অসম্ভবকে সম্ভব করে তোলার ৬ টি মূলমন্ত্র শিখে নিন

আমাদের অভিধানে অনেক কিছুই আছে, যা আমাদের কাছে অসম্ভব। ২৪ ঘন্টায় কেউ পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজ যা আমাদের কাছে কল্পনা, কাল তাই বাস্তবে পরিণত হচ্ছে। আবার কিছু মানুষ এই সময়টাতে শুধুমাত্র নিজেদের দৈনন্দিন কাজ নিয়েই ব্যস্ত থাকে।

তাদের জীবনে রুটিনবাধা জীবনের বাইরে আর কিছুই নেই। মূলত এরাই সব কাজকে অসম্ভব বলে ভাবে। মনে করুন, আপনি খুবই অলস, কোন কাজেই আপনার মন বসেনা। এই অভ্যাস দূর করতে আপনি কিছুদিন খুব চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই সফল হতে পারলেন না। হাল ছেড়ে দিলেন।

আবার, আপনি হয়ত অনেক রোগা,ভাবছেন খুব তাড়াতাড়ি ওজন বাড়াবেন। কিন্তু কিছুতেই বেশী খেতে পারছেন না। এজন্য কয়েকদিন পরই মোটা হওয়ার ডায়েট বাদ দিয়ে দিলেন। আপনার কাছে মনে হতে থাকবে ডায়েট করা অসম্ভব। কিন্তু এগুলোর কোনটাই অসম্ভব নয়। চেষ্টা করলে সব সম্ভব।

সুপ্রিয় পাঠক আজ আমরা আলোচনা করব, অসম্ভবকে সম্ভন করার ৬ টি মূলমন্ত্র নিয়ে। চলুন দেরী না করে মুল আলোচনা শুরু করা যাক।

অসম্ভবকে সম্ভব করার ৬ টি মূলমন্ত্র জেনে নিন

১. দৃঢ় ইচ্ছাশক্তি

যেকোন কাজ তখনই করা সম্ভব যখন কাজটি করার জন্য আপনার প্রচুর ইচ্ছাশক্তি থাকবে।  নিজের ইচ্ছায় নিজে এতটা মগ্ন থাকুন যে, ওটাই জীবনের ধ্যান জ্ঞান বলে মনে হয়। কোন কিছু পেতেই হবে, পাবই এটা মনে করাই হচ্ছে দৃঢ় ইচ্ছাশক্তি।

আপনার হয়ত কাজটি করার জন্য পূর্ব অভিজ্ঞতা নেই, যোগ্যতা নেই, কিন্তু ইচ্ছা আছে কাজটি করার। তাহলেই জেনে রাখুন কাজটি আপনি পারবেন। কারণ আপনার অদম্য ইচ্ছাই আপনাকে কাজটি করার যোগ্যতা অর্জনে সাহায্য করবে।

২. ধৈর্যশক্তি

ধৈর্য হচ্ছে মানুষের সবচেয়ে বড়গুণ। কোন কিছু পেতে গেলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর না পাওয়া পর্যন্ত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। কোন কাজই একবারে করা সম্ভব হয় না।

অনেক সময় একটি কাজ শুরু করলে তার ফল আসতে অনেক সময় লাগে, মাঝেমাঝে মনে হয় এটা করা সম্ভব নয়। কিন্তু তবু ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। অধৈর্য হয়ে হাল ছেড়ে দিলে কখনোই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়।

একটি কাজ যতই অসম্ভব হোক, ধৈর্যের সাথে যদি চেষ্টা চালিয়ে যাওয়া হয়, তবে সেটা একসময় অবশ্যই করা সম্ভব হয়।

৩. কঠোর পরিশ্রম

কোন কাজে সাফল্য পাওয়ার উপায় হচ্ছে কঠোর পরিশ্রম। আপনার দৃঢ ইচ্ছাশক্তি ও ধৈর্য থাকলে একটি কাজে সাফল্য পেতে আপনাকে দিনরাত এক করে কাজ করে যেতে হবে। পরিশ্রম ছাড়া অলসতা করলে কখনোই সাফল্য পাওয়া সম্ভব নয়।

যারা পরিশ্রম না করেই সাফল্য লাভের আশা করে, তারা জীবনে কখনোই সফল হয়না। ব্যর্থতা ছাড়া তারা জীবনে অন্য কিছুই লাভ করতে পারেনা। যারা পরীক্ষায় ভাল রেজাল্ট করতে চায়, তাদের রাতের পর রাত জেগে পড়া বুঝতে হয়, মুখস্ত করতে হয়, নিজের জন্য নোট তৈরি করতে হয়।

