2023 করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ভেরিফিকেশন পদ্ধতি অনলাইন

করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ভেরিফিকেশনঃ করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য টিকাকরণ চলছে জোড় কদমে। বেশির ভাগের চেয়েও বেশি মানুষের টিকাকরণ হয়ে গেলে এই ভাইরাসের বিরুদ্ধে ভালোভাবে লড়াই করা যাবে।

প্রথম টিকা করন হওয়ার পর দ্বিতীয় টিকাও আপনি নিয়ে নিয়েছেন, তবে জানেন কি করোনা টিকা নেওয়ার পর এই অতি অবশ্যই এর সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া উচিত।

অর্থাৎ আপনি যে কোভিড টিকা নিয়েছেন সেটারও তো একটা বৈধ প্রমাণপত্র দরকার, তাই না!

CoWin Vaccine Certificate Verification Online
করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ভেরিফিকেশন পদ্ধতি অনলাইন

তবে তার আগে আপনার করোনা সার্টিফিকেট ভেরিফিকেশন করবেন কিভাবে CoWin এর মাধ্যমে? চলুন তাহলে জেনে নেওয়া যাক:

এই Co-WIN ভ্যাক্সিনেশন সার্টিফিকেট একটি ডিজিটালি সুরক্ষিত QR code। এর মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন আপনি।

কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড ৩টি পদ্ধতি

করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন কিভাবে করবেন?

Co-WIN ভ্যাকসিন সার্টিফিকেট ভেরিফিকেশন:

Step 1) প্রথমত আপনাকে CoWin এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল: https://verify.cowin.gov.in/

CoWin Covid Vaccine Certificate Verification
CoWin Covid Vaccine Certificate Verification

Step 2) তারপর স্ক্যান করতে হবে QR কোড।

Step 3) তারপর আপনার ক্যামেরা অপশনে একটি নোটিফিকেশন আসবে।

Step 4) আপনার ফোনের ক্যামেরা টি QR কোড এর উপর রাখুন। রাইট বাটনে রাখুন সার্টিফিকেট ইস্যু এবং স্ক্যান করুন।

Step 5) যখন কিউ আর কোড স্ক্যান করবেন তখন এই বিষয়গুলোর উপর খেয়াল রাখবেন, যেমন-

* QR code যেন স্কিনের 70% থেকে 80% পার্সেন্ট কভার করে।

* ক্যামেরা ফ্রেমের মধ্যে কিউ আর কোডটি স্ক্যান করা কমপ্লিট করুন।

* ক্যামেরাটি হোল্ড হতে পারবে কমপক্ষে পাঁচ সেকেন্ডের জন্য।

Step 6) যদি কোনভাবে স্ক্যান না হয় তাহলে আবার চেষ্টা করুন।

Step 7) স্ক্যান করা কমপ্লিট হয়ে গেলে আপনার একটা মেসেজ আসবে যে, সাকসেসফুল ভেরিফিকেশন।

তারপর দেখবেন Certificate Successfully Verified:

CoWin Vaccine Certificate Verification
CoWin Vaccine Certificate Verification Successfully

১) আপনার নাম

২) আপনার বয়স

৩) আপনার জেন্ডার

৪) সার্টিফিকেট আইডি

৫) বেনিফিশিয়ারি আইডি

৬) ভ্যাকসিনের নাম

৭) আপনার টিকাকরণের তারিখ

৮) ভ্যাক্সিনেশন স্ট্যাটাস

* যদি আপনার সাকসেসফুল সার্টিফিকেট এর ভেরিফিকেশন জেনুইন অথবা আসল না হয় সে ক্ষেত্রে কি করবেন? স্কিনে হয়তো দেখাতে পারে যে, Certificate Invalid

করোনা ভ্যাকসিন সার্টিফিকেটের জন্য আপনার কি কি প্রয়োজন পড়বে:

১) প্রথমত আপনার আরোগ্য সেতু অ্যাপ এর লেটেস্ট ভার্সন টি ডাউনলোড করতে হবে।

২) বেনিফিশিয়ারি রেফারেন্স আইডি দিতে হবে।

৩) আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দিতে হবে।

CoWin থেকে ভ্যাকসিনের সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন:

১) ফোনের যেকোন ওয়েব ব্রাউজার থেকে https://selfregistration.CoWin.gov.in/vaccination-certificate এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

Covid Vaccine Complete Vaccination Certificate Download
Covid Vaccine Complete Vaccination Certificate Download

২) তারপর আপনার বেনিফিশিয়ারি রেফারেন্স আইডি দিয়ে দিন। তারপর সার্চ বাটনে গিয়ে সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

আরোগ্য সেতু অ্যাপ থেকে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন:

