যে ৫ টি ভুলের জন্য নিজের সৌন্দর্য হারিয়ে ফেলছেন

সৌন্দর্যের অপর নাম শক্তি। সৌন্দর্য আমাদেরকে বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়। অন্যদের দেখানোর জন্য কেবল সৌন্দর্য প্রয়োজন নয়, নিজেকে আরও যোগ্য ও আত্নবিশ্বাসী করতে তুলতে, সৌন্দর্যের প্রয়োজন। আর এই সৌন্দর্য বাড়াতে আমরা কতকিছুই না করে থাকি।

নিয়মিত ত্বকচর্চা, চুলের যত্ন, হাত, পা, ঠোটের যত্ন নিয়ে থাকি। সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চর্চা আর যত্নের উপর। আপনি যত সুন্দরই হন না কেন, ঠিকমত চর্চা না করলে আপনার ত্বকের জেল্লা কমতে থাকবে, চুল রুক্ষ হতে শুরু করবে, হাত, পায়ের ত্বকে মৃতকোষ ও কিউটিকল জমে যাবে, ঠোটের চামড়া উঠবে। এভাবেই সৌন্দর্য হারিয়ে বসবেন, যা পুনরুদ্ধার কথা যথেষ্ট কঠিন।

সুপ্রিয় পাঠক আমাদের আজকের আয়োজনে থাকছে এমন কিছু ভুল সম্পর্কে বিস্তারিত তথ্য যার কারণে নিজের সৌন্দর্য হারিয়ে ফেলছেন। চলুন প্রিয় পাঠক, দেরী না করে আলোচনা শুরু করা যাক।

যে ৫ টি ভুলের জন্য নিজের সৌন্দর্য হারিয়ে ফেলছেন

১. ত্বকচর্চায় অবহেলা

প্রতিদিনকার ব্যস্ত জীবনযাত্রায় ত্বকে নানা ধরনের ধুলা, ময়লা,  ডেড সেলস জমে যায়। এছাড়া প্রতিদিন যেসব মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেন, সেগুলো যদি নিয়মিত সঠিকভাবে পরিষ্কার না করা হয়, তবে ত্বকের লোমকূপের ছিদ্রপথ বন্ধ হয়ে সেখানে ব্রণ, র‍্যাস, এলার্জি, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দেখা দেবে।

ডেড সেলস হচ্ছে ত্বকের মৃতকোষ, যার জন্য ত্বক বিবর্ণ, অনুজ্জ্বল দেখায়। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস খুবই যন্ত্রনাদায়ক সমস্যা, এরজন্য ত্বক নোংরা দেখায়, ত্বকের স্বাভাবিক জেল্লা ও সৌন্দর্য নষ্ট হয়। আর এসবই হয়ে থাকে, যদি আপনি সঠিক উপায়ে ত্বকের যত্ন না নেন তাহলে।

প্রতিদিন দুইবার ত্বক পরিষ্কার করুন, সকালে একবার, রাতে একবার। আপনার ত্বকের জন্য উপযোগী ফেসওয়াশ ব্যবহার করুন। মেকআপ করে থাকলে আগে মেকআপ রিমুভার দিয়ে মুখের ত্বক ভালভাবে পরিষ্কার করে পরে ফেসওয়াশ ব্যবহার করুন। এগুলো ব্যবহারে সমস্যা থাকলে বেসন, দুধ ও চালের গুড়া ব্যবহার করে ত্বক পরিষ্কার করতে পারেন।

ত্বক পরিষ্কারের পর আইস কিউব ব্যবহার করুন ত্বকে। সপ্তাহে দুইদিন স্ক্রাবিং করুন, ভাল প্যাক ব্যবহার করুন। দেখবেন ত্বক যেকোন ধরণের ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, ডেড সেলস মুক্ত থাকবে। ত্বকের সৌন্দর্য নষ্ট হবেনা।

২. চুলের অযত্ন

আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে চুলের অবদান অনেক বেশী। যার চুল সুন্দর নয়, তার কোন কিছুই ভাল লাগে না সহজে। আর চুলের ব্যাপারে যদি অবহেলা করেন, তবে অকালেই চুল হারাবেন।

