আপনি কি সরাসরি সরকারের কাছ থেকে জমি কিনতে পারেন?

কথাটি শুনতে অবাক লাগলেও আমরা কি কখনো ভেবে দেখেছি যে, সরকারের কাছ থেকে জমি কেনা যায় কিনা? দেশের নানা প্রান্তের যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন সরকারী মালিকাধীন জমি। এমন জমি রয়েছে লক্ষ লক্ষ একর। অনেকেই মনে মনে ভাবে যে, কিভাবে সরকারের কাছ থেকে জমি কেনা যায়। আর কোন কোন জমিই বা কেনা যায়। 

আমরা অনেকেই এই তথ্য জানি না যে, সরকারের কাছ হতে জমি কেনা যায় কিনা। কেনা গেলে কোন কোন জমিই বা কেনা যায়। কিভাবে কেনা যায় সরকারের মালিকানাধীন জমি । এসব জানা থাকলে আমাদের অনেক সুবিধা হয়।

অনেক সময় সরকারের নিকট হতে জমি কেনার সুযোগ থাকলেও পর্যাপ্ত তথ্য না জানার কারণে আমরা সরকারের নিকট হতে জমি কিনতে পারি না। তাই আমাদের এ সংক্রান্ত তথ্য জানা উচিত। 

আমাদের সাইটে আমরা নিয়মিতভাবে জমি সংক্রান্ত নানা তথ্য নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করবো সরকারের কাছ থেকে জমি কেনা নিয়ে। জানার চেষ্টা করবো আমরা চাইলে সরাসরি সরকারের কাছ হতে পছন্দমত জমি কিনতে পারি কিনা।

জমি কিনতে পারলে কোন কোন জমি কেনা যায়। কখন সরকার জমি বিক্রি করে থাকে। আসুন দেখে নি এসব নিয়ে বিস্তারিত আলোচনা। এতে করে আমাদের সবাই সরকারের জমি কেনা নিয়ে ভালো ধারনা লাভ করবে। 

 

সরকারের কাছ থেকে কোন কোন সময় জমি কেনা যায়? 

সরকার সাধারণত সবসময় জমি বিক্রি করে না । প্রচলিতভাবে ২ সময়ে সরকার জমি বিক্রি করে থাকে।


নিচে আমরা সরকার কোন কোন সময় জামি বিক্রি করে থাকে তার বিস্তারিত আলোচনা করবো। আসুন দেখে নি কোন কোন সময় সরকার জমি বিক্রি করতে পারে। 

 

দীর্ঘদিন পতিত জমি দখলে থাকলে

অনেক সময় কোন গোষ্ঠী বা সমাজ বছরের পর বছর সরকারের কোন জমিতে বসবাস করলে অথবা চাষাবাদ করলে সরকার কোন কোন পরিস্থিতে বিশেষ বিবেচনায় এই সকল জমি এখাকার বসবাসকারী বা চাষাবাদকারীদের কাছে বিক্রি করে থাকে। যাতে তারা কখনো এ স্থান হতে উচ্ছেদ না হয়।


এভাবে কিছু কিছু সময় জনগন সরকারের কাছ থেকে জমি কিনতে পারে। এই জমি কেনা অবশ্যই সরকারের ইচ্ছার উপর নির্ভর করে । অনেক সময় সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি থাকে, এরই ফলশ্রুতিতে কিছু সময় সরকার এই সিদ্ধান্ত নিয়ে থাকে। এই জমি নিজের ইচ্ছামত কেনা যায় না। সরকারের মর্জির উপর নির্ভর করে থাকে। 

 

সরকারের কোন পরিকল্পিত আবাসন প্রকল্পে

সরকার বিভিন্ন সময় পরিকল্পিত আবাসন প্রকল্প গড়ে তোলে। নতুন এলাকায় উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থা তৈরি করে আবাসনের জন্য উপযোগী করে তোলে। সকল সেবা যেমন; বিদ্যুৎ, পানি, ড্রেইনেজ সিস্টেম উন্নত করে মানুষের জন্য উন্নত আবাসন পরিবেশ গড়ে তোলে।


তখন সেখানে সরকার জমি বিক্রি করে জনগনকে আবাসন তৈরি করতে আহবান জানায়। এভাবে পরিকল্পিত আবাসিক এলাকায় সরকারের নিকট হতে জমি কেনা যায়। আর এসব পরিকল্পিত এলাকায় হওয়ায় খুব সুন্দর পরিবেশ ও ভালো নাগরিক সুবিধা থাকে। 

সরকারের কাছ থেকে কি পছন্দমত জমি কেনা যায়? 

সত্যিকার অর্থে সরকারের কাছ থেকে জমি কেনার সময় সরকারের আলাদা কমিটির মাধ্যমে জমি নির্ধারন করা হয়ে থাকে। বেশির ভাগ সময়েই লটারির মাধ্যমে কে কোন জমি পাবে তা নির্ধারণ করা হয়। তাই আমরা বলতে পারি যে সরকারের কাছ থেকে জমি কেনার সময় পছন্দমত জমি কেনা যায় না। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top