তের সংখ্যার উপর নির্ভর করে কি পরিমান সার দিতে হবে।

প্রতি একরে ইউরিয়া দিতে হবে ৩০ কেজি, টিএসপি দিতে হবে ১২০ কেজি, এমওপি দিতে হবে ৫০ কেজি। মাটির সাথে ভালো ভাবে সার মিশিয়ে মাটি দিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। প্রয়োজনে জল সেচ দিতে হবে।

গোবর ও ইউরিয়া সার ছাড়া বাকি সব সারের অর্ধেক সার জমি তৈরি করার সময় জমিতে প্রয়োগ করতে হবে।

বাকি টুকু দিতে হবে গর্তে , যেখানে বীজ বপন করা হবে। ইউরিয়া সার দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে।

প্রথম কিস্তি হলো বীজ রোপন করার ৮০-৮৫ দিন পর এবং দ্বিতীয় কিস্তি হলো ১১০-১১৫ দিন পর।

Elephant Foot Yam Cultivation Method
Elephant Foot Yam Cultivation Method

সেচ ও জল নিষ্কাশনঃ

জমিতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করতে হবে। সেচ দিলে ফসল ভালো হবে। জমিতে জো আসলে সেচ দিতে হবে।

বীজ লাগানোর পর যদি বৃষ্টি না হয় তাহলে জমিতে সেচ দিতে হবে। জমিতে যেন জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

সারির পাশে নালা তৈরি করে দিতে হবে যেন অতিরিক্ত জল বের হয়ে যায়।

 

আগাছা ও নিড়ানিঃ

জমিতে ঠিকমত আগাছা দমন করতে হবে। আগাছা ফসলের বৃদ্ধি বাধা গ্রস্থ করে। চারা গজানোর পর নিয়মিত জমিতে আগাছা দমন করতে হবে।

বিভিন্ন ধরনের আচ্ছাদন যেমন ধান, গমের খড় বা কচুরিপানা দিয়ে যদি জমিতে মালচ দেয়া যায় তাহলে আগাছা দমন ভালো হয় এবং ফসলের ফলন ভালো হয়।

রোগ দমন ও বালাই ব্যবস্থাপনাঃ

ওল কচু চাষে তেমন কোনো প্রকার রোগ দেখা যায় না। তবে এতে পাতা ও কান্ড পচা রোগ দেখা দিতে পারে। এর জন্য ডায়থেন এম ৪৫ ছত্রাকনাশকটি প্রয়োগ করা যেতে পারে।

গাছের গোড়া পচন রোগ ফসলের ক্ষতি করে । এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীজ শোধন করে নিতে হবে।

বীজ শোধন করার জন্য কার্বেন্ডাজিব প্রয়োগ করতে হবে। কলার রট নামক আরেকটি রোগ দেখা যায় ওল কচু জমিতে।

কলার রট নামক রোগ আক্রমন করলে আক্রান্ত গাছ সরিয়ে ফেলতে হবে। জমিতে ভিটাভ্যাক্স ২০০ প্রয়োগ করতে হবে প্রতি লিটার জলের সাথে ২ গ্রাম মিশিয়ে।

তারপর তা জমিতে জল দেয়া যন্ত্রের সাহায্যে প্রয়োগ করতে হবে।

 

ফসল সংগ্রহঃ

চাষ করার ৭-৯ মাস পরে গাছের পাতা ৮০% হলুদ হয়ে গেলে ফসল পরিপক্ক হয়েছে বুঝতে হবে। তখন ওল সংগ্রহ করতে হবে।

ওল গাছের চার পাশে যে বেছন থাকবে সেগুলো রেখে দিতে হবে যাতে পরের বছর সেগুলো দিয়ে বেছন তৈরি করা যায়।

ভালো ভাবে চাষ করতে পারলে ১ কেজি থেকে প্রায় ১০ কেজি বা তার ও বেশি ফলন পাওয়া যেতে পারে।

 

ফলনঃ

উন্নত জাত চাষ করতে পারলে বিঘা প্রতি ১৫০-১৭০ কুইন্টাল ওল পাওয়া যেতে পারে।

 

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত আমরা আপনাদের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এর ফলে আপনারা কৃষি জমি, শিক্ষা, অর্থনীতি এসব বিষয়ে জ্ঞান লাভ করে থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আপনারা এ সকল তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top