এভাবেই তাকে নিজের বিনোদন, আরামের ঘুম ত্যাগ করে নিজের সাফল্য লাভে পরিশ্রম কর‍তে হয়। যে ভাল ফল লাভের আশায় পরিশ্রমী হবে, সাফল্য তার কাছেই ধরা দেয়। এটাই সাফল্য লাভের অন্যতম মূলমন্ত্র।

৪. অন্যের কথায় কান না দেওয়া

পৃথিবীতে মানুষ যতগুলো কারণে কোন কাজে ব্যর্থ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে, অন্যের কথায় কান দেওয়া। মানুষ কখনোই অন্যের ভাল সহ্য কর‍তে পারেনা। আর যে কাজ সে নিজে করতে পারেনি, সেই কাজ অন্য কেউ করে ফেলবে এটা অনেকেই সহ্য করতে পারেনা।

আপনি যেকোন কাজ সম্পর্কেই মানুষের কাছে জিজ্ঞাসা করলে তারা আপনাকে নেতিবাচক রিভিউ প্রদান করবে। কিন্তু সত্য হচ্ছে এই যে, কোন কাজ একজন পারে নি বলেই আপনি পারবেন না, এমনটা নয়।

একটি কাজ আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হতেই পারে৷ কিন্তু কোন কাজ সম্ভব করার মূল উপায় হচ্ছে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাওয়া। আর আপনাকে সেটাই করতে হবে। অন্য কারো নেতিবাচক মন্তব্য যদি কানে না নিয়ে আত্নবিশ্বাসের সাথে কাজ করে যেতে পারেন, আপনি যেকোন অসম্ভবকে সম্ভব করতে পারবেন।

৫. নিরাশ হবেন না

কোন কাজে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্যর্থতার ভয়। বেশিরভাগ মানুষ কাজের আগে হতাশ হয়ে যায়, সে কাজটি পারবে কিনা এটা নিয়ে। কোন কাজে আশাবাদী হওয়ার চেয়ে বেশী যদি নিরাশ হন, তাহলে কাজের সাফল্য পাওয়ার সম্ভাবনা কমে যায় অনেকটাই।

কারণ নেতিবাচক চিন্তাভাবনা সবসময়ই নেতিবাচক ফল বয়ে আনে। আপনি যদি কাজে সাফল্য চান, এমনভাবে সাফল্যের উপর ভরসা রাখুন, ঠিক যেভাবে আমরা জানি আমরা যেকোন মুহুর্তে মৃত্যুবরণ করতে পারি, কিন্তু তবুও আমরা বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করে ফললাভের আশা করছি, ঠিক সেইভাবে।

পৃথিবীতে যে কাজ কেউ পারেনি, সেটা আপনিও পারবেন না, এমন নৈরাশ্যবাদ ঝেড়ে ফেলুন।

৬. নিজের প্রতি বিশ্বাস

আপনি যদি আপনার ক্ষমতার উপর বিশ্বাস করেন, আপনি জীবনে অনেক অসাধ্য সাধন করতে পারবেন। আর যদি নিজের প্রতি আপনার বিশ্বাস না থাকে, বিশ্বাসের যদি অভাব থাকে, তাহলে সামান্য কাজও সম্ভব হয়না।

পৃথিবীতে যারা বরেণ্য তাদের প্রত্যেকেরই অনেক সীমাবদ্ধতা ছিল, তা সত্ত্বেও তারা সাফল্য লাভ করেছেন, জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট,  উনি যদি বয়স হয়েছে বলে হাল ছেড়ে দিতেন, আজ এই অবস্থানে আসতে পারতেন না।

প্রিয়াঙ্কা চোপড়া যদি নিজের কৃষ্ণবর্ন নিয়ে লজ্জিত থাকতেন উনি কখনোই বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে পারতেন না। উনার বিশ্বাসই উনাকে বিশ্বসুন্দরীর মুকুট এনে দিয়েছিল। অথচ উনি যদি ভাবতেন এর জন্য যোগ্য কেবল ফর্সা সুন্দর মেয়েরাই? নিজের প্রতি যদি বিশ্বাস না রাখতেন উনি কখনো সুন্দরী প্রতিযোগিতায় নামই লেখাতেন না।

এটাই আমাদের সাফল্য পাওয়ার মূলমন্ত্র। কখনোই নিজের শক্তিকে অবহেলা করবেন না। আপনি ই পারেন, আপনিই পারবেন। এই ধ্রুব সত্যতে বিশ্বাস রাখুন।

উপসংহার

শিরোনাম দেখে মনে হতে পারে, পৃথিবীতে সব কাজই কি সম্ভব? না, অবশ্যই মানুষের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর অসম্ভব বলতে সাধারনভাবে যা আমরা করতে চাই, না হলে আমাদের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে, তাকেই বুঝানো হয়েছে।  

সেখানে আমরা কেন অসম্ভবকে সম্ভব করার মূলমন্ত্র কাজে লাগিয়ে সফল হতে পারব না? আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top