চুলের রুক্ষতা,শুষ্কতার পাশাপাশি চুল পড়া শুরু হবে। আর এতে করে আপনার সৌন্দর্য হারিয়ে যাবে। যতই সুন্দর হোক একজন মানুষ, চুল না থাকলে তাকে ভাল দেখাবে না। তাই চুলের যত্ন নিন নিয়মিত।

৩. অযত্নে মেকআপ

আপনি যখন মেকআপ করবেন,,তখন তা ধৈর্য ধরে একটু সময় নিয়ে করুন। কারণ মেকআপ তাড়াহুড়া করে ত্বকে বসতে চায়না, এছাড়া অন্যান্য উপাদানগুলোও চেহারার সাথে মানানসই করতে কিছুটা সময় লাগে।

মেকআপ তখনই আপনাকে সুন্দর করে তুলবে যখন তা চেহারার খুত ঢেকে দিবে এবং পরিপাটি হবে। তাই যত্ন নিয়ে মেকআপ করুন।

৪. হাত-পায়ের যত্ন

বেশিরভাগ মানুষ মুখের ত্বক ও চুলের যত্ন নিয়ে থাকে। কিন্তু হাত-পায়ের ব্যাপারে সচেতন নন। ফলে হাত ও পায়ের রংয়ের সাথে মুখের ত্বকের কোন মিল থাকে না। এটা নিয়ে অনেককেই ট্রলের স্বীকার হতে হয়।

আর মুখের ত্বক সুন্দর ও ফর্সা, কিন্তু হাত-পা বিবর্ণ, অনুজ্জ্বল ও কালো এটা খুবই দৃষ্টিকটু। এটা আপনার সৌন্দর্যকে প্রশ্নবিদ্ধ করে। তাই নিয়মিত বাসায় মেনিকিউর ও পেডিকিউর করুন। এটা ঘরোয়া উপাদান দিয়েই করতে পারবেন। চাইলে পার্লারের সাহায্যও নিতে পারেন।

৫. ঠোটের অযত্ন

ঠোট চেহারার মধ্যে খুবই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অঙ্গ। অযত্নে, অবহেলায় এবং যেনতেন ব্র‍্যান্ডের লিপস্টিক ব্যবহারে ঠোটের উপর ডেড সেলস জমতে থাকে, এবং ঠোট দিন দিন কাল হয়ে যায়। ঠোট কাল হয়ে গেলে আপনার চেহারার সৌন্দর্য অর্ধেক নষ্ট হয়ে যায়।

তাই নিয়মিত ঠোটে কাচা দুধে তুলা ভিজিয়ে ঘষুন, মধুর প্রলেপ লাগান। আর বাইরে যাওয়ার সময় লিপ বাম বা ভ্যাসলিন ব্যবহার করুন। এতে ঠোট সুন্দর থাকবে।

উপসংহার

চর্চা ছাড়া যেকোন কিছুই নষ্ট হয়ে যাক। হোক সেটা প্রতিভা বা সৌন্দর্য। সৃষ্টিকর্তা প্রদত্ত রুপ অম্লান রাখতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আর বিভিন্ন কারণে ত্বকে যে ধুলা-ময়লা জমে ত্বকের সৌন্দর্য নষ্ট হয় তা সঠিক উপায়ে ক্লিন করে যত্ন নেওয়া উচিত। তাহলেই নিজের সৌন্দর্য দীর্ঘদিন ধরে রাখতে পারবেন।

এটা কখনোই সময়ের অপচয় নয়, বা কৃত্তিম উপায়ে সৌন্দর্যবর্ধন নয়। এটা স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখার সঠিক উপায় মাত্র। আশা করি পোস্টটি ত্বকের অযত্নে আপনাকে নিরুৎসাহিত করবে এবং সৌন্দর্য সচেতনতা সৃষ্টি করবে।

এ বিষয়ে কোন মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই তথ্য জানিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top