2023 সেরা 10টি মিউচুয়াল ফান্ড এগুলিতে পাবেন উচ্চ রিটার্ন

সেরা 10টি মিউচুয়াল ফান্ড: আপনারা সকলেই মিউচুয়াল ফান্ড (Mutual Funds) সম্পর্কে জানেন আর অনেকে হয়ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন আর হয়ত অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বলে ভাবছেন।

কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আমাদের মনে প্রশ্ন থাকে যে কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন আর কথায় ভাল রিটার্ন পাওয়া যাবে।

আমরা আজ আপনাদের জানাব ১০টি এমন মিউচুয়াল ফান্ডের স্কিম যেখানে ইনভেস্ট করলে আপনারা পাবেন অন্ন্যের তুলনায় অনেক বেশি রিটার্ন ।

Top 10 Mutual Funds That Give The High Returns
সেরা 10টি মিউচুয়াল ফান্ড – Top 10 Mutual Funds

প্রাধান কথা এটা হল যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি এফডী (ফিক্স ডিপজিট) থেকে অনেক বেশি রিটার্ন পাবেন জরুরি এতাই যে সঠিক আর ভাল মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করতে হবে।

Credit Card কি? সুবিধা কি কি? Credit Card আবেদন পদ্ধতি

Debit Card ও Credit Card এর মাঝে পার্থক্য কি?

আসুন জেনে নিন এই ১০ টি ভাল রিটার্ন দেবার মিউচুয়াল ফান্ডের স্কিম কি কি

১. মতিলাল ওসওয়াল নসড্যাক ১০০ এক্সচেঞ্জ ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে ১৮.৬০% রিটার্ন দিয়েছে।

২. এস বি আই স্মল ক্যাপ ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে ১৬.৮৭% রিটার্ন দিয়েছে।

৩. মিরে এসেট ইমেজিং ব্লুচিপ ফান্ড – এই মিউচুয়াল ফান্ডের রেগুলার প্লান বিগত ৫ বছরে ১৬.১৯% রিটার্ন দিয়েছে।

৪. আদিত্য বিড়লা সান লাইফ বাঙ্কিং অ্যান্ড ফাইনেন্স সার্ভিসেস ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে ১৫.৬০% রিটার্ন দিয়েছে।

৫. ইনবেসকো ইন্ডিয়া ফাইনেন্সিয়াল সার্ভিসেস ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে  ১৪.৬৮% রিটার্ন দিয়েছে।

৬. আদিত্য বিড়লা সান লাইফ ইন্ডিয়া জেনেক্স ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে  ১৪.৪৪% রিটার্ন দিয়েছে।

৭. মতিলাল ওসওয়াল মাল্টিক্যাপ ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে ১৪.৩৪% রিটার্ন দিয়েছে।

৮. ফ্রেঙ্কলিন ইন্ডিয়া ফিডার ফ্রেঙ্কলিন ইউএস অপর্চুনিটি ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে ১৪.২০% রিটার্ন দিয়েছে।

৯. আই সি আই সি আই প্রুডেনটিয়াল বাঙ্কিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে ১৪.২০% রিটার্ন দিয়েছে।

১০. এক্সিক্স ফোকাস্ড ফান্ড – এই মিউচুয়াল ফান্ড স্কিম বিগত ৫ বছরে ১৪.১২% রিটার্ন দিয়েছে।

তাহলে আপনারা জানতে পারলেন টপ 10 মিউচুয়াল ফান্ড স্কিম যা আপনাকে দেবে সব থেকে বেশি রিটার্ন, এই মিউচুয়াল ফান্ড স্কিমগুলি বিশ্বস্ত স্কিম যা অনেক পুরাতন এবং এই স্কিমগুলির ব্যাকগ্রাউন্ডও অনেক ভাল।

মিউচুয়াল ফান্ড মার্কেটের ওপর নির্ভর করে তাই কথাও ইনভেস্ট করার আগে ভাল করে জেনে নেবেন। মার্কেটের উপর নীচে হওয়াতে মিউচুয়াল ফান্ডের ওপর প্রভাব পরে কিন্তু যদি বেশি সময়ের জন্য ইনভেস্ট করেন তাহলে মিউচুয়াল ফান্ড স্কিম খুবি লাভবান এবং অনেক বেশি রিটার্ন পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top