Birbhum Provisional list of Banglar Bari 2025: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নতুন বাংলার বাড়ির লিস্ট (Banglar Bari List 2025) অনলাইনে প্রকাশিত করা হয়েছে এই লিস্টের মধ্যে আবেদনকারী নিজেদের নাম সহজেই যাচাই করতে পারে এবং এই লিস্ট ডাউনলোড করে প্রিন্ট করতে পারে। এই লিস্টে যেই সকল পরিবারের নাম রয়েছে তারা বাড়ি তৈরির জন্য সরকারি সহযোগিতা পাবে ও নিজের বাড়ি তৈরি করতে পারবে।
চলুন জেনে নিন বীরভূম জেলার বাংলার বাড়ির লিস্ট কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই চেক করতে পারবেন সম্পুরন পদ্ধতি জেনে নিন।
বীরভূম জেলার নতুন বাংলার বাড়ির লিস্ট 2025
ধাপ ১. সবার প্রথমে (Birbhum Rural Housing Scheme List 2025) বীরভূম বাংলার বাড়ির সরকারি ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের মধ্যে নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে। এই লিস্টে গ্রামীণ আবাস যোজনার অধীনে যোগ্য, অযোগ্য, নিষ্ক্রিয় সুবিধাভোগীদের নাম যোগ দেওয়া হয়েছে। বীরভূম জেলার ওয়েবসাইটে নোটিসের পেজে এই লিস্ট ঘোষণা করা হয়েছে এই পেজেই লিস্ট পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন।
https://docs.google.com/spreadsheets/d/1IFbibwqpsfSK2nP_6l67nXzhd6YsHm7LNskEVTsgsY8
ধাপ ২. ওয়েবসাইটের নোটিস পেজে যাওয়ার পর এখানে “Provisional list of Banglar Bari Scheme of Birbhum District Eligible, Ineligible, Inactive beneficiaries under Rural Housing Scheme.” নামের ফাইল লিংক দেখা যাবে এই লিংকে ক্লিক করতে হবে। এখানে তিন প্রকারের আলাদা আলাদা লিস্ট আছে যোগ্য, অযোগ্য ও নিষ্ক্রিয় এই তিনটি লিস্টে মধ্যে যে কোন লিস্টে আবেদনকারীর নাম থাকতে পারে।
ধাপ ৩. এখান থেকেই বীরভূম জেলার নতুন বাংলার বাড়ির লিস্ট (Birbhum Banglar Bari Provisional list 2025) দেখতে পাওয়া যাবে এবং PDF ফাইলে ডাউনলোড করা যাবে। আবেদনকারী নিজের নামের অনুসারে যে কোন পেজ প্রিন্ট করে নিতে পারে।
6295030766
দিদি আমাদের ঘর নেই আমার দিনে একটা ঘর দিন।
আমি সুশান্ত থান্দার বিগত কয়েক বছর ধরে আমি ঘরের application জমা দিয় কিন্তু এখনো অবধি আমি কোনো ফলাফল পায়নি একটু যদি দেখেন খুবই উপকৃত হয়বো ধন্যবাদ
[email protected]
s
আমাদের মাটির ঘর আমাদের একটা ঘর দিন
দিদি আমার একটা বাড়ি দরকার কারণ আমি মাটির ভাঙগা বাড়ি তে বাস করি কারণ আমার বাবা মা নেই আমার একটা বাড়ি দরকার 8250561412
Hi didi