১) প্রথমত আপনাকে আরোগ্য সেতু অ্যাপ এর লেটেস্ট ভার্সনটি আপডেট করতে হবে।

Download Covid-19 vaccination certificate from Aarogya Setu app

২) এবার আরোগ্য সেতু অ্যাপ টি খুলুন তারপর CoWin ট্যাবে ক্লিক করুন।

৩) তারপর ভ্যাক্সিনেশন সার্টিফিকেট অপশনে ক্লিক করুন।

৪) এরপর আপনি আপনার বেনিফিসয়ারি রেফারেন্স আইডি দিয়ে দিন। তারপরে Get Certificate বাটনে ক্লিক করুন।

Download Covid-19 vaccination certificate from Aarogya Setu app

৫) যখন আপনি কোভিড ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন তখনই কিন্তু আপনাকে বেনিফিশিয়ারি রেফারেন্স আইডি দেওয়া হয়েছিল। এটাই এখন কাজে লাগবে আপনার।

৬) এবার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আপনার ফোনে সেভও হয়ে যাবে।

তাছাড়া, আপনি যে কোন বিষয়ে অর্থাৎ সার্টিফিকেট ভেরিফিকেশন এর বিষয়ে বিশদ জানতে চান তাহলে, ভেরিফায়ার অ্যাপ অথবা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন:

Contact: Divoc-Support@egov.org.in অথবা partner@cowin.gov.in

এই সার্টিফিকেট ভেরিফিকেশন এর পাশাপাশি ডাউনলোড করে রাখাটাও সবচেয়ে বেশী জরুরী বিষয়। কারণ আধার কার্ড, আই কার্ড, সবকিছুর সাথে সাথে এই করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট আপনার পরিচয় পত্র হিসেবেও কিন্তু ব্যবহার করা হবে। সেক্ষেত্রে করণা সার্টিফিকেট ডাউনলোড করে নিতে ভুলবেন না।

প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়েও ভারতে কোভিড- ১৯ টিকা করন প্রক্রিয়া শুরু হয়েছে ১ লা মার্চ থেকে। ষাট বছরের বেশী এবং তার সাথে সাথে ৪৫ বছরের বেশি বয়সী দের এই টিকাকরণ চলেছিল প্রথম পর্যায়ে।

বাইরে বেড়াতে যান অথবা কোথাও কাজে যান এমন সব জায়গাতে অত্যাবশ্যক হয়ে গিয়েছে এই করোনা ভ্যাকসিন সার্টিফিকেট। আপনার দুটি টিকাকরণ হয়ে গেলেই ডাউনলোড করে নিতে পারবেন covid-19 ভ্যাক্সিনেশন সার্টিফিকেট।

CoWin অথবা আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনি আপনার করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ভেরিফিকেশন অথবা ডাউনলোড করে নিতে পারবেন অনায়াসেই, ঘরে বসে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে।

সার্টিফিকেটে সংশোধন করবেন কিভাবে:

তাছাড়া কোনো কারণে যদি আপনার সার্টিফিকেটে ভেরিফিকেশনের সময় দেখেন যে, কোনো ভুল আছে তাহলে সেটা সংশোধন করবেন কিভাবে:

১) প্রথমত আপনি cowin.gov.in এই ওয়েবসাইটে আপনার একাউন্টে যান।

২) আপনার একাউন্টে গিয়ে ডিটেলস এর মধ্যে Raise an issue অপশনে ক্লিক করুন।

৩) আপনার সার্টিফিকেটে কি কি সংশোধন করতে চান সেগুলো সিলেক্ট করুন।

৪) নাম, জন্মের সাল, এবং লিঙ্গ, এই দুই ফিল্ডের মধ্যে পরিবর্তনের অনুরোধ জানাতে পারবেন আপনি। আর এক্ষেত্রে শুধুমাত্র একবারই অনুরোধ জানানোর সুযোগ দেয়া হবে।

দেশে-বিদেশে যাতায়াতের ক্ষেত্রে এই সার্টিফিকেট দেখিয়ে মিলবে ছাড়পত্র। এই পরিস্থিতিতে ভ্যাকসিন সার্টিফিকেটে যাতে কোনো ভুল তথ্য না থাকে, তার জন্য কিন্তু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

CoWin ভ্যাক্সিনেশন সার্টিফিকেটে নাম, জন্মের সাল, লিঙ্গ, এই সব বিবরণে কোন তথ্য যদি ভুল থাকে, তাহলে তা সংশোধন করে নেওয়ার সুযোগ রয়েছে। উপভোক্তা দের জন্য এমন সুযোগ এনেছে কেন্দ্র সরকার।

তাছাড়া বিভিন্ন জায়গায় করোনা বিধি নিষেধ শিথিল হওয়ার সাথে সাথে ভ্যাকসিন সার্টিফিকেট প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্টে পরিণত হতে চলেছে। তাছাড়া যাদের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে তাদের কাছে দেশের মধ্যে যাতায়াতের সময় RT/PCR পরীক্ষা বাধ্যতামূলক এর নির্দেশ তুলে নেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

তাছাড়া বিদেশ যাওয়ার জন্য নাম, লিঙ্গ, এবং জন্মের সাল, সহ সঠিক ভ্যাকসিন সার্টিফিকেট এবং তার সাথে অন্যান্য নথিপত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top