চড়ক পূজা 2023 তারিখ ও সময় | Charak Puja 2023 Date & Muhurat

চড়ক পূজা 2023 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। কবে পড়েছে এবছরের চড়ক পূজা 2023? চড়ক পূজার শুভ সময় কখন? জানুন 2023 চড়ক পূজার মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। এই বছরের কবে চড়ক পূজা? জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও চড়ক পূজার তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।

চড়ক পূজা তারিখ ও সময় | Charak Puja Date & Muhurat
চড়ক পূজা 2023 তারিখ ও সময় | Charak Puja 2023 Date & Muhurat

চড়ক পূজা 2023 (Charak Puja 2023): বাঙালি দের জীবনে উৎসবের শুরু হয় বছরের প্রথম দিন পয়লা বৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। প্রতিটি উৎসবে কিছু না কিছু ঐতিহ্য বহন করে। বাঙালির এই সমস্ত উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তির অথবা চড়ক পূজক বিশেষ ভাবে বিখ্যাত আগের দিন নীল ষষ্ঠী পালিত হয়, আর নববর্ষের প্রথম দু তিন দিনব্যাপী চড়ক পূজোর উৎসব চলে।

এই বছর চড়ক পূজা 2023 কবে?

Charak Puja
14 April 2023
Friday

চড়ক পুজার বাংলায় তারিখ

চড়ক পূজা
১৪ এপ্রিল ২০২৩
শুক্রবার

 

প্রতিমুহূর্তে উৎসবের আমেজ এ ভরা বাঙালির জীবনযাত্রায় বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন যেটা চরিত্র সংক্রান্তি বলে মনে করা হয়। সেটি হিন্দুদের একটি অনুষ্ঠান চরক পূজা হিসাবে পরিচিত। অনেক দিন আগে থেকে যুগ যুগ ধরে প্রচলিত এই পূজার সূচনা নিয়ে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে।

2023 শুভ চড়ক পুজার শুভেচ্ছা বার্তা

চরক পূজার নিয়ম কানুন: 

প্রতিটি পূজার মতো চড়ক পূজারও কিছু নিয়ম-কানুন রয়েছে। যেমন ধরুন চড়ক পূজার আগের দিন চড়ক গাছকে ভালোভাবে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতিক শিবলিঙ্গ রাখা হয়। সেখানে এই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত।

এই পুজো যারা করেন তারা কিন্তু পতিত ব্রাহ্মণ। পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় চড়ক পূজা আরো অন্যান্য নামে জানা যায় যেমন ধরুন শিবের গাজন, নীল পূজো, গম্ভীরা পুজো, ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে চড়ক পূজা করা হয়। এক একটি জায়গায় চড়ক পূজোর নাম বিভিন্ন।

চড়ক পূজোর বিশ্বাসগুলি: 

বিশ্বাসের উপরে ভিত্তি করে অনেক সময় অনেক কিছু অর্জন করা যায়, পূজা পার্বণের উপরে বিশ্বাস রেখে সেই পূজা করলে মনোমতো ফল পাওয়া যায় বলে অনেকের ধারণা এইসব পুজোর সঙ্গে রয়েছে ভূতপ্রেত বা পুনর্জন্মবাদের উপরে অগাধ বিশ্বাস, শারীরিক যন্ত্রণা ধর্মের একটি অঙ্গ। তাইতো উপবাস থেকে শুরু করে দন্ডী দেওয়া, ঝাঁপ দেওয়া, এই সমস্ত কষ্টকর কাজ হলেও এগুলি ধর্মের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।

আর এগুলি করে সাধারণ মানুষ পূর্ণ অর্জন করে বলে ধারণা। তবে এই চড়ক পূজোতে চরক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুক দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানোর রীতি আছে। সেই সঙ্গে পিঠে, হাতে, পায়ে, জিভ এ এবং শরীরের বিভিন্ন অঙ্গে লোহা গেঁথে দেওয়া হয়। যা কিনা খুবই যন্ত্রনাময় পরিস্থিতি তৈরি করে।

তবে যদিও ১৮৬৫ সালে ব্রিটিশ সরকার আইন করে এটি বন্ধ করে দিয়েছিল। তবে আজও গ্রামবাংলায় অনেক জায়গায় এইভাবে চড়ক পূজা পালন করা হয়। মূলত কৃষি প্রধান অঞ্চল গুলিতে চড়ক উৎসব বেশি করে পালিত হয়।

অনেকেই সন্ন্যাসী হয়ে সারা চৈত্র মাস ভিক্ষা করার মধ্যে দিয়ে এই চড়ক পূজার আয়োজন করেন। নীল পূজো চৈত্র মাসের শেষ দিনের আগের দিন হয়। আর এই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু অনুষ্ঠিত হয়। যার মধ্যে দিয়ে সাধারণ মানুষ খুবই আনন্দ উপভোগ করে থাকেন।

চড়ক পূজা 2023: ইতিহাস ও তাৎপর্য | Charak Puja 2023: History and Significance

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top